Layers of OSI Model
Layers of OSI Model
Layers of OSI Model |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে Layers of OSI Model, যেখানে OSI Model এর 7 টি Layer সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, এই তালিকার মধ্যে Physical Layer, Data Link Layer, Transport Layer, Presentation Layer, Season Layer এবং Application Layer কি এবং তাদের কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
Layers of OSI Model
1. OSI Model কি ?
উত্তর.
নেটওয়ার্কের মধ্যে যুক্ত দুটি
কম্পিউটারের মধ্যে বার্তা বিনিময়
এর জন্য গড়ে ওঠা
যোগসূত্রের মডেলকে Open System
Interconnection বা OSI
Model বলে। ১৮৮৩
সালে ISO (International
Standard Organisation) সর্বপ্রথম
OSI মডেল প্রবর্তন করে।
2. OSI Model এর কয়টি Layer ও কি কি ?
উত্তর.
OSI Model এর সাতটি Layer থাকে,
যথা – i.Physical Layer
ii.Data link Layer
iii. Network Layer,
iv. Transport Layer
v. Presentation Layer
vi. Season Layer
vii. Application Layer
3. Phisical Layar of OSI Model : OSI
মডেলের প্রথম এবং সর্ব
নীচের লেয়ার হলো Physical Layer।
এই Layar ঠিক করে কোন
পদ্ধতিতে এক ডিভাইসের সাথে
আরেক ডিভাইসে সিগন্যাল ট্রান্সমিট হবে, ইলেকট্রিক সিগন্যাগ
বা ডাটা বিট ফরম্যাট
কি হবে ইত্যাদি।
এই Layer এ data B to B transfer হয়ে থাকে।
Physical Layer এর সাথে Repeater যুক্ত থাকে।
Function of Physical Layer in OSI
Model :
i) দুই বা ততোধিক
যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন
করা।
ii) বৈদ্যুতিক
সিগন্যাল পরিবহন করা।
4. Data
Link Layer of OSI Model : OSI মডেল
এর দ্বিতীয় Layer হলো Data Link Layer । এই
Layer এ Physical Link এর মাধ্যমে প্রেরক
ও গ্রাহক সিস্টেম এর
মধ্যে সঠিক ভাবে Data স্থানান্তর
এর কাজ
করে থাকে ।
Function of Data Link Layer :
i) Physical Layer থেকে
পাওয়া Data গুলি ত্রুটিমুক্ত করে
উপরের Network Layer এ প্রেরণ করে
।
ii) ডাটা
প্রেরণের হার নিয়ন্ত্রণ করে।
iii) Data Packet বা
Frame গুলি ঠিকমতো
যাচ্ছে কিনা তা সুনিশ্চিত
করে।
5. Network Layer of OSI Model :
OSI Model এর তৃতীয় Layer হলো Network Layer । এই
স্তর নেটওয়ার্ক ভুক্ত প্রেরক ও
গ্রাহক সিস্টেম এর মধ্যে লজিক্যালি
সম্পর্ক গড়ে তোলে ।
প্রতিটি Data Packet এ উৎস ও
গন্তব্যস্থলের ঠিকানা নেটওয়ার্ক লেয়ারের
সঞ্চিত থাকে ।
Function of Network Layer :
i) Network এ
যুক্ত কম্পিউটার গুলির মধ্যে কিভাবে
Data বিনিময় হবে সেই কাজগুলো
সংঘটিত করে।
ii) Routing সংক্রান্ত
কাজ করে।
Route: সবচেয়ে
ভালো যে পথ দিয়ে
তথ্য গন্তব্যস্থলে পৌঁছে তাকে Route বলে
।
Router: যার
সাহায্যে কাজটি সম্পাদিত হয়
তাকে Router বলে।
Routing: যে
প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন হয়
তাকে Routing বলে।
6. Transport layer of OSI Model :
OSI Model এর চতুর্থ Layer হলো Transport Layer।
Function of Transport Layer :
i) গন্তব্যস্থলে
সব Data পৌঁছেছে কিনা তা দেখা।
ii) ভিড়
এড়ানোর জন্য Data গুলোকে এড়ানোর জন্য
ছোট ছোট প্যাকেটে ভাগ
করা।
iii) কোনো
ডেটা নষ্ট হয়ে গেলে
তা পুনরায় পাঠায়।
7. Presentation Layer of OSI Model
: OSI Model এর ষষ্ঠ স্তর হলো
প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন
লেয়ার মূলত ডাটার ফরমেট
পরিবর্তন করে । অর্থাৎ ডাটা
ট্রান্সলেটর হিসেবে কাজ করে
।
Function of Presentation Layer :
i) গোপনীয় ডাটাকে সংকুচিত অক্ষরে
পাঠাতে সাহায্য করে ।
ii) Data গুলি
compression ও
decompression করে।
iii) গ্রাহক
কম্পিউটারের বোধগম্য বা ব্যবহারযোগ্য করে
ডাটা গুলি কে তৈরি
করে দেয় ।
8. Season Layer of OSI Model :
OSI Model এর পঞ্চম Layer হলো Season Layer।
Function of season layer :
i) নেটওয়ার্কের
ভিন্ন ভিন্ন Host সমুহের মাঝে কানেকশন
setup এবং টারর্মিনেশন এর কাজ করে
থাকে ।
ii) এই
স্তর দুই প্রান্তের ব্যবহারকারীর
মধ্যে যোগাযোগ বজায় রাখার কাজ
করে।
iii) ব্যবহারকারীর
মধ্যে যোগাযোগ ছিন্ন করার কাজ
করে।
9. Application layer of OSI Model :
OSI Model এর সপ্তম এবং সর্বশেষ
স্তরটি হল অ্যাপ্লিকেশন লেয়ার। এই
লেয়ারের কাজ নেটওয়ার্কে অনেকখানি
দৃশ্যমান । এই
স্তর সাধারণত ব্যবহারকারী ও নেটওয়ার্কের মধ্য
একটি Window হিসাবে কাজ করে
।
Function of Application Layer :
i) ব্যবহারকারী
ও নেটওয়ার্কের মধ্যে যোগসূত্র স্থাপন
করে।
ii) ফাইল
ও ইমেইল স্থানান্তর করে।
iii) ডেটাবেস
পরিচালনা করে ।
iv) রিমোট
ফাইল ও প্রিন্টার অ্যাক্সেস
করে।
v) inter process communication করে থাকে।
File Name: Layers of OSI Model
File Size: 1.2 Mb
File Formate: PDF
No Of Pages: 04
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
---|---|
কম্পিউটারের বিভিন্ন শর্টকাট কী | Click Here |
Full Form Of Computers Parts | Click Here |