EVSPEDAGOGYPRIMARY TET

WB Primary TET 2022 Class – 16 পরিবেশ পেডাগোগি

WB Primary TET 2022 Class – 16 পরিবেশ পেডাগোগি

WB Primary TET 2022 Class - 16 পরিবেশ পেডাগোগি
 WB Primary TET 2022 Class – 16

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WB Primary TET 2022 Class – 16 পরিবেশ পেডাগোগি  , যেখানে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ১৬ পরিবেশ বিদ্যা ও CTET এর  পেডাগোগির উপর ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,

এই তালিকার মধ্যে CTET এর বিগত বছরের পরিবেশ বিদ্যা থেকে আসা পেডাগোগির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

পরিবেশ পেডাগোগি 

০১)  জাতীয় পাঠক্রম
ফ্রেমওয়ার্ক কোনটি
পরিবেশ বিদ্যা
শিক্ষার প্রসঙ্গে
প্রস্তাব করে না ?

উত্তর.
প্রযুক্তিগত শব্দের সাথে পরিচিতি

০২) গ্রাম শহরকেন্দ্রিক পরিবেশ
বিষয় আলোচনা
করা দরকার
কোন স্তরে
?

উত্তর.
উচ্চ
প্রাথমিক স্তরে এবং নিম্ন
প্রাথমিক স্তরে

০৩) ছাত্রদের মূল্যায়ন
করার সময়
EVS
শিক্ষকের কি করা উচিত
নয় ?

উত্তর.
শুধুমাত্র ছাত্রদের কাজের মাত্র কয়েকটি দিকে মনোযোগ দেওয়া

০৪) NCF প্রাথমিক স্তরে
EVS
শেখার কোন স্তরের উপর বেশি জোর দেয় ?

উত্তর.
স্থানীয় থেকে বিশ্বব্যাপী

০৫) কোন বিষয়
ছাড়া পরিবেশ
বিদ্যা সম্পূর্ণ
হয় না ?

উত্তর.
প্রাকৃতিক , সামাজিক ও জীবজ পরিবেশ

০৬) দূর্যোক নির্বাপক
বলতে কী বোঝায় ?

উত্তর.
যতটা
সম্ভব
দুর্যোগের সম্ভাব্য প্রভাবকে কমিয়ে আনা

০৭) বায়োডাইভারসিটি হটস্পট
কথাটি কে প্রথম চালু
করেন ?

উত্তর.
ডাবলু
জি
রোজেন

০৮) পরিবেশ বিদ্যা
সংক্রান্ত কোন কোন পদ্ধতি
সবথেকে বেশি
ব্যবহৃত হয় ?

উত্তর.
বক্তৃতা
, আলোচনা  ও প্রকল্প পদ্ধতি

০৯) সমুদ্রের জলজ বাসভূমির যে গভীরতা পর্যন্ত
সূর্যের আলো পৌঁছায় তাকে
কি বলে ?

উত্তর.
ইউফোটিক
অঞ্চল

১০) পরিবেশ শিক্ষার
প্রয়োজনীয়তা কি ?

উত্তর.
পরিবেশকে নিয়ন্ত্রণ করা, পরিবেশকে সংরক্ষণ করা এবং  নতুন পরিবেশ গড়ে তোলা

১১) গ্রহগুলির প্রদক্ষিণ
সংক্রান্ত সূত্রগুলি
প্রণয়ন করেন
কে ?

উত্তর.
কেপলার

১২) পরিবেশে সংক্রান্ত
সমস্যা কোনটি
?

উত্তর.
গ্রীন
হাউস
প্রভাব ও  ওজন গহ্বর

১৩) ডায়নামো কোন শক্তি থেকে
কোন শক্তিতে
রূপান্তরিত হয় ?

উত্তর.
যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি

১৪) জলই জীবন
তাই

উত্তর.
বিশুদ্ধ
জল
পান
করা
উচিত

১৫) মূল্যায়নের বিষয়
গত মাত্রা
কিসের সঙ্গে
সম্পর্কিত ?

উত্তর.
জ্ঞান,
বোধগম্যতা ও নতুন পরিস্থিতিতে
প্রয়োগ
করার
ক্ষমতা

১৬) জীবন বিজ্ঞানের
কোন একক অধিক পরিমাণে
পরিবেশ বিদ্যার
সাথে সম্পর্কিত
?

উত্তর.
খাদ্য,
 পুষ্টি .উদ্ভিদ ও প্রাণী
সংক্রান্ত আলোচনা

১৭) প্রাকৃতিক সম্পদ
সংরক্ষণের জন্য
দিকে বেশি
নজর দেওয়া
প্রয়োজন ?

উত্তর.
কি
পরিমাণ
সম্পদ
উৎপাদন
হচ্ছে
, সম্পদের
গুণমান
ও সংরক্ষণের প্রয়োজন কেন

১৮) নৌকার দাঁড়
কোন শ্রেণীর
লিভার ?

উত্তর.
দ্বিতীয়

১৯) ২০২৪ অলিম্পিক
গেমস হোস্ট
করতে চলেছে
কোন দেশ ?

উত্তর.
ফ্রান্স

২০) মানবদেহে সাধারণ
তাপমাত্রা সেলসিয়াস স্কেলে
কত ?

উত্তর. 37⁰ C

২১) শিখনের নীতি
কি ?

উত্তর. অনুশীলন  ও নিরবিচ্ছিন্নতার নীতি

২২) যদি কোন
শিক্ষার্থীর জল,
বায়ু, মাটি যে
পরিবেশের অন্তর্ভুক্ত সেই সম্বন্ধে ধারণা
না থাকলে,
পাঠদানের পর
তাকে কি
করতে হবে
?

উত্তর. সংশোধনীমূলক শিক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত

২৩) মানুষের মাথার
খুলি কয়টি
হাড় দিয়ে
তৈরি  ?

উত্তর. ২২

২৪) একটি স্কুলে একজন
নবনী যুক্ত
EVS
শিক্ষক হিসাবে পড়াতে
শুরু করার
আগে আপনার
কিসের অগ্রাধিকার হবে ?

উত্তর. আগে থেকে পাঠ পরিকল্পনা প্রস্তুত করতে হবে

২৫) পানীয় জলের
ক্ষেত্রে কোন
বিষয়ের উপর
সবথেকে বেশি
গুরুত্ব দেওয়া প্রয়োজন
?

উত্তর. বিশুদ্ধতা, সংরক্ষ ও  উৎস

২৬) প্রাথমিক স্তরে
EVS
শিক্ষণ শিক্ষার
সংস্থানের জন্য
সম্প্রদায় গুরুত্বপূর্ণ কেন ?

উত্তর. এটি বাস্তবের শেখার সুযোগ প্রদান করে

২৭) EVS শেখার নীতিগুলির মধ্যে
কোন বিষয়
অনুসরণ করতে
হয় ?

উত্তর. অজানার থেকে পরিচিতি

২৮) কোন ভাইরাসের প্রভাবে
স্মল পক্স
বা গুটি
বসন্ত হয়
?

উত্তর. রুবেলা ভাইরাস

২৯) মহাকাশ সম্বন্ধীয় পড়াশোনা কে কি বলে ?

উত্তর. কসমোলজি

৩০) সামাজিক পরিবেশ ঠিক রাখতে কিসের
প্রয়োজন ?

উত্তর. সহমর্মিতা বোধ ও  সহযোগিতা


File Name: WB Primary TET 2022 

File Size: 1.6 Mb

Sub: পরিবেশ পেডাগোগি 

Class: 16

File Formate: Pdf

No Of Pages: 04

Download Pdf: Click To Download


More Pdf Download Link
WB Primary TET 2022 Class – 15 গনিত পেডাগোগি Click Here
WB Primary TET 2022 Class – 14 পরিবেশ বিদ্যা Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button