INDIAN HISTORY

ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা

ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা, যেখানে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।

Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Job News
Join Our Facebook Group

ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন

এই তালিকার মধ্যে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন,জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল?,জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় বসে? এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

 

ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা

 

সাল স্থান সভাপতি
১৮৮৫ বম্বে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৮৮৭ মাদ্রাজ বদরুদ্দিন তৈয়াবজি
১৮৮৮ এলাহাবাদ জর্জ ইয়ূল
১৮৯০ কলকাতা ফিরোজশাহ মেহতা
১৮৯২ এলাহাবাদ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৮৯৫ পুনা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১৯০৫ বেনারস গোপালকৃষ্ণ গোখলে
১৯০৬ কলকাতা দাদাভাই নওরোজি
১৯০৭ সুরাট রাস বিহারী ঘোষ
১৯০৯ লাহোর মদন মোহন মালব্য
১৯১০ এলাহাবাদ স্যার উইলিয়াম ওয়েডারবার্ন
১৯১১ কলকাতা বিষাণ নারায়ণ দার
১৯১৪ মাদ্রাজ ভূপেন্দ্র নাথ বসু
১৯১৫ বোম্বে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা
১৯১৬ লখনউ অম্বিকা চরণ মজুমদার
১৯১৭ কলকাতা অ্যানি বেসান্ত
১৯১৮ দিল্লী মদন মোহন মালব্য
১৯১৯ অমৃতসর মতিলাল নেহেরু
১৯২২ গয়া দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
১৯২৩ দিল্লী মাওলানা আব্দুল কালাম আজাদ
১৯২৪ বেলগাঁও মহাত্মা গান্ধী
১৯২৫ কানপুর সরোজিনী নাইডু
১৯২8 কলকাতা মতিলাল নেহেরু
১৯২৯ লাহোর পন্ডিত জওহরলাল নেহরু
১৯৩১ করাচি বল্লভভাই প্যাটেল
১৯৩৪, ১৯৩৫ বোম্বে রাজেন্দ্র প্রসাদ
১৯৩৬ লখনউ পন্ডিত জওহরলাল নেহরু
১৯৩৭ ফৈজপুর জওহরলাল নেহেরু
১৯৩৮ হরিপুরা সুভাষচন্দ্র বসু
১৯৩৯ ত্রিপুরা সুভাষচন্দ্র বসু
১৯৪০ রামগড় মাওলানা আব্দুল কালাম আজাদ
১৯৪৬ মিরাট জেবি কৃপলানি
১৯৪৮ জয়পুর পট্টভি সীতারামাইয়া

 

MORE PDF:- ধর্ম ও ধর্মীয় মতবাদের প্রবর্তক PDF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button