গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | General knowledge in Bengali
গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | General knowledge in Bengali
গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | General knowledge in Bengali, পরীক্ষার কথা মাথায় রেখে wbpdf বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তথ্য নিয়ে এসেছে,
এই তালিকার মধ্যে GST এর পুরো নাম কি, ভারতীয় রেলের ম্যাসকট কি, স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী ছিলেন কে , নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত শাসক স্থাপন করেন, তাঁতিয়া টোপীর প্রকৃত নাম কি ছিল, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ
১) কে প্রথম মহিলা হিসেবে সাহিত্য একাডেমী পুরস্কার পেলেন ?
উত্তর. অমৃতা প্রীতম
২) ভারতীয় রেলের ম্যাসকট কি ?
উত্তর. ভোলু নামক হাতি, ২০০২ সাল থেকে চালু হয়
৩) স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী ছিলেন কে ?
উত্তর. জন ম্যাথাই
৪ ) সুন্দরী মহিলা কে ভয় পাওয়া কে ইংলিশ এ কোন ভীতি বলে ?
উত্তর.
Venustraphobia/ Caligynephobia
৫) প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারাঅলিম্পিকে পদক কে পান ?
উত্তর, দীপা মালিক
৬) বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় ?
উত্তর. ৪ ফেব্রুয়ারী
( 4th February )
৭) “Dilli Meri Dilli : Before and
after 1998 ” – বইটি কার লেখা ?
উত্তর. শীলা দীক্ষিত
৮) GST এর পুরো নাম কি?
উত্তর. Goods and Service Tax
৯) ” The Origin of Species by Means
of Natural Selection” – গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর. ডারউইন
১০) ভারতে আদমশুমারি কত বছর অন্তর করা হয় ?
উত্তর. ১০
১১) প্রথম রেলপথ তৈরি হয় কোন দেশে ?
উত্তর. ইংল্যান্ড
১২) কলকাতা মেডিক্যাল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর. ১৮৩৫
১৩) ভারতে জন্মগ্রহণকারী কোন জ্যোতি পদার্থবিজ্ঞানী,
১৯৮৩ সালে তাঁর জন্মদিনে নোবেল প্রাইজ পেয়েছিলেন ?
উত্তর. এস চন্দ্রশেখর
১৪) ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ?
উত্তর. কেশবচন্দ্র
সেন
১৫) কে আবিষ্কার করেন যে আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে সাতটি রঙে বিভক্ত হয় ?
উত্তর. আইজাক নিউটন
১৬) নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত শাসক স্থাপন করেন ?
উত্তর. প্রথম কুমারগুপ্ত
১৭) দিল্লির সিংহাসনে প্রথম মহিলা শাসক কে ছিলেন ?
উত্তর. রাজিয়া সুলতানা
১৮) কে এম কারিয়াপ্পা কে ছিলেন ?
উত্তর. প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ
১৯) বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখক কে ?
উত্তর. ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর
২০) যার সম্মতি ছাড়া সংসদ এলাকায় কোনো সাংসদকে গ্রেফতার করা যাই না তিনি কে ?
উত্তর. স্পিকার
২১) পেশীর ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম কি ?
উত্তর. ল্যাকটিক অ্যাসিড
২২) বল্লালসেনের গুরু কে ছিলেন ?
উত্তর. অনিরুদ্ধ
২৩) দিল্লির কোন সুলতান দাস কেনাবেচা বন্ধ করেছিলেন ?
উত্তর. ফিরোজ শাহ তুঘলক
২৪) বিশ্বের প্রথম রোবট হিসেবে কে নাগরিকত্ব পেলো ?
উত্তর. সোফিয়া
২৫) তাঁতিয়া টোপীর প্রকৃত নাম কি ছিল ?
উত্তর. রামচন্দ্র পানডুরঙ্গ
২৬) ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈয়ের স্বামী তথা ঝাঁসির মহারাজার নাম কি ছিল ?
উত্তর. গঙ্গাধর রাও
২৭) মাউন্ট এভারেস্ট নেপালে কি নাম পরিচিত ?
উত্তর. সাগরমাথা
২৮) “ভূত পেত্নীর দেশ”
চিত্রকলার শিল্পী কে ?
উত্তর. অবনীন্দ্রনাথ ঠাকুর
২৯) বাংলার নানাসাহেব নাম কে পরিচিত ?
উত্তর. রামরতন মল্লিক
৩০) কত সালে ৫০ পয়সার কয়েন তৈরী বন্ধ হয় ?
উত্তর. ২০২০
৩১) আকবর এর প্রিয় পাত্র বিরবল এর আসল নাম কি ছিল ?
উত্তর. মহেশ দাস
৩২) ভারতের কোন অর্থমন্ত্রী সব থেকে বেশি বার বাজেট পেশ করেছেন সংসদে ?
উত্তর. মোরারজি দেশাই
৩৩) ভারতের কোন প্রতিবেশী দেশকে Druk Yul কে বলা হয় ?
উত্তর. ভুটান
৩৪) ১৮৯৩ সালের শিকাগো ধর্মসভায় স্বামীজি বাদে অংশগ্রহণকারী আরেকজন বাঙালির নাম কি ?
উত্তর. প্রতাপ
চন্দ্র মজুমদার
৩৫) বিছুটি গাছের পাতায় কোন অ্যাসিড থাকে ?
উত্তর. ফর্মিক অ্যাসিড
৩৬) জ্বলন্ত পাথর কোন মৌল কে বলা হয় ?
উত্তর. সালফার
৩৭) কোন প্রাণীর কামড়ে সব থেকে বেশি মানুষ মারা যায় প্রত্যেক বছর ?
উত্তর. মশা
৩৮) “Terror of Bengal” কাকে বলা হয় ?
উত্তর. কচুরিপানা
৩৯) বাঘের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয় ?
উত্তর. মধ্যপ্রদেশ
৪০) কোন
Governor General নিজেকে Bengal Tiger বলতেন ?
উত্তর. ওয়েলেসলি
More Pdf | Download Link |
---|---|
100+ General knowledge RRB & WBP KP | Click Here |
WBCS Priliminary 2023 GK class-01 | Click Here |