ANM&GNM

WBJEE ANM and GNM অফিশিয়াল নোটিফিকেশন ২০২৩

WBJEE ANM and GNM অফিশিয়াল নোটিফিকেশন ২০২৩

WBJEE ANM and GNM অফিশিয়াল নোটিফিকেশন ২০২৩
WBJEE ANM and GNM অফিশিয়াল নোটিফিকেশন ২০২৩

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPDF

নমস্কার বন্ধুরা:-

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে ২০২৩ সালে ANM ও GNM কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে , এই ভর্তির প্রক্রিয়াটি পরিচালনা করবে WBJEE, পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যেকোনো প্রার্থী, পুরুষ কিংবা মহিলা উভয়প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন, কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই কোর্সটি করতে ইচ্ছুক তারা নিজের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

WBJEE ANM and GNM অফিশিয়াল নোটিফিকেশন ২০২৩

বিজ্ঞপ্তি প্রকাশিত – ১৭.০১.২০২৩


কোন সংস্থা নিয়োগ করছে – পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEE) 


পরীক্ষার নাম – WBJEE ANM and GNM 2023


কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস


শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিকে 40% নাম্বার নিয়ে পাশ থাকতে হবে এবং উচ্চমাধ্যমিকে ইংরেজিতে অবশ্যই পাস থাকতে হবে।

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ২০২৩ সালে উচ্চমাধ্যমিকে বসবেন তারাও আবেদন করতে পারবেন এবং যারা হেলথ কেয়ার সাইন্স বা ভোকেশনাল ভাবে উচ্চমাধ্যমিক পাস করেছেন তারাও এই পরীক্ষায় বসতে পারবেন।


বয়স- ৩১.১২.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৭ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ০৫ বছর এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে ০৩ বছর বয়সের ছাড় পাবেন।


জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে


আবেদন মূল্য- জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা এবং SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা।


আবেদনের শেষ তারিখ- ১৩.০২.২০২৩


পরীক্ষার তারিখ ও সময় – ২রা জুলাই ২০২৩ রবিবার নির্দিষ্ট পরীক্ষার কেন্দ্রস্থলে দুপুর ১২ টা থেকে ০১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।


অফিশিয়াল ওয়েবসাইট- Click Here


অফিশিয়াল পিডিএফ- Click Here


আবেদন লিংক – Click Here

Click Here

More Pdf Download Link
WBJEE ANM and GNM Syllabus 2023 in Bengali Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button