স্ট্যাটিক জিকে পর্ব – ০১

স্ট্যাটিক জিকে পর্ব – ০১

স্ট্যাটিক জিকে পর্ব - ০১
স্ট্যাটিক জিকে পর্ব – ০১

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে স্ট্যাটিক জিকে পর্ব – ০১ , যেখানে স্ট্যাটিক জিকে সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, 

এই তালিকার মধ্যে  ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত,  পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি , ভারতীয় সংবিধান কোন তারিখে গৃহীত হয়, তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়,এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

স্ট্যাটিক জিকে পর্ব – ০১

০১) প্রথম কোন ভারতীয় মহিলা যিনি পরপর দুটি ব্যক্তিগত অলিম্পিক পদক জিতেছেন ?

উত্তর.
পি ভি সিন্ধু

০২) ২০২২  কমনওয়েলথ গেমসে ভারত মোট কতগুলো স্বর্ণপদক পেল ?

উত্তর.
২২

০৩) সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর.
খিজির খান

০৪) ভারতের কে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পূর্বে ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন ?

উত্তর.
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান

০৫) কলকাতার বিড়লা তারামণ্ডল কবে স্থাপিত হয় ?

উত্তর.
১৯৬৩ সালে

০৬) পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি ?

উত্তর.
সিভি আনন্দ বোস

০৭) শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ?

উত্তর.
দীনেশ গুনর্ধনা

০৮) ভারতের এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?

উত্তর.
অর্থ মন্ত্রকের সচিব

০৯) ভারতীয় সংবিধান কোন তারিখে গৃহীত
হয় ?

উত্তর.
২৬ শে নভেম্বর ১৯৪৯

১০) সংবিধানের কোথায় ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে বর্ণনা করা হয়েছে ?

উত্তর.
সংবিধানের প্রস্তাবনায়

১১) ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত ?

উত্তর.
212⁰ F

১২) কোন আরব সেনাপতির কাছে সিন্ধুরাজ পরাজিত হয় ?

উত্তর.
মোহাম্মদ বিন কাসিম

১৩) এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর.
সিঙ্গাপুর

১৪) সম্প্রতি প্রকাশিত রিপোর্টিং ইন্ডিয়া বইটির লেখক কে ?

উত্তর.
প্রেম প্রকাশ

১৫) রাজিয়ার পর দিল্লির সিংহাসনে বসেন কে ?

উত্তর.
বাহারাম শাহ

১৬) ২০২২ সালে
Wimbledon open
জয়ী হন কে ?

উত্তর.
নেভাক জেকোভিচ

১৭) জিকা ভাইরাসের উপস্থিতি সর্বপ্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল ?

উত্তর.
উগান্ডা

১৮) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ?

উত্তর.
সিরিমাভো বন্দরনায়েক

১৯) ডোকলাম বিতর্ক ভারতের সাথে কোন দেশের হয় ?

উত্তর.
চীন

২০) তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয় ?

উত্তর.
১৯৪৬

২১) অধিক উচ্চতায় গেলে নাক থেকে রক্তক্ষরণ হয় কেন ?

উত্তর.
বায়ুর চাপ কমে যায়

২২) ২০২৬ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?

উত্তর.
নাগোয়া

২৩) স্যালামান্ডার লেক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

উত্তর.
কালিংপং

২৪) কম্পিউটার মনিটর কি ধরনের ডিভাইস ?

উত্তর.
আউটপুট ডিভাইস

২৫) লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ কোন মুঘল সম্রাট কর্তৃক নির্মিত হয়েছিল ?

উত্তর.
ঔরঙ্গজেব

২৬) কোন ব্যাংকে ব্যক্তিগত একাউন্ট খোলা যায় না ?

উত্তর.
রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

২৭) বৈজয়ন্তী মালা কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত ?

উত্তর.
মোহিনীআট্টাম

২৮) ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল কাকে বলা হয় ?

উত্তর.
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

২৯) লাহুল কুলু উপত্যকার মধ্যে যোগাযোগের মাধ্যম কোন গিরিপথ ?

উত্তর.
অটল টানেল

৩০) সিটি প্যালেস কাকে বলা হয় ?

উত্তর.
কলকাতা

More PdfDownload Link
100+ General knowledge RRB & WBP KPClick Here
কমনওয়েলথ গেমস ২০২২ PDFClick Here

Leave a Comment