১৫ ই আগস্ট এর গুরুত্বপূর্ণ তথ্য
১৫ ই আগস্ট এর গুরুত্বপূর্ণ তথ্য |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ১৫ ই আগস্ট এর গুরুত্বপূর্ণ তথ্য PDF, যেখানে ১৫ ই আগস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে,
এই তালিকার মধ্যে ভারতের জাতীয় পতাকার নকশা কে করেন তথা ভারতের জাতীয় পতাকায় গেরুয়া, সাদা এবং সবুজ রং কিসের প্রতীক অতঃপর ভারতের রাষ্ট্রীয় গীত এর নাম কি বা ভারতের জাতীয় সংগীত গাওয়ার সময়সীমা কত এছাড়া ভারতের রাষ্ট্রীয় গীতের রচয়িতা কে এবং কোন গ্রন্থে সংকলিত হয়েছে সবশেষে ভারতের জাতীয় প্রতীক বা অশোক স্তম্ভ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
১৫ ই আগস্ট এর গুরুত্বপূর্ণ তথ্য PDF
০১) ভারতের
জাতীয় পতাকার দৈর্ঘ্য ও
প্রস্থের অনুপাত কত ?
উত্তর. ৩:২
০২) ভারতের
জাতীয় পতাকার মাঝে অশোক
চক্রের কি ?
উত্তর. নীল
০৩) ভারতীয়
জাতীয় পতাকার অশোক চক্রে
কতগুলি দন্ড আছে ?
উত্তর. ২৪
টি
০৪) স্বাধীন ভারতের জাতীয় পতাকার
নকশা কে তৈরি করেছিল
?
উত্তর.
পিঙ্গালি ভেঙ্কাইয়া
০৫) ভারতের
জাতীয় সংগীতের নাম কি ?
উত্তর. জন
গণ মন
০৬) ভারতের
জাতীয় সংগীতের রচয়িতা কে ?
উত্তর. রবীন্দ্রনাথ
ঠাকুর
০৭) জাতীয়
সংগীত জন গণ মন
সর্বপ্রথম কোথায় এবং কবে
গাওয়া হয়েছিল ?
উত্তর. ১৯১১,
কলকাতা
০৮) ভারতীয়
জাতীয় সংগীত গানটি গাওয়ার
সময়সীমা কত ?
উত্তর. ৫২
সেকেন্ড
০৯) ভারতের
রাষ্ট্রীয় গীত কি ?
উত্তর. বন্দে
মাতরম
১০) ভারতের রাষ্ট্র গীত
এর রচয়িতা কে ?
উত্তর. বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়
১১) ভারতীয়
রাষ্ট্রীয় গীত গাওয়ার সময়সীমা
কত ?
উত্তর. ৬৫
সেকেন্ড
১২) ভারতীয়
রাষ্ট্রদূত বন্দে মাতারাম প্রথম
কবে গাওয়া হয় ?
উত্তর. ১৮৯৬
সালে
১৩) ভারতীয়
রাষ্ট্রীয় গীত বন্দে মাতারাম
কোন গ্রন্থে সংকলিত হয়েছে ?
উত্তর. আনন্দমঠ
১৪) আকাশবাণী ও দূরদর্শনের দৈনিক
কার্যক্রম কিসে শুরু হয়
?
উত্তর. রাষ্ট্র
গীত
১৫) সারনাথে
অবস্থিত শীর্ষ স্তম্ভের কোন
ভাগ রাষ্ট্রীয় প্রতীক রূপে নেওয়া
হয়েছে ?
উত্তর. শীর্ষ
ভাগ
১৬) ভারতের
জাতীয় প্রতীকে কোন কোন পশু
দেখা যায় ?
উত্তর. সিংহ,
ষাঁড় এবং ঘোড়া
১৭) ভারতের
জাতীয় প্রতীকে কটি সিংহ থাকে
?
উত্তর. তিনটি
১৮) ভারতের
অশোক স্তম্ভে কটি সিংহ আছে
?
উত্তর. চারটি
১৯) ভারতের
জাতীয় পশুর নাম কি
?
উত্তর. বাঘ
২০) ভারতের
জাতীয় পতাকার গেরুয়া রং
কিসের প্রতীক ?
উত্তর. ত্যাগ,
সৌর্য ও সেবার প্রতীক
।
২১) ভারতের
জাতীয় পতাকার সাদা রং
কিসের প্রতীক ?
উত্তর.
শান্তি ও পবিত্রতার প্রতীক
২২) গাঢ়
ও সবুজ রং কিসের
প্রতীক ?
উত্তর. জাতীয়
পতাকার নীচের গাঢ় সবুজ
রঙটি নির্ভীকতা, কর্ম শক্তি ও
জীবন বোধের প্রতীক।
২৩) জাতীয়
পতাকার চক্রটি কিসের প্রতীক
?
উত্তর. উন্নতি
ও প্রগতির প্রতীক
More Pdf | Download Link |
---|---|
প্রজাতন্ত্র দিবসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য PDF | Click Here |
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক | Click Here |