EXAM PREPARETIONRRB GROUP-D

RRB Group – D 2022 GK class-05

RRB Group – D 2022 GK class-05

RRB Group - D 2022 GK class-05
RRB Group – D 2022 GK class-05

WBPDF

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে RRB Group – D 2022 GK class-05, যেখানে রেলওয়ে গ্রুপ ডি ২০২২ পর্ব – ০৫ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, 


এই তালিকার মধ্যে রিখটার স্কেলে কিসের পরিমাপ করা হয় , হাজার হ্রদের দেশ বলা হয় কাকে , নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে,ভুটানের পার্লামেন্টের নাম কি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।


এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

RRB Group – D 2022 GK class-05

০১) হাজার হ্রদের দেশ
বলা হয় কাকে ?

উত্তর.
ফিনল্যান্ড

০২) হরজিত সিং কোন
খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর.
হকি

০৩) স্বচ্ছ ভারত অভিযানের
ম্যাসকট এর নাম কি
?

উত্তর.
কুনওয়ার বাই

০৪) কালিসার জাতীয় উদ্যান কোন
রাজ্যে অবস্থিত ?

উত্তর.
হরিয়ানা

০৫) থানু পদ্মনাভন কোন
ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?

উত্তর.
জ্যোতি পদার্থবিজ্ঞান

০৬) সর্বভারতীয় টেনিস সংস্থার প্রথম
মহিলা সভাপতির নাম কি ?

উত্তর.
পরভিন মহাজন

০৭)  ভুটানের
জাতীয় খেলার নাম কি
?

উত্তর. তীরন্দাজি

০৮) ভারতের বিসমার্ক বলা
হয় কাকে ?

উত্তর.
সর্দার বল্লভ ভাই প্যাটেল

০৯) ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়
কত সালে ?

উত্তর.
১৯৫৪ সালে

১০) ৮ ডিগ্রি চ্যানেল
কোন দুটি দেশের মধ্যে
অবস্থিত ?

উত্তর.
লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ

১১) অভিজিৎ গুপ্ত কোন
খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর.
দাবা

১২) মোনালিসা চিত্রটি কে অঙ্কন করেন
?

উত্তর.
লিওনার্দো দা ভিঞ্চি

১৩) গুয়াহাটি কোন নদীর তীরে
অবস্থিত ?

উত্তর.
ব্রহ্মপুত্র

১৪) অমর্ত্য সেন কত সালে
নোবেল পুরস্কার পান ?

উত্তর.
১৯৯৮ সালে

১৫) জনসংখ্যা দিবস পালিত হয়
কত তারিখে ?

উত্তর.
১১ ই জুলাই

১৬) 2020
সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত
হয়েছিল ?

উত্তর.
টোকিও

১৭) পন্ডিত রবিশঙ্কর কোন
বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?

উত্তর.
সেতার

১৮) হর্নবিল উৎসব কোন রাজ্যে
পালন করা হয় ?

উত্তর.
নাগাল্যান্ড

১৯) নোবেল শান্তি পুরস্কার
কোথা থেকে দেওয়া হয়
?

উত্তর.
নরওয়ে

২০) প্রথম কমনওয়েলথ গেমস
কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর.
হ্যামিলটন

২১) মৃণালিনী সারাভাই কোন ধ্রুপদী নৃত্যের
সঙ্গে যুক্ত ?

উত্তর.
ভারতনাট্যম ও কথাকলি

২২) ফতেপুর সিক্রি কোন
রাজ্যে অবস্থিত ?

উত্তর.
উত্তর প্রদেশ

২৩) হোলকার ট্রফি কোন
খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর.
ব্রিজ

২৪) আমান আলী খান
কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?

উত্তর.
সরোদ

২৫) লতিফ খান কোন
বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?

উত্তর.
তবলা

২৬) বিহারের দ্বিতীয় সরকারি ভাষার নাম
কি ?

উত্তর.
মৈথিলি

২৭) ভুটানের পার্লামেন্টের নাম কি ?

উত্তর.
ন্যাশনাল কংগ্রেস

২৮) দীপা মালিক কোন
খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর.
শর্টপুর্ট

২৯) কোন শিলায় জীবাশ্ম
দেখতে পাওয়া যায় ?

উত্তর.
বেলে পাথর

৩০) পৃথিবীর কোন দেশকে পৃথিবীর
ক্ষুদ্র প্রতিরূপ হিসেবে ধরা হয়
?

উত্তর.
ভারত

৩১) রিখটার স্কেলে কিসের
পরিমাপ করা হয় ?

উত্তর.
ভূমিকম্পের তীব্রতা

৩২) ভারতের সর্ববৃহৎ বন্দর
নভোসেবা অন্য কি নামে
পরিচিত ?

উত্তর.
জহরলাল নেহেরু বন্দর

৩৩) কাথি আবার উপদ্বীপের
সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর.
গিরনর

৩৪) হুড্রু জলপ্রপাত কোন
নদীর গতিপথে সৃষ্টি হয়েছে
?

উত্তর.
সুবর্ণরেখা

৩৫) নাগার্জুন সাগর বাঁধ কোন
নদীর উপর অবস্থিত ?

উত্তর.
কৃষ্ণা

৩৬) মহানদীর ওপর নির্মিত ভারতের
সর্ববৃহৎ বাঁধ কোনটি ?

উত্তর.
হিরাকুদ

৩৭) তিন বিঘা করিডোর
কোন দুটি দেশের সীমান্তে
অবস্থিত ?

উত্তর.
ভারত ও বাংলাদেশ

৩৮) ভারতের প্রাচীন পরমাণু
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম
কি ?

উত্তর.
কলাপক্কম

৩৯) সংবিধান অনুযায়ী কন্ট্রোলার এবং অডিটর জেনারেল
এর কার্যকাল মেয়াদ কত ?

উত্তর.
৬ বছর

৪০) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার
সময়কাল কত ছিল ?

উত্তর.
১৯৭৪ – ১৯৭৯

৪১) সংবিধান অনুযায়ী অর্থবিল কোন কক্ষে উত্থাপন
করা হয় ?

উত্তর.
লোকসভা

৪২) মানবদেহের কোন অঙ্গের সাথে
ট্র্যাকোমা জড়িত আছে ?

উত্তর.
চোখ

৪৩) শরীরে হিমোগ্লোবিনের কাজ
কি ?

উত্তর.
অক্সিজেন সরবরাহ করা

৪৪) ভারতের স্বাধীনতা সংগ্রামের
ইতিহাসে কোন অধিবেশনে কংগ্রেস
পূর্ণ স্বাধীনতার লক্ষ্য গ্রহণ করে
?

উত্তর.
লাহোর, ১৯২৯

৪৫) বাংলা উপন্যাস বন্দেমাতরম
প্রথম কোথায় প্রকাশিত হয়
?

উত্তর.
আনন্দমঠ

৪৬) Yellow
Card শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর.
 ফুটবল   

৪৭) বিহারের রাজধানীর নাম কি ?

উত্তর.
পাটনা  

৪৮) জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর এর উল্লেখ রয়েছে ?

উত্তর.
 ২৪  

৪৯)  ‘দ্য স্পিরিট অফ ইসলাম’ এর রচয়িতা কে ?

উত্তর.
সৈয়দ আমীর আলী 

৫০) মানুষের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে ?

উত্তর.  4


File Name: RRB Group – D 2022 GK class-05

File Size: 1.3 Mb

File Formate: Pdf

No Of Pages: 04

Download Pdf: Click To Download

More PdfDownload Link
RRB Group – D 2022 GK Class – 04Click Here
RRB Group – D 2022 GK Class – 03Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button