EXAM PREPARETIONEXCISE CONSTABLE

আবগারি কনস্টেবল 2022 GK Class – 01

আবগারি কনস্টেবল 2022 GK Class – 01

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আবগারি কনস্টেবল 2022 GK Class - 01
আবগারি কনস্টেবল 2022 GK Class – 01

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে আবগারি কনস্টেবল 2022 GK Class – 01, যেখানে Excise Constable পুলিশ ২০২২ পর্ব – ০১ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো আবগারি কনস্টেবল প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

আবগারি কনস্টেবল 2022 GK Class – 01

০১) ‘বাবরের প্রার্থনাকাব্যগ্রন্থের রচয়িতা কে ?

উত্তর.  শঙ্খ ঘোষ

০২) যাযাবর কার ছদ্মনাম ?

উত্তর. বিনয় মুখোপাধ্যায় 

০৩) World NGO Day কবে পালন করা হয় ?

উত্তর. 27 শে ফেব্রুয়ারি 

০৪) Yellow Card শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর. ফুটবল   

০৫) বিহারের রাজধানীর নাম কি ?

উত্তর. পাটনা  

০৬) কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন ?

উত্তর. লর্ড ডালহৌসি 

০৭) ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?

উত্তর. মাদাম কামা

০৮) CNG এর ফুল ফর্ম কি ?

উত্তর. কম্প্রেসড
ন্যাচারাল গ্যাস 

০৯) লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ?

উত্তর. কাভারাত্তি  

১০) জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর এর উল্লেখ রয়েছে ?

উত্তর. ২৪  

১১) কোন ভারতীয় কোম্পানি বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির প্লেট স্থাপন করতে চলেছে ?

উত্তর. ওমেগা সিকি

১২) সম্প্রতি কোন শহরকার্বন ওয়াচলাঞ্চ করেছেন ?

উত্তর. চন্ডিগড়  

১৩) বিশ্ব জল দিবস কবে পালন করা হয় ?

উত্তর. 22 শে মার্চ  

১৪) গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর. শ্রীগুপ্ত   

১৫) ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তরীয় ?

উত্তর. তিন  

১৬)  ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সীমানার সঙ্গে যুক্ত রয়েছে ?  

উত্তর.   

১৭)  দ্য স্পিরিট অফ ইসলামএর রচয়িতা কে ?

উত্তর.  সৈয়দ আমীর আলী 

১৮) বিশ্বের মধ্যে কোনটি সবচেয়ে উন্নত মানের কয়লা ?

উত্তর.  অ্যানথ্রাসাইট 

১৯) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নরজেনারেল কে ছিলেন ?

উত্তর. চার্লস জন ক্যানিং 

২০) কৃষ্ণ মৃত্তিকা এর অপর নাম কি ?

উত্তর.  রেগুর 

২১) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ?

উত্তর.  আর্যভট্ট 

২২) মানুষের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে ?

উত্তর.  4 

২৩) হার্দিক পান্ডিয়া কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর.  ক্রিকেট 

২৪) পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে ?

উত্তর.  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

২৫) ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হল ? 

উত্তর. মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার

২৬) বাংলার প্রথম সংবাদ পত্রের নাম কি ?

উত্তর.   সমাচার দর্পণ  

২৭) কোন ধরনের নৃত্যের সঙ্গে যামিনী কৃষ্ণমূর্তি যুক্ত ?

উত্তর.  ভরতনাট্যম
নৃত্য  

২৮) ডেনমার্কের রাজধানীর নাম কি ?

উত্তর.  কোপেনহেগেন   

২৯) কোন দেশের সরকারি নথি বা ঘোষণাপত্রের নাম অরেঞ্জ বুক
?

উত্তর.  নেদারল্যান্ড 

৩০) অর্থনীতির জনক কাকে বলা হয়
?

উত্তর.  অ্যাডাম স্মিথ  

৩১) ‘ভারতের মেকিয়াভেলিকাকে বলা হয়
?

উত্তর.  চাণক্য

৩২) নিচের মধ্যে কোন শহরটি রূপনারায়ন নদীর তীরে অবস্থিত ?

উত্তর.   তমলুক 

৩৩) লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে ?

উত্তর.  দক্ষিণ 24 পরগনা 

৩৪) শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত
?

উত্তর.  বাঁকুড়া  

৩৫) বীরভূম জেলার সদর শহর এর নাম কি
?

উত্তর.  সিউড়ি  

৩৬) HIV এর ফুল ফর্ম কি
?

উত্তর.   Human immunodeficiency viruses 

৩৭) নিচের মধ্যে কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া ?

উত্তর.  কেঁচো  

৩৮) নীললোহিত কার ছদ্মনাম  ?

উত্তর. সুনিল
গঙ্গোপাধ্যায়  

৩৯) বেসিনের সন্ধি কত সালে হয়েছিল
?

উত্তর. ১৮০২  

৪০) ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়
?

উত্তর.  আমেদাবাদ

৪১) মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি ?

উত্তর.  ভোপাল

৪২) ‘পরিণীতা
উপন্যাস কে রচনা করেন
?

উত্তর.  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়  

৪৩) অনুপম গোখলে কোন খেলার সাথে যুক্ত
?

উত্তর.   দাবা   

৪৪) ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি
?

উত্তর.  রাজস্থান 

৪৫) জার্মানির মুদ্রার নাম কি
?

উত্তর.  ইউরো 

৪৬) সার্ক কতগুলো সদস্য দেশ রয়েছে ?

উত্তর.   

৪৭) IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর. ওয়াশিংটন, ডি. সি.

৪৮) আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় ?

উত্তর. চার্লস
ব্যাবেজ  

৪৯) বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয়
?

উত্তর. 24 শে মার্চ 

৫০) আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর. ১৮৭৫ 


File Name: আবগারি কনস্টেবল 2022 GK

File Size: 1.3 Mb

File Formate: Pdf

No Of Pages: 04

Download Pdf: Click To Download

More Pdf Download Link
General Knowledge For Exam Preparation 2021 Click Here
রাজ্য পুলিশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর PDF Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button