ভারতীয় নোবেল বিজয়ী তালিকা PDF
ভারতীয় নোবেল বিজয়ী তালিকা :- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় নোবেল বিজয়ী তালিকা PDF, যেখানে ভারতীয় নোবেল বিজয়ী তালিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।
ভারতীয় নোবেল বিজয়ী তালিকা
এই তালিকার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান, অমর্ত্য সেন কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার পান, শান্তিতে কোন ভারতীয় নোবেল পুরস্কার পান , অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন বিভাগের জন্য নোবেল পুরস্কার পান, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
ভারতীয় নোবেল বিজয়ী তালিকা
নোবেল জয়ী | বিভাগ | সাল |
---|---|---|
রবীন্দ্রনাথ ঠাকুর | সাহিত্য | ১৯১৩ |
মাদার তেরেসা | শান্তি | ১৯৭৯ |
অমর্ত্য সেন | অর্থনীতি | ১৯৯৮ |
কৈলাশ সত্যার্থী | শান্তি | ২০১৪ |
সি.ভি. রমন | পদার্থবিদ্যা | ১৯৩০ |
অভিজিৎ ব্যানার্জী | অর্থনীতি | ২০১৯ |
হর গোবিন্দ খোরানা | মেডিসিন | ১৯৬৮ |
ভেঙ্কটরমন রামকৃষ্ণান | রসায়ন | ২০০৯ |
সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর | পদার্থবিদ্যা | ১৯৮৩ |
MORE PDF:- ২০২২ দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার তালিকা PDF