ভৌগোলিক ক্ষেত্রে ব্যবহৃত পরিমাপক যন্ত্র সমূহ – Free Download Pdf
ভৌগোলিক ক্ষেত্রে ব্যবহৃত পরিমাপক যন্ত্র সমূহ
ভৌগোলিক ক্ষেত্রে ব্যবহৃত পরিমাপক যন্ত্র সমূহ |
আজ আমরা Wbpdf.in আপনাদের সামনে নিয়ে এসেছি ভৌগলিক ক্ষেত্রে ব্যবহৃত পরিমাপক যন্ত্র সমূহ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর সম্পূর্ণ পিডিএফ ফাইল আকারে । এখানে আপনারা কোন যন্ত্র কোন কাজে ব্যবহৃত হয় তার সমস্ত তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি Wbpdf.in এর পক্ষ থেকে । এটি শুধুমাত্র আপনাদের জন্য বিনা পয়সায় এবং পিডিএফ ফাইল আকারে তৈরি করেছি, যাতে আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনাদের কম্পিউটারের বা ফোনে সেভ করে রেখে দিতে পারেন এবং এই প্রশ্নগুলির উত্তর আপনাদের জানা থাকলে বিভিন্ন চাকরির ক্ষেত্রে এমনকি ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কাজে আসবে । এমনই ধরনের প্রশ্ন উত্তর সম্পূর্ণ পিডিএফ ফাইল আকারে পেতে থাকলে ফলো রাখুন Wbpdf.in
নিম্নে উল্লেখিত নমুনা
১. অ্যাকটিনোমিটার
কোন কাজে ব্যবহৃত হয় ?
উত্তর. সৌরশক্তির বিকিরণ
২. আলটিমিটার
কোন কাজে ব্যবহৃত হয় ?
উত্তর. উচ্চতা মাপার যন্ত্র
৩. অ্যানিমোমিটার
কোন কাজে ব্যবহৃত হয় ?
উত্তর. বায়ুপ্রবাহের গতিবেগ
৪. অ্যানিমোগ্রাফ
কোন কাজে ব্যবহৃত হয় ?
উত্তর. স্বতঃস্ফূর্তভাবে বায়ুপ্রবাহের গতিবেগ ও দিক
৫. ব্ল্যাক-বাল্ব
থার্মোমিটার কোন কাজে ব্যবহার করা হয় ?
উত্তর. রৌদ্রের তাপমাত্রা মাপার যন্ত্র
৬. ব্যারোমিটার
কোন কাজে ব্যবহার করা হয় ?
উত্তর. বায়ুর চাপ
৭. ক্যাম্পবেল
স্টোক কোন কাজে ব্যবহার করা হয় ?
উত্তর. নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা সময় ধরে
৮. রেকর্ডার কোন
ক্ষেত্রে ব্যবহার করা হয় ?
উত্তর. উজ্জল দিবালোক থাকে
৯. ক্রোনোমিটার
কোন কাজে ব্যবহার করা হয় ?
উত্তর. এক প্রকার ঘড়ি যা গ্রিনিচের সময় জ্ঞাপন করে
১০. ইভাপোরিমিটার
কোন কাজে ব্যবহার করা হয় ?
উত্তর. বাষ্পীভবনের হার
মাপা হয়
File Size: 177Kb
File Formate: Pdf
Download Pdf: Click To Download