মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2023 | Madhyamik Result 2023
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2023 | Madhyamik Result 2023
![]() |
Madhyamik Result 2023 |
WBPDF
নমস্কার বন্ধুরা :
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2023 | Madhyamik Result 2023, যেখানে পশ্চিমবঙ্গে ২০২৩ সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল আজ তার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৬,৮২,০০০।এবছর মাধ্যমিক পরীক্ষার পাশের হার ৮৬.১৬% ।এবছর পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কালিম্পং এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।প্রথম বিভাগে অর্থাৎ ৬০% নাম্বার পেয়েছে প্রায় ১৩.৬৭ % পরীক্ষার্থী।
প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ১১৮ জন পরীক্ষার্থী।মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের বাসিন্দা “কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের” ছাত্রী দেবদত্তা মাঝি , তার প্রাপ্ত নাম্বার ৬৯৭।দ্বিতীয় স্থানে রয়েছে দুইজন এবং স্থানে রয়েছে চারজন পরীক্ষার্থী।দুপুর ১২ টার সময় ওয়েবসাইটে ফল জানতে পারবেন সকল পরীক্ষার্থী। তখন আমরা আপনাদের আপডেট দিয়ে দেব।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2023 | Madhyamik Result 2023
Board Name: WBBSE
Exam Name: Madhyamik 2023
Check Result 1: Click Here