WB Primary Tet Class – 13 Bangla pedagogy – শিক্ষাবিদ্যা
WB Primary Tet class – 13 Bangla pedagogy – শিক্ষাবিদ্যা
WB Primary Tet Class – 13 |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WB Primary Tet Class – 13 Bangla pedagogy – শিক্ষাবিদ্যা , যেখানে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ১৩ বাংলা পেডোগোজি এর উপর ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,
এই তালিকার মধ্যে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য কি, পেডাগোজি শব্দটি কোন প্রাচীন ভাষা থেকে উৎপন্ন হয়েছে , পেডাগোজি শব্দটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
Bangla pedagogy
০১) মাতৃভাষা শিক্ষার
উদ্দেশ্য কি ?
উত্তর.
সামাজিক
দৃষ্টিভঙ্গির বিকাশ
০২) ভাষার ইতিবৃত্ত
– নামক বাংলা
ব্যাকরণটি কার রচনা ?
উত্তর.
সুকুমার
সেন
০৩) পেডাগোজি শব্দটি
কোন প্রাচীন
ভাষা থেকে
উৎপন্ন হয়েছে
?
উত্তর.
গ্রীক
০৪) ভাষা হল মানুষের নিজেদের
মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে
গুরুত্বপূর্ণ মাধ্যম
– উক্তিটি কার ?
উত্তর.
লেলিন
০৫) প্রাক প্রাথমিক
স্তরে একটি
শিশুকে কিভাবে
শেখানো উচিত
?
উত্তর.
খেলার
মাধ্যমে
০৬) পেডাগোজি শব্দটি
কিসের সঙ্গে
সম্পর্কযুক্ত ?
উত্তর.
শিক্ষাদান
০৭)
প্রথম
প্রাথমিক স্তরে একটি শিশু আগে কি শিখবে ?
উত্তর.
ভাষা
০৮) যথাযথ ব্যাকরণ
শিক্ষার প্রয়োজন
কিসের জন্য
?
উত্তর.
ঠিকভাবে
বলতে,
লিখতে
ও পড়তে পারা
০৯) ব্যাকরণ শেখার
ফলে শিক্ষার্থীদের
কি সুবিধা
হয় ?
উত্তর.
ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে, সঠিক বানান লিখতে পারে, উপযুক্ত ভাবে ভাষা ব্যবহার করতে পারে
১০) মাতৃভাষা কি ?
উত্তর.
মানুষের
মনের
ভাষা
১১) কোনো শিক্ষার্থী
বানান ভুল করলে শিক্ষক
হিসেবে আপনি
কি করবেন
?
উত্তর.
বানানের
কোথায়
কি
ভুল
হয়েছে,
তা
বুঝিয়ে
দেবেন
১২) ব্যাকরণ শেখার
শ্রেষ্ঠ পদ্ধতি
কোনটি ?
উত্তর.
আরোহী
পদ্ধতি
১৩) মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদানের উদ্দেশ্য
কি ?
উত্তর.
মুর্ত
বিষয়
থেকে
বিমূর্ত
বিষয়ে
যাওয়ার
নীতি
১৪) রবীন্দ্রনাথ ঠাকুরের
বাংলা শব্দের
উপর বইটির
নাম কি ?
উত্তর.
বাংলা
শব্দতত্ত্ব
১৫) শিশুদের গল্প
বলা, অভিনয়ের মাধ্যমে
পাঠদান পদ্ধতিকে
কি বলে ?
উত্তর.
আরোহী
পদ্ধতি
১৬) ভাষা শিক্ষার
সহায়ক হিসেবে
ব্যাকরণের ভূমিকা
কি ?
উত্তর.
শিক্ষার্থীরা ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে পারবে, শিক্ষার্থীরা ভাষাকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারবে, বানান ভুলের হাত থেকে রক্ষা পেতে পারবে
১৭) শিক্ষার্থীরা কোন পাঠের মাধ্যমে
কবিতার রস আস্বাদন করে ?
উত্তর.
স্বাদনা
পাঠ
১৮) ব্যক্তিত্ব বিষয়ে
সহায়ক বিষয়
কি ?
উত্তর.
মাতৃভাষা
১৯) শিক্ষার্থীর বাহ্যিক
ধারণাকে সুস্পষ্ট
করার জন্য
কিসের প্রয়োজন
?
উত্তর.
ভাষা
জ্ঞান
২০) ভাষা শিক্ষার
ক্ষেত্রে ব্যাকরণের
প্রধান উপযোগিতা
কি ?
উত্তর.
উদাহরণসহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা
২১)
ব্যাকরণ
শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য কি ?
উত্তর.
সূত্র
গুলিকে
ব্যাখ্যা করে উদাহরণ দেওয়া
২২) spelling drill কি ?
উত্তর.
অক্ষর
পরিবর্তনের মাধ্যমে শব্দের রূপান্তর ঘটানো
২৩) কোন ভাষাকে
শুদ্ধভাবে প্রয়োগ
করতে কিসের
প্রয়োজন ?
উত্তর.ওই ভাষার ব্যাকরন
২৪) প্রাথমিক স্তরে
ভাষা শিক্ষক
হিসাবে কোন দুটি বিষয়ের
উপর গুরুত্ব
দেবেন ?
উত্তর.
কথন
ও
লিখন
২৫) ব্যাকরণ শেখার
ফলে শিক্ষার্থীদের
কি সুবিধা
হয় ?
উত্তর.
ভাষা
ব্যবহার
করতে
পারে
২৬) শিক্ষার্থীদের পঠন অক্ষমতা কে কি বলা হয় ?
উত্তর.
ডিসলেক্সিয়া
২৭) সর্বপ্রথম পর্তুগিজ
ভাষায় বাংলা
ব্যাকরণ কে লেখেন ?
উত্তর.
মনোয়েল
দ্যা
আসসুম্পাসন
২৮) অ্যানালাইটিক মেথড
বা বিশ্লেষণ
পদ্ধতির বৈশিষ্ট্য কি ?
উত্তর. সূত্রগুলিকে উদাহরণ এর সাহায্যে বারবার বিশ্লেষণ করানো
২৯) শিশুদের শিশুমনকে জানার
সহজ উপায়
কি ?
উত্তর. শিশুদের বাল্য স্মৃতি রোমন্থন করা
৩০) ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে
কোন বিষয়ের উপর নজর দিতে
হবে ?
উত্তর. নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ
File Name: WB Primary Tet Class – 13
File Size: 1.5 Mb
Sub: Bangla pedagogy – শিক্ষাবিদ্যা
File Formate: Pdf
No Of Pages: 04
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
---|---|
WB Primary TET 2022 Class – 12 বাংলা ব্যাকরন | Click Here |
WB Primary TET 2022 Class – 11 English | Click Here |