GENERAL KNOWLEDGESPORTS

General Knowledge on Sports

General Knowledge on Sports

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
General Knowledge on Sports
General Knowledge on Sports


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে General Knowledge on Sports, যেখানে খেলাধুলা কুইজ বা ক্রিকেট জেনারেল নলেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, এই তালিকার মধ্যে বাংলা কুইজ খেলাধুলা তথা এমসিকিউ প্রশ্ন উত্তর অতঃপর সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান ২০২২ এবং ফুটবল অর্থাৎ General Knowledge on Sports নিয়ে সাধারন জ্ঞানের গুরুত্বপূর্ণ ধারণা অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

General Knowledge on Sports

০১) অলিম্পিকের আসরে পাকিস্তান প্রথম কবে হকিতে ভারতের মুখোমুখি হয় ?

উত্তর. ১৯৫৬
সালে

০২) বিশ্ব হকিতে প্রথম ডাবল হ্যাটট্রিক করে কে ?

উত্তর. ধ্যানচাঁদ
(১৯৩২ সালে)

০৩) ভারতীয় হকি দল কবে প্রথম অলিম্পিকে যোগদান করে ?

উত্তর. ১৯২৮
সালে  আমস্টারডাম
অলিম্পিকে

০৪) ইন্ডিয়ান হকি ফেডারেশন এর প্রথম সভাপতি সম্পাদক কে ছিলেন ?

উত্তর. ব্রুস
টার্নবুল এন এস
আনসারী

০৫) বিশ্বকাপ ক্রিকেটে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানের নাম কি ?

উত্তর. ওয়েস্ট
ইন্ডিজের ক্রিস গেইল

০৬) প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে সাঁতারে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন আলিয়া অ্যাটকিনসন, তিনি কোন দেশের নাগরিক ?

উত্তর. জামাইকা

০৭) সপ্তদশ এশিয়ান গেমসে কে ভারতের পতাকা বহন করলেন ?

উত্তর. ভারতীয়
হকি দলের অধিনায়ক সরদার
সিং

০৮) সপ্তদশ এশিয়ান গেমসে ভারত পদক তালিকায় কততম স্থানে রয়েছে ?

উত্তর. অষ্টম
স্থানে

০৯) সপ্তদশ এশিয়ান গেমসে ভারতের হয়ে কে প্রথম স্বর্ণপদক জিতলেন ?

উত্তর. শুটার
জিতু রায়

১০) ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. ফুটবল

১১) মুরালিধরণ কত তম টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট পান ?

উত্তর. 133 তম

১২) মুরালির প্রথম টেস্ট উইকেটটি কে নেন ?

উত্তর. অস্ট্রেলিয়ার
ক্রেগ ম্যাকডার্মট

১৩) গ্রেট ক্রিকেটার বইটি কার জীবনী গ্রন্থ ?

উত্তর. ডাবলু
জি গ্রেগের

১৪) ক্রিকেট এর পূর্ব নাম কি ছিল ?

উত্তর. ক্লাব
বল খেলা

১৫) প্রথম ক্রিকেট ম্যাচ কোন কোন দলের মধ্যে হয়েছিল ?

উত্তর. অস্ট্রেলিয়া
এবং ইংল্যান্ড

১৬) বিখ্যাত খেলোয়াড় লিওনেল মেসি কোন ক্লাবের হয়ে খেলে ?

উত্তর. বার্সেলোনা

১৭) রোনাল্ডো কোন দেশের খেলোয়াড় ?

উত্তর. পর্তুগাল

১৮) সম্প্রতি প্রয়াত শেন ওয়ার্ন কোন দেশের খেলোয়াড় ছিলেন ?

উত্তর. অস্ট্রেলিয়া

১৯) টেস্ট ক্রিকেটে প্রথম শতকরা করেন কে ?

উত্তর. চার্লস
ব্যানারম্যান (অস্ট্রেলিয়া)

২০) বিশ্বে প্রথম টেস্ট ম্যাচ টি কত সালে অনুষ্ঠিত হয় ?

উত্তর. ১৮৭৭
সালের ১৫ মার্চ

২১) MCC এর পুরো নাম কি ?

উত্তর. মেলবোর্ন
ক্রিকেট ক্লাব

২২) জন সিনা কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. WWE

২৩) বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি কে ?

উত্তর. সৌরভ
গাঙ্গুলী

২৪) সৌরভ গাঙ্গুলী কোন মাঠে প্রথম বিশ্বকাপ ক্রিকেট জেতে ?

উত্তর. লর্ডস

২৫) টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান করে কোন দেশ ?

উত্তর. শ্রীলংকা,
১৯৯৭ সালে ভারতের বিরুদ্ধে
উইকেটে ৯৫২ রান
করে

২৬) প্রথম ভারতীয় দাবার গ্র্যান্ডমাস্টার কে হন ?

উত্তর. বিশ্বনাথ
আনন্দ

২৭) টিটোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক সর্বাধিক রান সংগ্রহ করে কোন খেলোয়ার ?

উত্তর. বিরাট
কোহলি

২৮) ২০১৬ সালে অলিম্পিক খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তর. রিও
ডি জেনেরিও (ব্রাজিল)

২৯) নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর.  জ্যাভলিন থ্রো

৩০) পি ভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. ব্যাডমিন্টন

৩১) ভারতের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি ?

উত্তর. গুজরাটের
নরেন্দ্র মোদির স্টেডিয়াম

৩২) ক্রিকেট খেলা প্রথম কোন দেশে চালু হয় ?

উত্তর. ইংল্যান্ড

৩৩) যুবভারতী ক্রীড়াঙ্গন কোথায় অবস্থিত ?

উত্তর. সল্টলেক
কলকাতা

৩৪) বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

উত্তর. আমেদাবাদ

৩৫) স্পেনের জাতীয় খেলার নাম কি ?

উত্তর. ষাড়ের
লড়াই

৩৬) ব্রাজিলের জাতীয় খেলার নাম কি ?

উত্তর. ফুটবল

৩৭) ভলিবল খেলায় কোন কোন ট্রফি দেওয়া হয় ?

উত্তর. ফেডারেশন
কাপ , ওয়ার্ল্ড কাপ, ইন্দিরা প্রধান
কাপ, ওয়ার্ল্ড লিপ কাপ

৩৮) সরকারি উদ্যোগে কোন ভারতীয় ফুটবলার এর মূর্তি স্থাপন করা হয় ?

উত্তর. গোষ্ঠ
পাল

৩৯) দিয়াগো মারাদোনা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তর. ফুটবল

৪০) মোহনবাগান হকি দল কবে বেটন কাপ পায় ?

উত্তর. ১৯৫২
সালে


File Name: General Knowledge on Sports

File Size: 294 Kb

File Formate: PDF

No Of Pages: 03

Download Pdf: Click To Download 

More PdfDownload Link
অলিম্পিকের ইতিহাস PDFClick Here
বিভিন্ন খেলার খেলোয়াড় সংখ্যা PDFClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button