ভারতের বিদ্রোহ নেতৃত্ব ও আন্দোলন Pdf
ভারতের বিদ্রোহ নেতৃত্ব ও আন্দোলন
ভারতের বিদ্রোহ নেতৃত্ব ও আন্দোলন |
নমস্কার বন্ধুরা কেমন ..আছেন আশা করি ভাল আছেন, আজ আমরা Wbpdf.in এর তরফ থেকে নিয়ে এসেছি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পূর্ণ পিডিএফ ফাইলের মাধ্যমে । এখানে ভারতের কোন সালে, কোন বিদ্রোহ হয়েছিল এবং কে বা কারা নেতৃত্ব দিয়েছিলেন .. এই সব তথ্য আপনাদের সামনে তুলে ধরছি শুধুমাত্র পিডিএফ ফাইল আকারে । যাতে বিভিন্ন পরীক্ষায় চাকরিতে কিছুটা হলেও সাহায্য এই প্রশ্নগুলি আসতে পারে । চাকরি প্রার্থীদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর টি খুবই আবশ্যক । আপনারা চাইলে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনাদের কাছে সংগ্রহ করে নিতে পারেন যাতে আপনাদের সুবিধা হয়। আর যদি আমাদের এই বৈপ্লবিক ঘটনাসমূহের প্রশ্ন-উত্তর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন । যাতে আমরা আরো উৎসাহিত হয়ে নিত্য নতুন ধরনের প্রশ্ন উত্তর আপনাদের কাছে পিডিএফ ফাইল আকারে দিতে থাকব । ধন্যবাদ
নিম্নে উল্লেখিত নমুনা
১. কোল বিদ্রোহের নেতৃত্ব
দান কে করেছিলেন ?
উত্তর. বুদ্ধ ভগৎ
২. ভিল বিদ্রোহের নেতৃত্ব
দান কে করেছিলেন ?
উত্তর. গোবিন্দ গুরু
৩. কোল বিদ্রোহ কত
খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর. 1831-34 খ্রিস্টাব্দ
৪. ভিল বিদ্রোহ কত
খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর. 1818-46 খ্রিস্টাব্দ
৫. সাঁওতাল বিদ্রোহের
নেতৃত্ব কারা দিয়েছিলেন ?
উত্তর. সিধু ও কানু
৬. সাঁওতাল বিদ্রোহ
কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর. 1855-56 খ্রিষ্টাব্দ
৭. সিপাহী বিদ্রোহের
নেতৃত্ব দেন কে করেছিলেন ?
উত্তর. ভারতীয় সৈন্যরা
৮.কত খ্রিস্টাব্দে
সিপাহী বিদ্রোহ হয় ?
উত্তর. 1857 খ্রিস্টাব্দে
৯. নীল বিদ্রোহের নেতৃত্ব
দান কে করেছিলেন ?
উত্তর. বিষ্ণু বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস
১০. কত খ্রিস্টাব্দে
নীল বিদ্রোহ হয় ?
উত্তর. 1859 খ্রিস্টাব্দে
File Size: 343Kb
File Formate: PDF
Download Pdf: Click To Download