EXAM PREPARETIONGENERAL KNOWLEDGESCIENCE

আদর্শ ফুলের গুরুত্বপূর্ণ তথ্য PDF

আদর্শ ফুলের গুরুত্বপূর্ণ তথ্য

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আদর্শ ফুলের গুরুত্বপূর্ণ তথ্য PDF
আদর্শ ফুলের গুরুত্বপূর্ণ তথ্য
WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে আদর্শ ফুলের গুরুত্বপূর্ণ তথ্য PDFযেখানে আদর্শ ফুল সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, এই তালিকার মধ্যে আদর্শ ফুল কাকে বলে ও বৈশিষ্ট্য তথা আদর্শ ফুলের কয়টি অংশ, কয়টি স্তবক ও কি কি তাদের উদাহরণ এছাড়া বৃতি, দলমন্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক কি ও তাদের কাজ এবং পুংকেশর ও গর্ভকেশর চক্র কাকে বলে, নিষেক কি, একলিঙ্গ ও উভয়লিঙ্গ ফুল কাকে বলে, পুংদন্ড ও পরাগধানী কি এবং তাদের কাজ সবশেষে জবা ফুলের বিভিন্ন অংশ এবং অসম্পূর্ণ ফুল ও আদর্শ ফুলের উদাহরণএই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছেএই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে, যাতে আপনারা চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেনতাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


আদর্শ ফুলের গুরুত্বপূর্ণ তথ্য


০১) ফুল কাকে বলে ?

উত্তর. সপুষ্পক
উদ্ভিদের জননাঙ্গকে ফুল বলে।
এটি বিটপের একটি পরিবর্তিত
রূপ।

০২) ফুল কত প্রকার কি কি ?

উত্তর. দুই
প্রকার , যথা – সম্পূর্ণ ফুল
এবং অসম্পূর্ণ ফুল

০৩) সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল কাকে বলে ?

উত্তর. যে
সকল ফুলে পাঁচটি স্তবক
এর সবগুলো স্তবক উপস্থিত
থাকে, তাকে সম্পূর্ণ ফুল
বা আদর্শ ফুল বলে

যেমন
– জবা, ধুতরা ফুল ইত্যাদি

০৪) অসম্পূর্ণ ফুল কাকে বলে ?

উত্তর.    যে ফুলে বৃতি
, দলমন্ডল , পুংস্তবক ও স্ত্রীস্তবক এই
চারটি স্তবকের মধ্যে কোনাে একটি
স্তবক না থাকলে তাকে
অসম্পূর্ণ ফুল বলে।
যেমন – লাউ, কুমড়ো, ঝিঙে
ফুল ইত্যাদি ।

০৫) একটি আদর্শ ফুলের কয়টি অংশ কি কি ?

উত্তর. একটি
আদর্শ ফুলের চারটি অংশ,
যথা – বৃতি, দলমন্ডল, পুংস্তবক
ও স্ত্রীস্তবক

০৬) বিষম ফুল বা অসমাঙ্গ ফুল কাকে বলে ?

উত্তর. যেসব
ফুলে এক বা একাধিক
স্তবকের অংশগুলি অসমান অর্থাৎ বৃতি
, দলমণ্ডল , পুংকেশর ও গর্ভকেশর পরস্পর
আকৃতিগত ভাবে একই ধরনের
নয় ও সমান দূরত্বে
অবস্থান করে না তাদের
অসমাঙ্গ ফুল বা বিষম
ফুল বলে ।

০৭) বৃতি কি ?

উত্তর. বৃতি
হলো ফুলের বাইরে সবুজ
বর্ণের স্তবক । বৃতির
এক একটি অংশকে বৃত্তাংশ
বলে।

০৮) বৃতির কাজ কি ?

উত্তর. ফুলের
ভিতরের গুরুত্বপূর্ণ অংশগুলোকে রোদ-বৃষ্টি, পোকার
আক্রমণ, ও বাতাস ইত্যাদি
প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা
করা।

০৯) দলমন্ডল কি?

উত্তর. দলমন্ডল
হল ফুলের দ্বিতীয় স্তবক। দল
মন্ডল এর প্রতিটি অংশকে
দল বা পাপড়ি বলে।

১০) দলমন্ডল এর কাজ কি ?

উত্তর. ফুলের
ভিতরে স্তবক গুলিকে রক্ষা
করা, ফুলের সৌন্দর্য বৃদ্ধি
করা এবং পরাগ সংযোগ
এর সাহায্য করা

১১) পুংস্তবক কি ?

উত্তর. দলমণ্ডলের
ভিতরের দিকে যে স্তবক
থাকে তাকে পুংস্তবক বলে। পুংস্তবকের
প্রতিটি অংশকে পুংকেশর বলে।

১২) পুংস্তবক এর কাজ উল্লেখ করো

উত্তর. পরাগরেণু
ও পুংজনন কোশ উৎপন্ন
করে নিষেকে সাহায্য করা।

১৩) একটি পুংস্তবকের কয়টি অংশ কি কি ?

উত্তর. একটি
পুংস্তবক বা পুংকেশরের দুইটি
অংশ থাকে, যথা – পুংদন্ড
ও পরাগধানী

১৪) পুংদন্ড কি ?

উত্তর. পুংকেশরের
দন্ডের মত অংশকে পুংদন্ড
বলে।

১৫) স্ত্রীস্তবক কি ?

উত্তর. ফুলের
সবচেয়ে ভিতরের অংশটিকে স্ত্রীস্তবক
বলে। স্ত্রী
স্তবক এর এক একটি
অংশকে গর্ভকেশর বলে।

১৬) একটি গর্ভকেশর এর কয়টি অংশ কি কি ?

উত্তর. একটি
গর্ভকেশর এর তিনটি অংশ,
যথা – ডিম্বাশয়, গর্ভদন্ড, গর্ভমুণ্ড ।

১৭) স্ত্রীস্তবক এর কাজ কি ?

উত্তর. ডিম্বকের
মধ্যে স্ত্রীজনন কোষ উৎপন্ন করাই
এর প্রধান কাজ।

১৮) একলিঙ্গ ফুল কাকে বলে ?

উত্তর.
যে ফুলে শুধুমাত্র পুংস্তবক
বা স্ত্রীস্তবক আছে, তাকে একলিঙ্গ
ফুল বলে। যেমন-
লাউ, কুমড়া, ঝিঙ্গা ইত্যাদি।

১৯) উভয়লিঙ্গ ফুল কাকে বলে ?

উত্তর. যে
ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই
আছে তাকে উভলিঙ্গ ফুল
বলে। যেমন-
ধুতুরা, জবা, সরিষা ইত্যাদি।

২০) সঙ্গম ফুল বা সুষম ফুল কাকে বলে ?

উত্তর. যেসব
ফুলে প্রতিটি স্তবকের অংশগুলি সমান অর্থাৎ বৃত্যাংশ
, দলাংশ , পুংকেশর ও গর্ভকেশর পরস্পর
আকৃতিগত ভাবে একই ধরনের
হয় ও সম দূরত্বে
অবস্থান করে তাকে সমাঙ্গ
ফুল বা সুষম ফুল
বলে ।

File Name: আদর্শ ফুলের গুরুত্বপূর্ণ তথ্য 

File Size: 574 Kb

File Formate: Pdf

No Of Pages: 3

Download Pdf: Click To Download

More PdfDownload Link
উদ্ভিদের সালোকসংশ্লেষের গুরুত্বপূর্ণ তথ্য PDFClick Here
উদ্ভিদের সংবহনতন্ত্র PDFClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button