GENERAL KNOWLEDGEWBP&KP

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর :- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ২০২৩ স্ট্যাটিক জিকে পর্ব – ০৪ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Job News
Join Our Facebook Group

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF

 

এই তালিকার মধ্যে নামেরি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত,  বর্তমানে ভারতের চিফ অফ্আর্মি স্টাফ কে, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ,  The Room on the Roof” উপন্যাসটি কে লিখেছেন ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

 

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

 

কলকাতা পুলিশ ২০২৩ গুরুত্বপূর্ণ জিকে 

০১) ভারতের আদ্রতম অঞ্চল কোনটি ?

উত্তর.
মৌসিনরাম

০২) নামেরি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর.
আসাম

০৩) ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস কবে পালিত হয় ?

উত্তর.
16th September

০৪) কোন গ্যাস আম্লিক বৃষ্টি ঘটাই ?

উত্তর.
SO2

০৫) বর্তমানে ভারতের চিফ অফ্ আর্মি স্টাফ কে ?

উত্তর.
জেনারেল
মনোজ
পান্ডে

০৬) ‘দি কাশ্মীর ফাইল‘ ছবিটির পরিচালক কে ?

উত্তর.
বিবেক
অগ্নিহোত্রী

০৭) পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থবিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় –

উত্তর.
পার্লামেন্টে যে কোন কক্ষে

০৮) তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে ?

উত্তর.
তরাই

০৯) 
কে কোথায় ‘গদর পার্টি‘ প্রতিষ্ঠা করেন ?

উত্তর.
লাল
হরদয়াল,
আমেরিকা

১০)  বিখ্যাত ‘নিগর্মন তত্ত্বটি‘ সামনে এনেছিলেন কে ?

উত্তর.
দাদাভাই
নৌরাজি

১১) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর.
চক্রবর্তী রাজা গোপালাচার

১২আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জ কে বিচ্ছিন্ন করেছে কোন লাইন ?

উত্তর.
১০
ডিগ্রি
চ্যানেল

১৩) রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন কে ?

উত্তর.
রাজ্যপাল

১৪) পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?

উত্তর.
১৯৩২
সালে

১৫) “Ornithology” হল –

উত্তর.
পক্ষী
বিষয়ক
বিজ্ঞান

১৬) কোন কমিটির সুপারিশে আন্তরাজ্য পরিপদ গঠিত হয়েছিল ?

উত্তর.
Sarkaria Committee

১৭) কোন সময় ভারতে সবুজ বিপ্লব পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ?

উত্তর.
তৃতীয়
পঞ্চবার্ষিকী পরিকল্পনা

১৮) কোন রাজ্যের উপকূল রেখা বৃহত্তম ?

উত্তর.
গুজরাট

১৯) ভারতীয় সংবিধানে দশম তফসিলের আলোচ্য বিষয়টি হলো

উত্তর.
দলত্যাগ
বিরোধী
বিধান

২০) সম্রাট আকবর কত সালে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেন ?

উত্তর.
১৫৭৫
সালে

২১) কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার ?

উত্তর.
ভি
এস
রমাদেবী

২২) অধ্যাদেশ/Ordinance
জারি করার ক্ষমতা নিজের কার আছে ?

উত্তর.
রাষ্ট্রপতি

২৩) কোন ভিটামিন অস্টিওপোরোসিস এর সাথে সম্পর্কিত ?

উত্তর.
ভিটামিন
D

২৪) ১৮৫৭ সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন ?

উত্তর.
বাহাদুর
শাহ
দ্বিতীয়

২৫) ভারতের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন পাস হয় কত সালে ?

উত্তর.
২০১৩
সালে

২৬) “The Room on the Roof”
উপন্যাসটি কে লিখেছেন ?

উত্তর.
রাস্কিন
বন্ড

২৭) কেহরিয়ানা হেরিকেন
নামে পরিচিত ?

উত্তর.
কাপিল
দেব

২৮) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে ?

উত্তর.
ধারা
৫১A

২৯) গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর.
ছত্রিশগড়

৩০) পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর.
হিমাচল
প্রদেশ

MORE GK:- কলকাতা পুলিশ ২০২৩ স্ট্যাটিক জিকে পর্ব – ০৩ | Kolkata Police Static GK

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button