CONSTITUTION OF INDIA - ভারতীয় সংবিধানGENERALKNOWLELEDGE

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য PDF DOWNLOAD

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য PDF DOWNLOAD
ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য PDF DOWNLOAD

👉WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in এর তরফ থেকে নতুন একটি জেনারেল নলেজ নিয়ে আসা হয়েছে যেখানে ভারতীয় সংবিধান সংক্রান্ত (ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য PDF DOWNLOAD) সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যেমন সংবিধানটি প্রথম পর্যালোচনা কে করেন, সংবিধানের প্রবর্তক কে, সংবিধানকে কিভাবে পরিচালনা করা হয় সমস্ত রকম প্রশ্ন উত্তর এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে আপনাদের প্রদান করা হচ্ছে যাতে আপনারা যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতি খুব সহজেই অনলাইনে আমাদের ওয়েবসাইটটিকে ফলো করে নিতে পারেন আরো এই ধরনের জেনারেল নলেজ অথবা স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের কাছে আনতে পারি তার জন্য আমাদের প্রচুর পরিমাণে উৎসাহিত করুন কমেন্ট করুন শেয়ার করুন পোস্টটিকে, আর অবশ্যই ফলো করুন Wbpdf.in


নিম্নে উল্লেখিত নমুনা


➧ কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে ?

উত্তর- 368 নং ধারা

➧প্রথম সংবিধান সংশোধন করা হয় কত সালে ?

উত্তর- 1951 সালে

➧জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয় কত সালে ?

উত্তর- 1957 সালের 26
জানুয়ারী

➧কাশ্মীর চুক্তি হয়েছিল কত সালে ?

উত্তর- 1975 সালে

➧370
ধারা প্রযোয‍্য কোন রাজ্যে ?

উত্তর- জম্মু ও কাশ্মীরে

➧জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয় কত সালে ?

উত্তর- 1947 সালের 26
অক্টবর

➧জম্মু ও কাশ্মীরে 370 ধারা
কার্যকর হয় কত সালে ?

উত্তর- 1952 সালের 26
জানুয়ারী

➧ভারতীয় সংবিধানে বর্তমানে তফশীল সংখ্যা কত ?

উত্তর- 12 টি

➧ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখন প্রযন্ত কতবার সংশোধিত হয়েছে
?

উত্তর- 1 বার

➧সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব‍্যাক্তি ভারতের নাগরিকত্বের
জন‍্য আবেদন করতে পারেন ?

উত্তর- পাঁচ বছর

➧ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ‍্যা কয়টি
?

উত্তর- 6 টি

➧কত ধারা মতে সুর্পীমকোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার
জন‍্য লেখ জারি করে ?

উত্তর- 32 ধারা

➧ব‍্যাক্তি স্বাধীনতা রক্ষার জন‍্য একজন
নাগরিক কার কাছে যাবেন ?

উত্তর- সুর্পীমকোর্ট

➧কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে
বাদ দেওয়া হয় ?

উত্তর- 1978 সালে

➧কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব‍্য সংবিধানে অন্তরভুক্ত
হয় ?

উত্তর- 1976 সালে

সংবিধানের কোন অংশে কল‍্যানকর রাস্ট্রের ধারনা উল্লেখ
আছে ?

উত্তর- নির্দেশমুলক নীতিতে

➧কত বছর বয়সে রাস্ট্রপতি পদপ্রাথী হ‌ওয়া যায় ?

উত্তর- 35 বছর

➧জরুরী অবস্থা জারি করতে পারেন ?

উত্তর- রাস্ট্রপতি

➧অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাস্ট্রপতি কতজনকে লোকসভার
সদস‍্য মনোনীত করতে পারেন ?

উত্তর- 2 জন

➧সংবিধানে কত ধরনের জরুরী অবস্থার সংস্থান আছে ?

উত্তর- তিন ধরনের

➧এখন প্রযন্ত কতবার জাতীয় জরুরী অবস্থা জারি করা হয়েছে
?

উত্তর- তিন বার

➧এখন প্রযন্ত কতবার অর্থনৈতিক জরুরী অবস্থা জারি করা হয়েছে
?

উত্তর- একবার ও না

➧সংবিধানের কত ধারা মতে রাস্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়
?

উত্তর- 61 ধারা

➧কত ধারা অনুযায়ী রাস্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা জারি করতে
পারেন ?

উত্তর- 352 ধারা

➧রাস্ট্রপতির কার্যকাল কতদিনের ?

উত্তর- পাঁচ বছর

➧রাস্ট্রপতির মৃত‍্যু হলে, রাস্ট্রপতির দায়িত্ত কে পালন
করেন ?

উত্তর- উপরাস্ট্রপতি


File Size: 769Kb

File Formate: Pdf

File Page: 4

Download Pdf: Click To Download

More PdfDownload Link
ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাগার তালিকা PDFClick Here
ভারতের কয়েকটি বিখ্যাত শহর ও সংলগ্ন নদী PDFClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button