ভারতীয় রেলওয়ে জোন ও সদর-দপ্তর তালিকা
রেলওয়ে জোন ও সদর-দপ্তর:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা | Indian Railway Zones and Headquarters, যেখানে ভারতীয় রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।
রেলওয়ে জোন ও সদর-দপ্তর
এই তালিকার মধ্যে উত্তর-পশ্চিম ও দক্ষিণপূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত, পূর্ব ও পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত, 18th Railway Zones in India ,এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
ভারতীয় রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা
জোন | সদর দপ্তর | বিভাগ | প্রতিষ্ঠাকাল |
---|---|---|---|
দক্ষিণ রেলওয়ে | চেন্নাই | চেন্নাই, মাদুরাই, পলক্বড, তিরুচিরাপল্লী, সালেম, তিরুবনন্তপুরম | ১৯৫১ |
মধ্য রেলওয়ে | মুম্বাই | মুম্বাই, নাগপুর, পুনে, সোলাপুর | ১৯৫১ |
পশ্চিম রেলওয়ে | চার্চ গেট, মুম্বাই | মুম্বাই সেন্ট্রাল, আমেদাবাদ, রাজকোট, বরোদা, ভাবনগর, রাতলাম | ১৯৫১ |
উত্তর রেলওয়ে | নিউ দিল্লি | দিল্লি, লক্ষনৌ, আম্বালা, ফিরোজপুর, মোরাদাবাদ | ১৯৫২ |
উত্তর পূর্ব রেলওয়ে | গোরখপুর | লখনৌ, বারাণসী, ইজ্জত নগর | ১৯৫২ |
পূর্ব রেলওয়ে | কলকাতা | শিয়ালদা, হাওড়া, মালদা, আসানসোল | ১৯৫২ |
দক্ষিণ পূর্ব রেলওয়ে | গার্ডেনরিচ,কলকাতা | খড়গপুর, রাঁচি, চক্রধরপুর, আর্দ্রা | ১৯৫৫ |
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে | মলিগাঁও, গোয়াহাটি | আলিপুরদুয়ার, তিনসুকিয়া, কাটিহার, লামদিং, রঙ্গিয়া | ১৯৫৮ |
দক্ষিণ পূর্ব রেলওয়ে | সেকেন্দ্রাবাদ | সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, নন্দেদ | ১৯৬৬ |
উত্তর-পশ্চিম রেলওয়ে | জয়পুর | জয়পুর, আজমির, যোধপুর, বিকানের | ২০০২ |
পূর্ব মধ্য রেলওয়ে | হাজিপুর | ধানবাদ, সোনপুর, মুঘল সরাই, দানাপুর, সমস্তিপুর | ২০০২ |
দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে | বিলাসপুর | বিলাসপুর, নাগপুর, রায়পুর | ২০০৩ |
পূর্ব উপকূল রেলওয়ে | ভুবনেশ্বর | খুরদা রোড, সম্বলপুর, বিশাখাপত্তনম | ২০০৩ |
পশ্চিম মধ্য রেলওয়ে | জব্বলপুর | জব্বলপুর, কোটা, ভোপাল | ২০০৩ |
দক্ষিণ-পশ্চিম রেলওয়ে | হুবলি | হুবলি, ব্যাঙ্গালুরু, মাইসু | ২০০৩ |
উত্তর মধ্য রেলওয়ে | এলাহাবাদ | এলাহাবাদ, ঝাঁসি, আগ্রা | ২০০৩ |
কলকাতা মেট্রো | কলকাতা | — | ২০১০ |
দক্ষিণ উপকূল রেলওয়ে | বিশাখাপত্তানাম | বিজয়ওয়াড়া, গুন্টুর, গুন্তাকাল | ২০১৯ |
MORE PDF:-