ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা
বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা |যেখানে ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।
বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
এই তালিকার মধ্যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ভারতে অবস্থিত হিমালয় পর্বত ও কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অতঃপর নীলগিরি, সাতপুরা এবং বিন্ধ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এছাড়া গুরুশিখর ও দোদাবেতা এবং পূর্বঘাট ও পশ্চিমঘাট, কলসুবাই কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ,এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা
পর্বত | সর্বোচ্চ শৃঙ্গ |
---|---|
হিমালয় | মাউন্ট এভারেস্ট |
মহাদেব | পাঁচমারী |
দাক্ষিণাত্য/আনাইমালাই | আনাইমুদি |
ছোটনাগপুর | পরেশনাথ |
আরাবল্লী | গুরু শিখর |
বাবাবুদান | মুলানগিরি |
পশ্চিমঘাট (সহাদ্রী) | আনাইমুদি |
কোহিমা | ফাফডো |
গারো | নকরেক |
মিকির পাহাড় | ডামবুকচো |
মহাকাল | অমরকন্টক |
কারাকোরাম | গডউইন অস্টিন(K2) |
পূর্বাচল পাহাড় | দাফাবুম |
পূর্বঘাট (মলয়াদ্রী) | মহেন্দ্রগিরি |
সাতপুরা | ধূপগড় |
অযোধ্যা | গোর্গাবুরু |
নীলগিরি | দোদাবেতা |
নাগা পাহাড় | সারামতি |