RRB Group-D জেনারেল নলেজ
RRB Group-D জেনারেল নলেজ |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে RRB Group-D জেনারেল নলেজ PDF, যেখানে RRB Group -D এর জেনারেল নলেজ দেওয়া হয়েছে, এই তালিকার মধ্যে সমস্ত রকম উল্লেখযোগ্য রেল সম্বন্ধীয় প্রশ্ন-উত্তর দেওয়া হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF ফাইল আকারে প্রদান করছে, যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in
০১) তেলের বিনিময়ে খাদ্য
প্রকল্পে দুর্নীতির তদন্তের জন্য কোন কমিটি
গঠন করা হয় ?
উত্তর.
ভোলকার
০২) সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ১৯৭৬ সালের কত তম
সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে
?
উত্তর.
৪২ তম
০৩) ইস্ট ইন্ডিয়া কোম্পানি
দক্ষিণ ভারতের কোথায় প্রথম
ঘাঁটি স্থাপন করেন ?
উত্তর.
সুরাটে
০৪) বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয়ক যন্ত্রের
নাম কি ?
উত্তর.
অ্যানিমোমিটার
০৫) কোন প্রাণীর রক্তে
কোন শ্বাস রঞ্জক থাকে
না ?
উত্তর.
আরশোলা
০৬) রেন গেজ এর
সাহায্যে আমরা কি পরিমাপ
করতে পারি ?
উত্তর.
বৃষ্টিপাতের পরিমাণ
০৭) জন্ডিস মানবদেহের কোথায়
হয় ?
উত্তর.
যকৃৎ
০৮) পাঞ্জাবের ফতেবাদ মসজিদ কে
নির্মাণ করেন ?
উত্তর.
হুমায়ুন
০৯) মানুষের রক্ত হলো কি
প্রকৃতির ?
উত্তর.
মৃদু ক্ষারীয়
১০) ফারেনহাইট স্কেলে ১০০°C তাপমাত্রা
পাঠ কত ?
উত্তর.
২১২ ডিগ্রী ফারেনহাইট
১১) কাফি খাঁ কার
ছদ্মনাম ?
উত্তর.
প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর
১২) রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম
কত বছর হওয়ার প্রয়োজন
?
উত্তর.
৩৫ বছর
১৩) কাশ্মীরের আকবর কাকে বলা
হয় ?
উত্তর.
জয়নুল আবেদিন
১৪) কোন মহাদেশের মধ্যে
দিয়ে নিরক্ষরেখা মকরক্রান্তি কর্কটক্রান্তি রেখা বয়ে গিয়েছে
?
উত্তর.
আফ্রিকা মহাদেশের
১৫) কোন প্রাণীর রক্তরসে
শ্বাস রঞ্জক বর্তমান ?
উত্তর. চিংড়ি
১৬) জেমস বন্ড চরিত্রটির
সৃষ্টিকর্তাকে ?
উত্তর.
ইয়ান ফ্লেমিং
১৭) ‘
আরাম হারাম হে ‘ কার
উক্তি ?
উত্তর.
জহরলাল নেহেরু
১৮) কৌলিন্য প্রথা কে প্রবর্তন
করেন ?
উত্তর.
বল্লাল সেন
১৯) কোন অ্যাসিডকে রসায়নের
রাজা বলা হয় ?
উত্তর.
সালফিউরিক অ্যাসিড
২০) সংবিধান পরিষদের প্রথম অধিবেশন কত
সালে হয়েছিল ?
উত্তর.
১৯৪৬ সালে
২১) হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল ?
উত্তর.
কনৌজ
২২) দক্ষিণ ভারতের গঙ্গা
কাকে বলা হয় ?
উত্তর.
গোদাবরী
২৩) বিশ্বক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ছয় মারার রেকর্ড
কে অর্জন করেন ?
উত্তর.
ক্রিস গেইল
২৪) কোন উদ্ভিদ গমনে
সক্ষম ?
উত্তর.
ক্ল্যামাইডোমোনাস
২৫) কোন দিনটি এডস
দিবস হিসেবে পালন করা
হয় ?
উত্তর. ১লা ডিসেম্বর
২৬) রাগবি খেলায় প্রতি
দলে কতজন করে খেলোয়াড়
থাকে ?
উত্তর.
১৫ জন
২৭) কলিঙ্গরাজ খারবেল এর কথা
কোন লিপিতে উল্লেখ আছে
?
উত্তর.
হাতিগুম্ফা লিপি
২৮) ডলোরাইট কি ধরনের শিলার
উদাহরণ ?
উত্তর.
আগ্নেয় শিলা
২৯) ”
By God’s Decree ” এই
আত্মজীবনীটি কার রচনা ?
উত্তর.
কপিল দেব
৩০) আর্টিকেল ৩৬০ এ কিসের কথা আলোচনা
করা হয়েছে ?
উত্তর.
অর্থনৈতিক জরুরি অবস্থা
৩১) ৩,১০,১৯,৩০,৪৩ ?
উত্তর.
৫৮
৩২) কোন বড়লাট সিমলাকে
ভারতের সামার ক্যাপিটাল করেন
?
উত্তর.
লর্ড ডালহৌসি
৩৩) বায়ুমন্ডলের কোন স্তরে কৃত্রিম
উপগ্রহ থাকে ?
উত্তর.
আয়নমন্ডল
৩৪) সবাত শ্বসনে RQ এর
মান কত ?
উত্তর. ১
৩৫) ”
কফি হাউজ ” এর আগে কি
নাম ছিল ?
উত্তর.
এ্যালবার্ট হল
৩৬) রাইটার্স বিল্ডিং কত সালে তৈরি
হয় ?
উত্তর.
১৭৮০ সালে
৩৭) কোন
ব্যক্তিকে মহারাষ্ট্রের সক্রেটিস বলা হয় ?
উত্তর.
মহাদেব গোবিন্দ রানাডে
৩৮) কোন রসটি লাল
লিটমাসকে নীল করে দেয়
?
উত্তর.
পাকরস
৩৯) আইসোটোপ নেই এমন একটি
মৌল হলো ?
উত্তর.
ফ্লুরিন
৪০) ”
ফাদার ট্রেসা ” কাকে বলা হয়
?
উত্তর.
মৌলানা আব্দুস সাগর
৪১) ”
লেভিয়াথান ” বইটির লেখক কে
?
উত্তর.
হবস
৪২) কোন বড়লাট পাঞ্জাব
রাজ্যটা কে গ্রাস করেন
?
উত্তর.
লর্ড ডালহৌসি
৪৩) ইন্দ্রাবতী,
প্রাণহিতা, পূর্ণা প্রভৃতি নদী
গুলি কোন নদীর উপনদী
ও শাখানদী ?
উত্তর. গোদাবরী
৪৪) হিমোসিল
যুক্ত প্রাণী কোনটি ?
উত্তর.
আরশোলা
৪৫) টাইটানিক জাহাজটি কত সালে ডুবে
যায় ?
উত্তর.
১৯১২ সালে
৪৬) প্রথম বিদেশী রাষ্ট্র
হিসেবে কারা ভারতে আসেন
?
উত্তর.
পর্তুগিজ
৪৭) কোন প্রাণীর হৃদপিন্ডের
মধ্যে দিয়ে সর্বদা কার্বন
ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত
হয় ?
উত্তর.
পাখি
৪৮) ১২৭°C উষ্ণতায় পরম স্কেলের মান
কত ?
উত্তর.
৪০০ K
৪৯) পাকিস্তানের যে ভারতীয় স্বাধীনতা
সংগ্রামের নামে দুটি রাস্তা
আছে তিনি হলেন ?
উত্তর.
লালা লাজপত রায়
৫০) ”
ইয়েলো বুক ” এর সহিত কোন
দেশটি সম্পর্ক আছে ?
উত্তর.
ফ্রান্স
File Name: RRB Group-D জেনারেল নলেজ
File Size: 1.3 Mb
File Formate: PDF
No Of Pages: 5
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
RRB NTPC 2021 QUESTION AND ANSWER PDF | Click Here |
WBCS Preliminary Question Paper 2021 PDF | Click Here |