বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDF DOWNLOAD
বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা
বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDF DOWNLOAD |
👉WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in এর তরফ থেকে নতুন একটি জেনারেল নলেজ নিয়ে আসা হয়েছে যেখানে বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্যে (বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDF DOWNLOAD) সম্পর্কে আলোচনা করা হয়েছে যেমন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বংশের প্রতিষ্ঠাতা কে, বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সমস্ত বিষয়টি তুলে ধরা হয়েছে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে আপনাদের প্রদান করা হচ্ছে যাতে আপনারা যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতি খুব সহজেই অনলাইনে আমাদের ওয়েবসাইটটিকে ফলো করে নিতে পারেন আরো এই ধরনের জেনারেল নলেজ অথবা স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের কাছে আনতে পারি তার জন্য আমাদের প্রচুর পরিমাণে উৎসাহিত করুন কমেন্ট করুন শেয়ার করুন পোস্টটিকে, আর অবশ্যই ফলো করুন Wbpdf.in
নিম্নে উল্লেখিত নমুনা
বংশ | প্রতিষ্ঠাতা | শ্রেষ্ঠ সম্রাট |
পাল বংশ | গোপাল | গোবিন্দ পাল, মদন পাল, দেবপাল |
মুঘল বংশ | বাবর | দ্বিতীয় বাহাদুর শাহ, আকবর |
কুষান বংশ | প্রথম কদফিসেস | দ্বিতীয় বাসুদেব, কনিষ্ক |
পল্লব বংশ | শিবস্কন্দ বর্মন | অপরাজিত বর্মন, প্রথম নরসিংহ বর্মন |
গুপ্ত বংশ | শ্রীগুপ্ত | দ্বিতীয় জীবিত গুপ্ত, সমুদ্র গুপ্ত |
চালুক্য বংশ | প্রথম পুলকেশী | দ্বিতীয় কীর্তিবর্মন, দ্বিতীয় পুলকেশী |
চোল বংশ | বিজয়ালয় চোল | তৃতীয় রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল |
দাস বংশ | কুতুবউদ্দিন আইবক | মইজুদ্দিন কায়কোবাদ, ইলতুৎমিস |
তুঘলক বংশ | গিয়াসউদ্দিন তুঘলক | নাসিরউদ্দিন মামুদ শাহ তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক |
হর্ষাঙ্ক বংশ | বিম্বিসার | নাগদাস, অজাতশত্রু |
নন্দ বংশ | মহাপদ্মনন্দ | ধননন্দ, ধননন্দ |
খলজি বংশ | জালালউদ্দীন ফিরোজ খলজি | কুতুবউদ্দিন মুবারক খলজি, আলউদ্দিন খলজি |
মৌর্য বংশ | চন্দ্রগুপ্ত মৌর্য | বৃহদ্রত, অশোক |
সাতবাহন বংশ | সিমুক | যগ্যশ্রী সাতকর্নি, গৌতমীপুত্র সাতকর্নি |
সৈয়দ বংশ | খিজির খাঁ | আলাউদ্দিন আলম শাহ, মোবারক শাহ |
পুষ্যভূতি বংশ | প্রভাকর বর্মন | হর্ষবর্ধন, হর্ষবর্ধন |
সেন বংশ | হেমন্ত সেন | লক্ষণ সেন, বিজয় সেন |
সুর বংশ | শেরশাহ সুরি | আলিদ শাহ সুরি, শেরশাহ |
লোদী বংশ | বহলুল লোদী | ইব্রাহিম লোদী, সিকন্দর লোদী |
File Size: 425Kb
File Formate: Pdf
File Page: 2
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য PDF | Click Here |
বিখ্যাত পত্রপত্রিকা ও তার লেখক তালিকা PDF | Click Here |