পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পরিবেশবিদ্যা প্রশ্ন উত্তর | Primary TET 2022 EVS Ans key

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পরিবেশবিদ্যা প্রশ্ন উত্তর | Primary TET 2022 EVS Ans key, যেখানে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ সালে আসা পরিবেশ বিদ্যার ৩০ টি প্রশ্নের আজ সঠিক উত্তরটি তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো Primary Tet  প্রিপারেশন নেওয়া স্টুডেন্টদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Job News
Join Our Facebook Group

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পরিবেশবিদ্যা প্রশ্ন উত্তর

০১) নিম্নলিখিত আন্তর্জাতিক চুক্তি গুলির কোনটি ১৯৮৭ সালে ওজোন স্তর রক্ষা করার জন্য পরিকল্পিত হয়েছিল ?

ক) কিয়োটো প্রটোকল

খ) কোপেনহেগেন অ্যাকর্ড

গ) প্যারিস অ্যাকর্ড

) মন্ট্রিয়েল প্রটোকল (T)

 

০২) নিম্নলিখিত গ্যাস গুলির মধ্যে কোনটি একটি প্রাকৃতিক গ্রীনহাউস গ্যাস ?

ক) অক্সিজেন

খ) কার্বন মনোক্সাইড

) নাইট্রাস অক্সাইড  (T)

ঘ) নাইট্রোজেন

 

০৩) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্ল্যাকফুট ডিজিজ এর সাথে সম্পর্কিত ?

ক) মার্কারি

) আর্সেনিক (T)

গ) ক্যাডমিয়াম

ঘ) সেলেনিয়াম এবং আইরন

 

০৪) পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য গুলি প্রথম তালিকা ভুক্ত হয় কত সালে ?

ক) ১৯৭৬, টিবলিসি সম্মেলনে

) ১৯৭৭, টিবলিসি সম্মেলনে (T)

গ) ১৯৭৭, বেলগ্রেড আন্তর্জাতিক কর্মশালায়

ঘ) ১৯৭২, ইউনাইটেড নেশন্স কর্পোরেশন অন হিউম্যান environment , স্টকহোম

 

০৫) পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম কি ?

) বাঘরোল ( ফিশিং ক্যাট) (T)

খ) কাঠবিড়ালি

গ) রয়েল বেঙ্গল টাইগার

ঘ) গঙ্গা নদীর শুশুক

 

০৬) নিচের কোন জোড়াটি সঠিক নয় ?

ক) স্থাপত্য – কোনারকের সূর্য মন্দির

খ) স্থাপত্য – বিষ্ণুপুরের রাসমঞ্চ

) স্থাপত্যখাজুরাহের মন্দির (T)

ঘ) স্থাপত্য – অজন্তা গুহা

 

০৭) নিম্নলিখিত সার গুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থিতিকননকারী সাইনো ব্যাকটেরিয়া ( অ্যানোবিনা )
নিয়ে গঠিত ?

) অ্যাজোলা জৈবসার (T)

খ) গোবর সার

গ) DAP ( ডাই অ্যামোনিয়াম ফসফেট ) সার

ঘ) NPK ( নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ) সার

 

০৮) প্রাথমিক স্তরে ইভিএস পাঠ্যক্রম সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি গুলির মধ্যে কোনটি সঠিক ?

ক) প্রাথমিক শ্রেণীতে ভৌত এবং সামাজিক পরিবেশের বিষয় অন্তর্ভুক্ত করা উচিত নয়

) শ্রেণিকক্ষে পরীক্ষণ ভিত্তিক শিক্ষাদান করা উচিত নয় (T)

গ) শিশুদের এমন কার্যকলাপে অন্তর্ভুক্ত করা উচিত নয় যা তাদের সৃজনশীল এবং জ্ঞানীয় ক্ষমতার বৃদ্ধি ঘটায়

ঘ) প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষায় লিঙ্গ এবং লিঙ্গ সংবেদনশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত 

 

০৯) নিম্নলিখিতগুলির মধ্যে কোন কোন বস্তুগুলি জীবাণু অবিয়জ্য বর্জ্য ?

ক) তরকারির খোসা, পাপড়ি, পাতা

খ) প্রাণীর দেহকোষ, গাছের ছাল, পচা ফল

) প্লাস্টিক বোতল, কম্পিউটারের যন্ত্রাংশ,ব্যাটারি (T)

ঘ) কাগজজাত বর্জ্য, খাদ্যজাত বর্জ্য, কস্পোস্ট

 

১০) কোনটি এন্ডামিক প্রজাতির প্রাণীর উদাহরণ নয় ?

ক) এশিয়াটিক সিংহ, গুজরাট

খ) লায়ন টেইলড ম্যাকক, পশ্চিমঘাট

গ) মুগা রেশম মথ, আসাম

) চিতাবাঘ, মহারাষ্ট্র (T)

 

১১) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি শক্তিপ্রবাহের সঠিক ক্রম ?

ক) সৌরশক্তি – প্রাথমিক উৎপাদক – মাংসাশী – বিয়োজক

খ) সৌরশক্তি – প্রাথমিক উৎপাদক – মাংসাশী – তৃণভোজী

গ) সৌরশক্তি – তৃণভোজী – প্রাথমিক উৎপাদক – বিয়োজক

) সৌরশক্তিপ্রাথমিক উৎপাদকতৃণভোজী মাংসাশী (T)

 

১২) নিচের কোনটি সিসার একটি উৎস নয় ?

ক) রং

) পাতিতো জল (T)

গ) প্রসাধনী সামগ্রী

ঘ) শিশুদের খেলনা

 

১৩) যে তিনটি R পরিবেশকে রক্ষা করে,  তা হল

ক) সংরক্ষণ (Reserve), হ্রাস (Reduce), পুনচক্রায়ন (Recycle)

খ) পুনর্ব্যবহার(Reuse), সংরক্ষণ(Reserve), হ্রাস(Reduce)

) হ্রাস(Reduce), পূর্ণচক্রায়ন(Recycle), পূর্ণ ব্যবহার (Reuse) (T)

ঘ) সংরক্ষণ(Reserve),  পুনর্ব্যবহার(Reuse), হ্রাস (Reduce)

 

১৪) নিম্নলিখিতগুলির কোনটি পরিবেশবান্ধব অভ্যাস ?

ক) কাপড়ের ব্যাগ ব্যবহার না করা

খ) শব্দবাজি ব্যবহার করা

গ) অপ্রয়োজনীয় আলো ও পাখা জ্বালিয়ে রাখা

) ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়া (T)

 

১৫) কোন কারনের জন্য কুনো জাতীয় উদ্যান বিখ্যাত ?

ক) ইউরোপ থেকে ডোডো পাখির পুনঃপ্রবর্তনের জন্য

খ) মধ্য এশিয়া থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য

) আফ্রিকা থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য (T)

ঘ) আফ্রিকা থেকে সিংহের পুনঃ প্রবর্তনের জন্য

 

১৬) কোন প্রক্রিয়ায় কেঁচো জীবাণুবিয়োজ্য কঠিন বর্জ্য পদার্থের পচন ঘটায় ?

ক) কস্পষ্টিং

খ) জমিভরাটকরন বা ল্যান্ড ফিলিং

গ) ছিন্নকরণ

) ভার্মি কপোস্টিং (T)

 

১৭) নিচের কোনটি বায়ু দূষকের জৈব নির্দেশক ?

ক) কচুরিপানা

খ) পার্থেনিয়াম আগাছা

গ) করবী ফুলের গাছ

) লাইকেন (T)

 

১৮) প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংশোধনী নিয়ম ২০২১ অনুসারে ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগের বেধ কত হতে পারে ?

) 75 মাইক্রন (T)

খ) 120 মাইক্রন

গ) 50 মাইক্রন

ঘ) 20 মাইক্রন

 

১৯) নিচে কতকগুলি নদীর নাম দেওয়া হল, এর মধ্যে কোন নদীগুলি পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের মৃত্তিকা গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ,

দামোদর, মাতলা, তিস্তা, ইছামতি, মহানন্দা, সুবর্ণরেখা, অজয়, রায়মঙ্গল

ক) মাতলা, সুবর্ণরেখা

খ) দামোদর,ইছামতি

) তিস্তা, মহানন্দা (T)

ঘ) অজয়, রায়মঙ্গল

 

২০) নিম্নলিখিত কোন গ্রীষ্মমন্ডলীয় সাইক্লোনটি সুপার সাইক্লোন ছিল ?

ক) ইয়াস, মে ২৬, ২০২১

খ) তাউতে, মে ১৬-১৮ , ২০২১

) আমফান, মে ১৮১৯, ২০২০ (T)

ঘ) নিসর্গ , জুন ৩, ২০২০

 

২১) পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে দামোদর নদ প্রবাহিত হয়েছে ?

ক) হুগলি,ঝাড়গ্রাম, বীরভূম, হাওড়া, পুরুলিয়া

খ) পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, কোচবিহার, হুগলি

গ) কোচবিহার, হাওড়া, কালিম্পং, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া

) পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া (T)

 

২২)  EVS শ্রেণিকক্ষে, একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের খাঁচা বন্দি বন্যপ্রাণীদের চেনাতে চিড়িয়াখানা নিয়ে গেলেন, এটি কোন ধরনের সক্রিয়তা মূলক কার্যাবলী বলে বিবেচিত হবে ?

ক) কার্যভার বন্টন ( Assignment)

খ) পরীক্ষা (Experiment)

গ) প্রকল্পের কাজ (Project Work)

) ক্ষেত্র পরিদর্শন (Field Visit) (T)

 

২৩) পরিবেশ বিদ্যা পাঠে, পর্যবেক্ষণ পদ্ধতির প্রধান অসুবিধার দিকটি কি হতে পারে ?

ক) এই পদ্ধতিটি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মনো সংযোগ তৈরি করে

খ) এই পদ্ধতিটি শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে

) এই পদ্ধতিটিতে বিষয়ের সব অধ্যায়গুলির শিক্ষণ সম্ভব নয় (T)

ঘ) এই পদ্ধতিতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তাভাবনার সুযোগ পায়

 

২৪) কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশার অংশ নয় ?

) Ca (T)

খ) PAN

গ) O3

ঘ) NO2

 

২৫) পরিবেশ বিদ্যা সম্পর্কিত সক্রিয় গবেষণার কোন স্তরে হাইপোথেসিস গঠিত হয় ?

ক) সমস্যা নির্ধারণ স্তরে

) সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের শেষে (T)

গ) গবেষণার পদ্ধতির স্তরে

ঘ) মূল্যায়ন স্তরে

 

২৬) চিপকো আন্দোলন কিসের সাথে সম্পর্কিত ?

ক) ভারতের শ্রমিক আন্দোলন

) ভারতের বৃক্ষ অরণ্য বাঁচাও আন্দোলন (T)

গ) ভারতেরখনিজ সম্পদ সংরক্ষণ আন্দোলন

ঘ) ভারতীয় কৃষক আন্দোলন

 

২৭) নিম্নলিখিত কোনগুলি উদ্যান সম্পদ ?

ক) ধান ও পাট

) আম লিচু (T)

গ) চা ও কফি

ঘ) গম ও ভুট্টা

 

২৮) ভেক্টর, যা রোগের কার্যকারক জীবের বাহক পোষক হিসেবে কাজ করে, তা কোন বিভাগের প্রাণীর অন্তর্ভুক্ত ?

ক) পক্ষী

খ) সরীসৃপ

) সন্ধিপদ (T)

ঘ) কম্বোজ

 

More PDFDownload Link
SSC Group – D 2021 GK Solved PaperClick Here

Leave a Comment