EXAM PREPARETIONGENERAL KNOWLEDGE

প্রজাতন্ত্র দিবসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য PDF | Important Information About Republic Day

প্রজাতন্ত্র দিবসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

প্রজাতন্ত্র দিবসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য PDF | Important Information About Republic Day
প্রজাতন্ত্র দিবসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

WBPDF

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে প্রজাতন্ত্র দিবসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য PDF | Important Information About Republic Dayযেখানে প্রজাতন্ত্র দিবস মানে কি ও এবছর ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে তথা প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয় বা আমরা কেন পালন করি, পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস কবে অতঃপর ৭৩ তম প্রজাতন্ত্র দিবস কবে বা ২০২২ কততম প্রজাতন্ত্র দিবস এবং প্রজাতন্ত্র কি বা প্রজাতন্ত্র দিবসের রচনা আর স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা কে করেন, কত সালে জনগণমন জাতীয় সংগীত রূপে মর্যাদা পায়এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF ফাইল আকারে প্রদান করছে, যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


প্রজাতন্ত্র দিবসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য


০১) প্রজাতন্ত্র দিবস
মানে কি ?

উত্তর. ইংরেজি ভাষায় “প্রজাতন্ত্র” শব্দের প্রতিশব্দ হলো Republic। এর যার আক্ষরিক অর্থ “জনগণ-সংক্রান্ত একটি বিষয়”। প্রাচীন ও আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলি নিজস্ব আদর্শ ও গঠন অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে এবং নিজস্ব দেশের সংবিধান তৈরি করেছে।

০২) প্রজাতন্ত্র দিবস
কেন পালন
করা হয় ?

উত্তর. সংবিধান সভার ৩০৮ জন সদস্য ১৯৫০ সালের ২৪ জানুয়ারি সংবিধানের দু’টি হস্তলিখিত কপিতে সই করেন। এর দু’দিন পর ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। এই দিনটিই Republic Day বা প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়।

০৩) এবছর ভারতবর্ষে
কততম প্রজাতন্ত্র
দিবস পালন
করা হচ্ছে
?

উত্তর. ৭৩ তম

০৪) প্রজাতন্ত্র দিবস
এবং স্বাধীনতা
দিবসের মধ্যে
পার্থক্য কি ?

উত্তর. ১৯২৯-এর বর্ষশেষে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে ‘পূর্ণ স্বরাজ’ আনার শপথ ঘোষণার পর ১৯৩০ সাল থেকে ২৬ জানুয়ারিকেই স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল। তবে ঔপনিবেশিক শাসনের শিকল ভেঙে ভারত যেদিন বাস্তবেই স্বাধীনতার মুখ দেখল- সেইদিন ঘটনাচক্রে ছিল ১৫ অগাস্ট। যার ফলে পালটে গিয়েছিল ২৬ জানুয়ারির গুরুত্বও।

০৫) গণপরিষদের প্রথম
অধিবেশন কোথায়
বসে ?

উত্তর. দিল্লির কনস্টিটিউশন হলে

০৬) কবে থেকেভারতের
সংবিধান কার্যকরী
হয় ?

উত্তর.
১৯৫০
সালের,
২৬
শে
জানুয়ারি

০৭) গণপরিষদের অস্থায়ী
সভাপতি রূপে
কাকে নিয়োগ
করা হয় ?

উত্তর. সচ্চিদানন্দ সিনহা

০৮) গণপরিষদ কাকে
ভারতীয় সংবিধানের
স্থপতি বলে উল্লেখ করা হয়েছে ?

উত্তর. বি আর আম্বেদকর

০৯) সংবিধান প্রবর্তিত
হওয়ার সময়
কয়টি ধারা
ছিল ?

উত্তর. ৩৯৫ টি

১০) ভারতীয় সংবিধানের
প্রস্তাবনা ভারতকে কি ধরনের রাষ্ট্র
বলা হয়েছে
?

উত্তর. সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র

১১) ভারতীয় সংবিধানের
প্রস্তাবনা কোন দেশের অনুকরণে
গৃহীত হয়েছে
?

উত্তর.
মার্কিন
যুক্তরাষ্ট্র

১২) ভারতীয় সংবিধানে
কয়টি মৌলিক
অধিকার আছে ?

উত্তর. ৬ টি (মূল সংবিধানে ৭ টি)

১৩) কত সালে
জনগণমনগানটি ভারতের
জাতীয় সংগীতের
মর্যাদা লাভ করে ?

উত্তর. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জনগণমন অধিনায়ক জয় হে  ১৯৫০ সালে ভারতের জাতীয় সংগীতের মর্যাদা লাভ করে।

১৪) ভারতবর্ষের সর্বপ্রথম
জাতীয় পতাকার
রং কেমন
ছিল ?

উত্তর. ১৯০৬ সালের ৭ অগাস্ট কলকাতায় প্রথম দেশের জাতীয় পতাকা উড়েছিল। আর সেই পতাকার রং ছিল লাল, হলুদ আর সবুজ রঙের।

১৫) জাতীয় পতাকা
কে নকশা
করেছেন ?

উত্তর. ১৯২১ সালে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া প্রথম ভারতের জাতীয় পতাকার নকশা করেন।

১৬) বন্দে মাতরম
গানটি প্রথম
কত সালে
কোথায় প্রকাশিত
হয় ?

উত্তর.  ১৮৮২ সালে বঙ্কিমচন্দ্রের
‘আনন্দমঠ’
উপন্যাসে প্রথম এই গানটি প্রকাশিত হয়

১৭) ভারতে কবে
গণপরিষদ গঠিত
হয় ?

উত্তর. ১৯৪৬ সালে

১৮) গণপরিষদের স্থায়ী
সভাপতি কে
ছিলেন ?

উত্তর. রাজেন্দ্র প্রসাদ

 

File Name : প্রজাতন্ত্র দিবসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

File Size : 685 Kb

File Formate : Pdf

No Of Pages : 3

Download Pdf : Click To Download


More Pdf Download Link
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক PDFClick Here
ভারতের জাতীয় সড়কপথ PDFClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button