SSC MTS GK Class – 03

SSC MTS GK:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC MTS GK Class – 03 , যেখানে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফদের বিগত বছরের গুলিতে আশা কমনযোগ্য গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Job News
Join Our Facebook Group

SSC MTS GK

SSC MTS GK
SSC MTS GK

যেগুলি পরবর্তী যে কোন স্টাফ সিলেকশন প্রিপারেশন ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

 

কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর. ভারতের অসাম রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত, এই উদ্যানের প্রধান বৈশিষ্ট্য হল একশৃঙ্গ গন্ডার। এছাড়া এখানে বুনো শুকর, চিতল হরিণ, সজারু, নোনা জলের কুমির, বাঘ দেখতে পাওয়া যায়।

 

পলাশীর যুদ্ধ কবে হয় ?

উত্তে. ১৭৫৭ সালের ২৩ শে জুন স্বাধীন ভারতের শেষ নবাব সিরাজউদ্দৌলা এবং ফরাসিদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যুদ্ধ হয়েছিল বলেই সেই কারণে নাম হয়েছিল পলাশীর যুদ্ধ। এই যুদ্ধের সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়।

 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কয়েকটি গ্রন্থের নাম কি ? 

উত্তর. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থের নাম হল দুর্গেশনন্দিনী, এছাড়াও কপালকুণ্ডলা, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, দেবী চৌধুরানী, বিষবৃক্ষ ও মৃণালিনী প্রভৃতি গ্রন্থও রচনা করেন।

 

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।

SSC MTS GK Class – 03 

০১) কোষ বাদের প্রবক্তা কে ?

উত্তর. সোয়ান ও স্লেইডেন

০২) যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে ?

উত্তর. বাবর

০৩) জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে ?

উত্তর. যকৃত

০৪) ভারতবর্ষের রেলওয়ে বোর্ড কবে গঠিত হয় ?

উত্তর.১৯০৫ সালে

০৫) পলাশীর যুদ্ধ কবে শুরু হয় ?

উত্তর. ১৭৫৭ সালের ২৩ শে জুন

০৬) ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন কে ?

উত্তর. রজনীকান্ত

০৭) ICAR – SBI এর প্রথম মহিলা ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে ?

উত্তর. জি হেমাপ্রভা

০৮) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর. আসাম 

০৯) কোন ভারতীয় ক্রিকেটার  টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক হলেন ?

উত্তর. বিরাট কোহলি

১০) জাতিসংঘ দিবস পালন করা হয় কত তারিখে ?

উত্তর. ২৪ শে অক্টোবর

১১) ভারতের কোন রাজ্যে SEZ প্রথম গঠিত হয় ?

উত্তর. গুজরাট 

১২) মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতিতে ?

উত্তর. বিলিরুবিন

১৩) রাজঘাট নামে পরিচিত কোন ভারতীয় মহান ব্যক্তির সমাধিস্থল ?

উত্তর. মহাত্মা গান্ধী

১৪) পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি ?

উত্তর. হাওয়াই দ্বীপের মৌনালোয়া

১৫) চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত ?

উত্তর. বন সংরক্ষণ 

১৬) বেতনের ক্ষেত্রে DA পুরো নাম কি ?

উত্তর. Dearness allowance

১৭) বিশ্বের দীর্ঘতম নৌবন্দর কোনটি ?

উত্তর. পোর্ট অফ নিউইয়র্ক এন্ড নিউ জার্সি

১৮) অজিন কি ?

উত্তর. হরিণের চামড়া

১৯) রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?

উত্তর. তাঞ্জোর

২০) ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি ?

উত্তর. পেরিয়ার

২১) ৩২ তম বিহারী পুরস্কারে ভূষিত হয়েছেন কে ?

উত্তর. ডঃ মাধব হাদা

২২) রবীন্দ্রনাথ ঠাকুর কাকেভারত পথিকবলে সম্মান জানিয়ে ছিলেন  ?

উত্তর. রামমোহন রায়

২৩) রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের ছবিগুলি কে এঁকেছিলেন ?

উত্তর. নন্দলাল বসু

২৪) গরুর দুধের বর্ণ হালকা হলুদ এর কারণ কি ?

উত্তর. রাইবোফ্লাবিন থাকে

২৫) কুমার বোস কোন বাদ্যযন্ত্রের
সাথে যুক্ত ? 

উত্তর. তবলা 

২৬) কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল ?

উত্তর. FORTRAN

২৭) E গতিশক্তি সম্পন্ন একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে ?

উত্তর. 4 E

২৮) স্বাধীন ভারতে কবে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল ?

উত্তর. ১৯৬২  

২৯) গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ভারতের স্থান কত ?

উত্তর. ৪০ 

৩০) ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে ?

উত্তর. কার্বন, সালফার, নাইট্রোজেন

MORE GK:- SSC MTS GK 2023 Class – 02

Leave a Comment