GENERAL KNOWLEDGEGEOGRAPHY

ভারতীয় ভূগোল প্রশ্ন উত্তর PDF

ভারতীয় ভূগোল প্রশ্ন উত্তর PDF

ভারতীয় ভূগোল প্রশ্ন উত্তর PDF
ভারতীয় ভূগোল প্রশ্ন উত্তর

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় ভূগোল প্রশ্ন উত্তর PDF, যেখানে ভারতীয় ভূগোলের খুঁটিনাটি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, 

এই তালিকার মধ্যে ভারতের সবচেয়ে বড় এবং ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি এবং কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তথা ভারতের প্রতিবেশী দেশ কয়টি ও কি কি বা ভারতের জাতীয় প্রতীক, জাতীয় সংগীত, জাতীয় পশু ও পাখির নাম কি অতঃপর ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমতম বিন্দুর নাম কি এছাড়াও ভারতের সবচেয়ে বেশি শিক্ষিত এবং কম শিক্ষিত হারের রাজ্যের নাম কি এবং ভারতের বৃহত্তম উপহ্রদ, লবণাক্ত হ্রদ এবং মিষ্টি জলের হ্রদের নাম কি অতঃপর ভারতের দীর্ঘতম ও ক্ষুদ্রতম সড়ক পথের নাম কি এবং এটি কোথায় অবস্থিত বা উত্তর, দক্ষিণ এবং পশ্চিম ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এছাড়া ভারতের জাতীয় সড়ক পথ, দীর্ঘতম গুহা, দীর্ঘতম সমুদ্র সৈকত এবং উচ্চতম মূর্তির নাম কি বা ভূপেন হাজারিকা সেতু ভারতের কোথায় অবস্থিত সবশেষে ভারতের বৃহত্তম সংশোধনাগার, বৃহত্তম তারামণ্ডল, বৃহত্তম বারান্দা  এবং দীর্ঘতম উপকূলের নাম কি এবং ভারতের সবচেয়ে শীতলতম স্থানের নাম কি, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

ভারতীয় ভূগোল প্রশ্ন উত্তর

০১) ভারতের
সবচেয়ে বড় রাজ্যের নাম
কি ?

উত্তর. রাজস্থান

০২) সবচেয়ে
ছোট রাজ্যের নাম কি ?

উত্তর. গোয়া

০৩) সবচেয়ে
বড় কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?

উত্তর. লাদাখ

০৪) ভারতের
সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চলের
নাম কি ?

উত্তর. লাক্ষাদ্বীপ

০৫) ভারতের
সবচেয়ে বেশি প্রতিবেশী দেশ
স্পর্শকারী রাজ্য গুলির নাম
কি ?

উত্তর. পশ্চিমবঙ্গ,
অরুণাচল প্রদেশ, সিকিম

০৬) ভারতের
জাতীয় প্রতীকের নাম কি ?

উত্তর. অশোক
স্তম্ভ

০৭) ভারতের
জাতীয় সংগীতের নাম কি ?

উত্তর. জন
গণ মন

০৮) জাতীয়
গানের নাম কি ?

উত্তর. বন্দেমাতরম

০৯) ভারতের
জাতীয় পশুর নাম কি
?

উত্তর. বাঘ

১০) জাতীয়
পাখির নাম কি ?

উত্তর. ময়ূর

১১) ভারতের
জাতীয় নীতিবাক্য কি ?

উত্তর. সত্যমেব
জয়তে

১২) ভারতের
জাতীয় গাছের নাম কি
?

উত্তর. বট

১৩) জাতীয়
নদীর নাম কি ?

উত্তর. গঙ্গা

১৪) ভারতের
উত্তরতম বিন্দুর নাম কি ?

উত্তর. ইন্দিরা
কল

১৫) ভারতের
দক্ষিণতম বিন্দুর নাম কি ?

উত্তর. ইন্দিরা
পয়েন্ট

১৬) পূর্বতম
বিন্দুর নাম কি ?

উত্তর. কিবিথ

১৭) পশ্চিমতম
বিন্দুর নাম কি ?

উত্তর. গুহারমতি

১৮) ভারতের
সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর. গডউইন
অস্টিন

১৯) সর্বোচ্চ
মালভূমির নাম কি ?

উত্তর.
লাদাখ

২০) ভারতের
সবচেয়ে বেশি জনঘনত্ব রাজ্য
কোনটি ?

উত্তর. বিহার

২১) ভারতের
সবচেয়ে কম জনঘনত্ব রাজ্য
কোনটি ?

উত্তর. অরুণাচল
প্রদেশ

২২) ভারতের
সবচেয়ে বেশি শিক্ষিতের হার
কোন রাজ্যে ?

উত্তর. কেরালা

২৩) ভারতের
সবচেয়ে কম শিক্ষিতের হার
রাজ্যটির নাম কি ?

উত্তর. বিহার

২৪) ভারতের
একমাত্র মরুভূমি কোথায় অবস্থিত ?

উত্তর. রাজস্থান
(থর মরুভুমি)

২৫) সবচেয়ে
বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

উত্তর. লাক্ষাদ্বীপ

২৬) ভারতের
সবচেয়ে কম শিক্ষিত কেন্দ্রশাসিত
অঞ্চলের নাম কি ?

উত্তর. জম্বু
কাশ্মীর

২৭) কোন
রাজ্যকে ভারতের প্রবেশদ্বার বলা
হয় ?

উত্তর. মুম্বাই

২৮) ভারতের
দুটি রাজ্য এবং একটি
কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম কি ?

উত্তর. চন্ডিগড়

২৯) ভারতের
বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি
?

উত্তর. সম্বর

৩০) ভারতীয়
বৃহত্তম উপহ্রদ এর নাম
কি ?

উত্তর. চিলকা
হ্রদ

৩১) ভারতের
বৃহত্তম স্বাদু জলের হ্রদের
নাম কি ?

উত্তর. উলার
হ্রদ (জম্বু কাশ্মীর)

৩২) ভারতের
বৃহত্তম বাঁধের নাম কি
?

উত্তর. হিরাকুদ
বাঁধ

৩৩) ভারতের
উচ্চতম বাঁধের নাম কি
?

উত্তর. ভাকরা
নাঙ্গাল

৩৪) ভারতের
দীর্ঘতম সড়ক পথ কোনটি
?

উত্তর. NH 7

৩৫) ক্ষুদ্রতম
সড়ক পথের নাম কি
?

উত্তর. NH 47

৩৬) বিশ্বের
দ্বিতীয় বৃহত্তম উপদ্বীপের নাম কি ?

উত্তর. ভারত
বর্ষ (তিন দিক দিয়ে
সমুদ্র দিয়ে ঘিরে থাকাই
ভারতকে উপদ্বীপ বলা হয়) ।

৩৭) পৃথিবী
তথা ভারতের ভূস্বর্গ বলা
হয় কাকে ?

উত্তর. কাশ্মীর

৩৮) বিশ্বের
সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির
নাম কি ?

 উত্তর. ভারতবর্ষ

৩৯) দক্ষিণ
ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর.
আনাইমুদি

৪০) উত্তর
ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর. গডউইন
অস্টিন

৪১) পশ্চিম
ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর. গুরু
শিখর

৪২) ভারতের
জলবায়ু কেমন ?

উত্তর. আদ্র
কান্তীয় মৌসুমী প্রকৃতি

৪৩) ভারতের
বৃহত্তম বন্দরের নাম কি ?

উত্তর. মুম্বাই

৪৪) বৃহত্তম
রেল স্টেশনের নাম কি ?

উত্তর. হাওড়া

৪৫) ভারতের
বৃহত্তম জেলার নাম কি
?

উত্তর. কচ্ছ
(গুজরাট)

৪৬) ক্ষুদ্রতম
জেলার নাম কি ?

উত্তর. মাহে

৪৭) সবচেয়ে
বেশি লোক সংখ্যা যুক্ত
কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?

উত্তর. দিল্লি

৪৮) সবচেয়ে
কম লোক সংখ্যা যুক্ত
কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?

উত্তর. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

৪৯) ভারতের
সবচেয়ে বড় উপনদীর নাম
কি ?

উত্তর. যমুনা

৫০) ভারতকে
ইন্ডিয়া নামকরণ করেছিল কোন
দেশ ?

উত্তর. গ্রীস

৫১) ভারতের
প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি
?

উত্তর.
টি ( চীন,বাংলাদেশ, নেপাল,
ভুটান, মায়ানমার শ্রীলঙ্কা, মালদ্বীপ,পাকিস্তান ও আফগানিস্তান )

৫২) ভাষার
ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের
নাম কি ?

উত্তর. অন্ধ্রপ্রদেশ

৫৩) ভারতের
প্রজাতন্ত্র দিবস পালন হয়
কত তারিখে ?

উত্তর. ২৬
শে জানুয়ারি

৫৩) ভারত
এবং শ্রীলংকা কোন প্রণালী দ্বারা
বিচ্ছিন্ন হয়েছে ?

উত্তর. পক
প্রণালী

৫৪) ভারতের
জাতীয় সড়ক পাথরের নাম
কি ?

উত্তর. গ্র্যান্ড
ট্যাংক রোড

৫৫) ভারতের
উচ্চতম মূর্তির নাম কি ?

উত্তর. স্ট্যাচু
অফ ইউনিটি (গুজরাট)

৫৬) ভারতের
দীর্ঘতম গুহা পথের নাম
কি ?

উত্তর. জহর
টানেল

৫৭) ভারতের
উচ্চতম রাস্তার নাম কি ?

উত্তর. খড়দুংলা

৫৮) ভারতের
কোন রাজ্য থেকে প্রথম
সূর্য দেখা যায় ?

উত্তর. অরুণাচল
প্রদেশ

৫৯) ভারতের
সবচেয়ে জনবহুল শহর কোনটি
?

উত্তর. মুম্বাই

৬০) ভারতের
বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ?

উত্তর. আলিপুর
চিড়িয়াখানা (কলকাতা)

৬১) ভারতের
দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম
কি ?

উত্তর. মেরীনা
বিচ (চেন্নাই)

৬২) ভারতের
দীর্ঘতম সেতুর নাম কি
?

উত্তর. ভূপেন
হাজারিকা সেতু

৬৩) ভারতের
সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত
অঞ্চলের নাম কি ?

উত্তর. মৌসিনরাম

৬৪) ভারতের
দীর্ঘতম উপকূলের নাম কি ?

উত্তর. গুজরাট

৬৫) ভারতের
বৃহত্তম সংশোধনাগার এর নাম কি
?

উত্তর. তিহার
জেল

৬৬) বৃহত্তম
তেল শোধনাগার এর নাম কি
?

উত্তর. গুজরাটের
জামনগর

৬৭) বৃহত্তম
উপজাতির নাম কি ?

উত্তর. গণ্ড

৬৮) দীর্ঘতম
স্টেডিয়ামের নাম কি ?

 উত্তর. সল্টলেক
স্টেডিয়াম

৬৯) ভারতের
উচ্চতম বিমানবন্দরের নাম কি ?

উত্তর. লে

৭০) ভারতের
বৃহত্তম চার্চ এর নাম
কি ?

উত্তর. সেন্ট
ক্যাথিড্রাল

৭১) বৃহত্তম
ব-দ্বীপের নাম কি ?

উত্তর. সুন্দরবন

৭২) বৃহত্তম
গম্বুজের নাম কি ?

উত্তর.
গোলগম্বুজ (বিজাপুর)

৭৩) ভারতীয় বৃহত্তম গুরুদারের নাম কি ?

উত্তর. পাঞ্জাবের
স্বর্ণমন্দির

৭৪) বৃহত্তম
মসজিদের নাম কি ?

উত্তর. জামা
মসজিদ

৭৫) বৃহত্তম
তারামণ্ডলের নাম কি ?

উত্তর. বিরলা
তারামন্ডল

৭৬) ভারতের
বৃহত্তম গুহা মন্দিরের নাম
কি ?

উত্তর. ইলোরা

৭৭) ভারতের
দীর্ঘতম হিমবাহের নাম কি ?

উত্তর. সিয়াচেন

৭৮) বৃহত্তম
বারান্দার নাম কি ?

উত্তর. রামেশ্বরম
মন্দিরের বারান্দা

৭৯) বৃহত্তম
ঝুলন্ত সেতুর নাম কি
?

উত্তর. হাওড়া
সেতু

৮০) ভারতের
প্রমাণ সময় গ্রিনিচের সময়ের
থেকে কত ঘন্টা আগে
?

উত্তর. ০৫.৩০ ঘণ্টা আগে

৮১) ভারতের
কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম
কি ?

উত্তর. জয়সালমির

৮২) হিমালয়ের
রানী বলা হয় কোন
জায়গাকে ?

উত্তর. মুসৌরি

৮৩) ভারতের
বোস্টন নামে পরিচিত কোন
জায়গা ?

উত্তর. আমেদাবাদ

৮৪) ভারতের
মোট জেলার সংখ্যা কয়টি
?

উত্তর. ৭১৩
টি

৮৫) ভারতের
সবচেয়ে শীতলতম স্থানের নাম
কি ?

উত্তর. দ্রাস


File Name: ভারতীয় ভূগোল প্রশ্ন উত্তর 

File Size: 1.3 Mb

File Formate: PDF

No Of Pages: 09

Download Pdf: Click To Download


More Pdf Download Link
General Knowledge on Geography Click Here
পশ্চিমবঙ্গের ভূগোল PDF Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button