INDIAN DISCOVERYINDIAN HISTORY

ভারতের বিখ্যাত স্মৃতি সৌধ PDF

ভারতের বিখ্যাত স্মৃতি সৌধ PDF

ভারতের বিখ্যাত স্মৃতি সৌধ PDF
ভারতের বিখ্যাত স্মৃতি সৌধ

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিখ্যাত স্মৃতি সৌধ PDF, যেখানে ভারতের বিখ্যাত স্মৃতি সৌধ তালিকার গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, 

এই তালিকার মধ্যে মধ্যযুগের ভারতের মসজিদ, মধ্যযুগের ভারতের স্মৃতিসৌধ, ভারতের স্থাপত্য ও ভাস্কর্য বা বুলান্দ দারওয়াজা কোথায় অবস্থিত, ফতেপুর সিক্রি বিখ্যাত কেন ও কে প্রতিষ্ঠা করেন , আকবরের সমাধি কোথায় অবস্থিত , পাঁচমহল ও তাজমহল কোথায় অবস্থিত, বুলান্দ দরওয়াজা কে নির্মাণ করেন এবং কেন অতঃপর বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর ও শেরশাহের সমাধি কোথায় অবস্থিত ,এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

ভারতের বিখ্যাত স্মৃতি সৌধ



নাম স্থান নির্মাতা
ফতেপুর সিক্রি আগ্রা (উত্তরপ্রদেশ) আকবর
জয়গড়দুর্গ জয়পুর (রাজ্যস্থান) সাওয়াই জয় সিং
ভারতের প্রবেশদ্বার মুম্বাই (মহারাষ্ট্র) ব্রিটিশ
লালকেল্লা দিল্লী শাজাহান
সতী বুর্জ মথুরা (উত্তরপ্রদেশ) রাজা ভগবান দাস
দুর্গ আজমীর শরীফ আজমীর (রাজ্যস্থান) সুলতান গিয়াসুদ্দিন
আনন্দ ভবন এলাহাবাদ (উত্তরপ্রদেশ) মতিলাল নেহেরু
বিজয় স্তম্ভ চিতোরগর (রাজ্যস্থান) মহারানা কুম্ভ
তাজমহল আগ্রা (উত্তরপ্রদেশ) শাজাহান
জামা মসজিদ দিল্লী শাজাহান
চারমিনার হায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ) কুলি কুতুব শাহ
হুমায়ূনের সমাধি দিল্লী শাজাহান
বিষ্ণুপদ মন্দির গয়া (বিহার) গয়া (বিহার)
আগ্রা ফোর্ট আগ্রা (উত্তরপ্রদেশ) আকবর
নিশাত গার্ডেন শ্রীনগর (জম্মু ও কাশ্মীর) আসফ আলী
বেলুড়মঠ কোলকাতা (পশ্চিমবঙ্গ) স্বামী বিবেকানন্দ
বিবিকা -মাকবারা ওরঙ্গাবাদ (মহারাষ্ট্র) ঔরঙ্গজেব
যোধপুর দুর্গ যোধপুর (রাজ্যস্থান) রাও সাধারজি
লক্ষ্মীনারায়ণ মন্দির দিল্লী বিড়লা পরিবার
সেন্ট জর্জ ফোর্ট চেন্নাই (তামিলনাড়ু) ইস্ট ইন্ডিয়া কোম্পানি
বড়ো ইমামবাড়া লখনৌ (উত্তরপ্রদেশ) আসফ উদ-দৌলা
ভরতপুর দুর্গ ভরতপুর (রাজ্যস্থান) রাজা সুরজমল সিং
হাওয়া মহল জয়পুর (রাজ্যস্থান) মহারাজা প্রতাপ সিংহ
ছোটো ইমামবাড়া লখনৌ (উত্তরপ্রদেশ) মহম্মদ আলী শাহ
হজ খাস দিল্লী আলাউদ্দিন খলজি
শেরশাহের সমাধি সাসারাম (বিহার) শেরশাহের পুত্র
মতি মসজিদ আগ্রা ফোর্ট (উত্তরপ্রদেশ) শাহজাহান
পুরানা কেল্লা দিল্লী শেরশাহ সুড়ি
জগন্নাথ মন্দির পুরি (উড়িষ্যা) অনন্ত বর্মন গঙ্গ
কানানির দুর্গ মুম্বাই (মহারাষ্ট্র) বৌদ্ধরা
নাহারগর দুর্গ জয়পুর (রাজ্যস্থান) সাওয়াই জয় সিং
ঈদমাদ -উদ-দৌলা আগ্রা (উত্তরপ্রদেশ) নুরজাহান
য্ন্ত্রর মন্ত্রর দিল্লী সাওয়াই জয় সিং
শান্তিনিকেতন পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর
অজন্তা ইলোরা গুহা ওরঙ্গাবাদ (মহারাষ্ট্র) গুপ্ত সম্রাট
দিলওয়ারা জৈন মন্দির মাউন্ট আবু (রাজ্যস্থান) সিন্ধরাজ
মক্কা মসজিদ হায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ) কুলি কুতুব শাহ
ফিরোজ শাহ কোটলা দিল্লী ফিরোজ শাহ তুঘলক
সূর্য মন্দির কোনারক (উড়িষ্যা) প্রথম নরসিংহ দেব
আকবরের সমাধি সেকেন্দ্রাবাদ (উত্তরপ্রদেশ) আকবর
ভিক্টরিয়া মেমোরিয়াল কোলকাতা (পশ্চিমবঙ্গ) ব্রিটিশ সরকার
দেওয়ান-ই-খাস আগ্রা ফোর্ট (উত্তরপ্রদেশ) শাজাহান
সবরমতি আশ্রম আমেদাবাদ (গুজরাট) মহাত্মা গান্ধী
কুতুবমিনার দিল্লী কুতুবুদ্দিন আইবেক
আড়াই-দিনকা-ঝোপড়া আজমীর (রাজ্যস্থান) কুতুবুদ্দিন আইবক
এলিফেন্ট কেভ মুম্বাই (মহারাষ্ট্র) রাষ্ট্রকূট
স্বর্ণ মন্দির অমৃতসর (পাঞ্জাব) গুরু রামদাস
শিসমহল আগ্রা (উত্তরপ্রদেশ) শাজাহান
লালবাগ বেঙ্গালুরু (কর্ণাটক) হায়দার আলী
আরাম বাগ আগ্রা (উত্তরপ্রদেশ) বাবর
প্রেসিডেন্ট হাউস দিল্লী ব্রিটিশ
জিম করবেট উদ্যান নৈনিতাল (উত্তরাখন্ড) স্যার ম্যালকম হেলি
খিড়কি মসজিদ দিল্লী গিয়াসুদ্দিন তুঘলক

More Pdf Download Link
বিখ্যাত ব্যক্তিদের স্লোগান PDF Click Here
বিভিন্ন রাজার আমলে প্রশস্তি/লিপি PDF Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button