মানব কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ
মানব কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে মানব কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF, যেখানে মানব কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।
কর্ণছত্র কি ?
কর্ণপটহ কোথায় থাকে ?
ককলিয়া সম্পর্কে তথ্য :
কর্ণকুহর কি ?
কর্টিযন্ত্র কি ?
কর্ণাস্থি কি ?
এছাড়া এই তালিকার মধ্যে অর্ধবৃত্তাকার নালী, অটোলিথ যন্ত্র ও ইউস্টেশিয়ান নালী কোথায় অবস্থিত এবং এর কাজ কি, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
মানব কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ
কানের অংশ | অবস্থান | কাজ |
---|---|---|
কর্ণছত্র | মস্তিষ্কের উভয় পার্শ্বে | শব্দ তরঙ্গ গ্রহণ ও প্রেরণ করা |
কর্ণপটহ | কর্ণকুহরে শেষ প্রান্ত | শব্দতরঙ্গ গ্রহণ ও প্রেরণ করা |
ককলিয়া | অন্তঃকর্ণ | অনুভূতি গ্রহণ করে মস্তিষ্কের প্রেরণ করা |
কর্ণকুহর | কর্ণছত্রের মধ্যভাগ | শব্দ তরঙ্গ বহন করা |
অটোলিথ যন্ত্র | অন্তঃকর্ণ | দেহের ভারসাম্য রক্ষা করা |
অর্ধবৃত্তাকার নালী | অন্তঃকর্ণ | দেহের ভারসাম্য রক্ষা করা |
কর্টিযন্ত্র | ককলিয়ার উপরিভাগ | শব্দগ্রহণ এর মাধ্যম হিসেবে কাজ করা |
ইউস্টেশিয়ান নালী | মধ্যকর্ণ ও গলবিল | বায়ুচাপের সমতা বজায় রাখা |
কর্ণঅস্থি (ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস) | মধ্যকর্ণ | শব্দতরঙ্গ অন্তঃকর্নে প্রেরণ করা |
File Name: মানব কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ
File Size: 1.2Mb
File Formate: Pdf
File Page: 1
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
---|---|
পিটুইটারি নিঃসৃত প্রধান হরমোন PDF | Click Here |
বিভিন্ন প্রকার দাঁতের তালিকা PDF | Click Here |