ফিফা বিশ্বকাপ ২০২২ | FIFA World Cup 2022
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ফিফা বিশ্বকাপ ২০২২ | FIFA World Cup 2022, যেখানে ফিফা বিশ্বকাপ ২০২২ তালিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।
ফিফা বিশ্বকাপ
এই তালিকার মধ্যে কাতার বিশ্বকাপের সেরা গোলকিপার কে তথা গোল্ডেন বুট ২০২২ কে পেল অতঃপর বিশ্বকাপ ফুটবল ২০২২ এছাড়া মেসির গোল্ডেন বুট কয়টি সবশেষে আর্জেন্টিনার হয়ে মেসির গোল সংখ্যা কয়টি ,এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
FIFA বিশ্বকাপ ২০২২
০১) FIFA এর ফুল ফর্ম কি ?
উত্তর.
Federation Internationale de Football Association
০২) FIFA প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর.
২১ শে মে, ১৯০৪,
রু সেন্ট অনরে, প্যারিস,
ফ্রান্স
০৩) ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর.
জুরিখ, সুইজারল্যান্ড
০৪) কতগুলি দেশ ফিফার সদস্য ?
উত্তর.
২১১ টি দেশ
০৫) ফিফার প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর.
রবার্ট গুয়েনিন
০৬) প্রথম বিশ্বকাপে কোন দেশ জয়লাভ করেছিল ?
উত্তর.
উরুগুয়ে
০৭) এখনো পর্যন্ত কোন দেশ সর্বাধিক ফুটবল বিশ্বকাপ জিতেছে ?
উত্তর.
ব্রাজিল, ৫ বার
০৮) কোন দেশে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ?
উত্তর.
উরুগুয়ে, ১৯৩০
০৯) কোন বছর থেকে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ খেলা শুরু হয় ?
উত্তর.
১৯৩০ সাল
১০) সব থেকে বেশি বিশ্বকাপজয়ী ফুটবলার কে ?
উত্তর.
ব্রাজিলের পেলে, মোট তিনটি
বিশ্বকাপ জিতেছে, ১৯৫৮, ১৯৬২ ও
১৯৭০
১১) বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল করেন কে ?
উত্তর.
ফ্রান্সের লুসিয়েন লরেন্ত
১২) বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল কে করেছেন ?
উত্তর.
মিরোস্লাভ ক্লোজে
১৩) এক বিশ্বকাপের সর্বাধিক গোল স্কোরার কে ?
উত্তর.
জাস্ট ফন্টেইনে
১৪) ফিফার বর্তমান প্রেসিডেন্টের নাম কি ?
উত্তর.
জিয়ান্নি ইনফান্তিনো
১৫) শুরুতে বিশ্বকাপের নাম কি ছিল ?
উত্তর.
জুলে রিমে ট্রফি
১৬) নতুন এবং বর্তমান বিশ্বকাপের ডিজাইন কে করেন ?
উত্তর.
সিলভিও গাজ্জনিকা
১৭) ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর.
কাতার
১৮) ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ কত তম বিশ্বকাপ ?
উত্তর.
২২ তম
১৯) ফিফা বিশ্বকাপ ২০২২ এর অফিসিয়াল ম্যাসকট এর নাম কি ?
উত্তর.
লে ইব, যার অর্থ
হলো – বিশেষ
দক্ষতা সম্পন্ন খেলোয়াড়
২০) ফিফা বিশ্বকাপ ২০২২ এর অফিশিয়াল বলের নাম কি ?
উত্তর.
আল রিহাল
২১) ফিফা ২০২২ এর অফিশিয়াল বল কোন কোম্পানি বানিয়েছে ?
উত্তর.
অ্যাডিডাস
২২) ফিফা বিশ্বকাপ ২০২২ এর বলটি উন্মোচন করেন কে ?
উত্তর.
লিওনেল মেসি এবং সন
হিয়ং মিন
২৩) ফিফা বিশ্বকাপ ২০২২ এর প্রথম ম্যাচ এবং Opening Ceremony কোন স্টেডিয়ামে হয়েছে ?
উত্তর.
আল বায়ত স্টেডিয়াম
২৪) ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ?
উত্তর.
লুসাইল আইকনিক স্টেডিয়ামে
২৫) ফিফা বিশ্বকাপ ২০২২ এ মোট কতগুলি দল অংশগ্রহণ করেছিল ?
উত্তর.
৩২ টি
২৬) ফিফা বিশ্বকাপ ২০২২ এ ফাইনাল কাদের মধ্যে হয়েছে ?
উত্তর.
আর্জেন্টিনা ও ফ্রান্স
২৭) ফিফা বিশ্বকাপ ২০২২ এ অফিশিয়াল গান কি ?
উত্তর.
Hayya Haaya
২৮) ফিফা বিশ্বকাপ ২০২২ কোন তারিখে ফাইনাল ম্যাচ হয়েছে ?
উত্তর.
১৮ ই ডিসেম্বর
২৯) ফিফা বিশ্বকাপ ২০২২ এ কোন দল জয় লাভ করল ?
উত্তর.
আর্জেন্টিনা
৩০) কত বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল ?
উত্তর.
৩৬ বছর পর
৩১) ফিফা গোল্ডেন বল আওয়ার্ড কে পেলেন ?
উত্তর.
লিওনেল মেসি
৩২) ফিফা বিশ্বকাপ ২০২২ এ গোল্ডেন বুট কে পেলেন ?
উত্তর.
ফ্রান্সের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে
৩৩) বিশ্বকাপ ২০২২ এ গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড কে পেলেন ?
উত্তর.
এমিলিয়ানো মার্টিনেজ
৩৪) তরুণ খেলোয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন ?
উত্তর.
এনজিও ফার্নান্ডেজ
৩৫) ফাইনালে Budweiser Player of the
Match কে পেয়েছেন ?
উত্তর.
লিওনেল মেসি
৩৬) ফিফা বিশ্বকাপ জয়ী দল কত প্রাইজ মানি পেল ?
উত্তর.
42 মিলিয়ন ডলার, অর্থাৎ ৩৪৮
কোটি টাকা
৩৭) ফিফা বিশ্বকাপ ২০২২ রানার্স আপ কত প্রাইজ মানি পেল ?
উত্তর.
৩০ মিলিয়ন ডলার
৩৮) ফিফা বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড বানালেন কে ?
উত্তর.
লিওনেল মেসি
৩৯) পরবর্তী বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর.
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো
৪০) কাতার বিশ্বকাপ ২০২২ এ ভারতের আমন্ত্রিত ব্যক্তি কে ছিলেন ?
উত্তর.
জগদীপ ধনকার
MORE PDF:- অলিম্পিকের ইতিহাস PDF