Science Gk for WBP and RRB Part – 01

Science Gk for WBP and RRB Part – 01

Science Gk for WBP and RRB Part - 01
Science Gk for WBP and RRB Part – 01

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে Science Gk for WBP and RRB Part – 01, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলওয়ের কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিভাগের ৩০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, 

এই তালিকার মধ্যে স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ, ভরবেগের সংরক্ষণ সূত্রটি কার, সিনেমা হলে পর্দা সাদা ও অমসৃণ হয় কেন ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলওয়ের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

Science Gk for WBP and RRB Part – 01

০১) টি স্কেলার রাশির উদাহরণ দাও ?

উত্তর.
কার্য, সময়, ভর

০২) টি ভেক্টর রাশির উদাহরণ দাও ?

উত্তর.
বেগ, সরণ, ওজন

০৩) কোন লিফট সমত্বরনে নিচের দিকে নামলে লিফটে থাকা ব্যক্তির আপাতন ওজন কি হবে ?

উত্তর.
কমে যাবে

০৪) নিউটন তার গতিসূত্র গুলি সর্বপ্রথম কোন গ্রন্থে প্রকাশ করে ?

উত্তর.
প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা

০৫) সিনেমা হলে পর্দা সাদা অমসৃণ হওয়ার কারণ কি ?

উত্তর.
সম্পূর্ণ প্রতিফলিত করে

০৬) দুটি সমান্তরাল আয়নার মাঝে যদি কোন একটি বস্তু রাখা হয় তাহলে তার প্রতিচ্ছবি কটি তৈরি হবে ?

উত্তর.
অসংখ্য

০৭) ভরবেগের সংরক্ষণ সূত্রটি কার ?

উত্তর.
নিউটনের তৃতীয় গতিসূত্র

০৮) বস্তুর ভর কোন রাশির দ্বারা সূচিত হয় ?

উত্তর.
প্রযুক্ত বল / ত্বরণ

০৯) দূরত্বের সবচেয়ে বড় একক কি ?

উত্তর.
পারসেক

১০) আলোকরশ্মি প্রাথমিক রং গুলি কি কি ?

উত্তর.
লাল, নীল, সবুজ

১১) ৫০ গ্রাম ভরের কোন বস্তুর ওপর এক নিউট্রন বল প্রয়োগ করলে বস্তুতে উৎপন্ন ত্বরণ কত হবে ?

উত্তর.
20m/s²

১২) আর্গ কিসের একক ?

উত্তর.  কার্যের
একক

১৩) বিভিন্ন রাশির মধ্যে একটি ভেক্টর রাশির উদাহরণ দাও ?

উত্তর.
তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য

১৪) সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি কোনটি ?

উত্তর.
সিজিয়াম ঘড়ি

১৫) দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?

উত্তর.
অবতল দর্পণ

১৬) 1 A⁰ = ?

উত্তর.
10-⁸ cm

১৭) হাবল কি ?

উত্তর.
মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র

১৮) কোন অশ্বারোহি পিছন দিকে হেলে পড়েন যখন অশ্ব দৌড়াতে শুরু করে , এর কারণ কি ?

উত্তর.
স্থিতিজাড্য

১৯) একটি বস্তুর গতিবেগ ২০ / সেকেন্ড , বস্তুতির মন্দন 4m/s² হলে , সেকেন্ড পর ওই বস্তুটির গতিবেগ কত হবে ?

উত্তর.
12 m /s

২০) অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি ?

উত্তর.
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

২১) একটি বোমা বিস্ফোরিত হয়ে চারটি টুকরো ভেঙে গেল, এতে কোন রাশিটি সংরক্ষিত থাকবে ?

উত্তর.
ভরবেগ

২২) একটি ১০ কেজি ভরের বস্তুকে একটি অমসৃণ আনুভূমিক তলের উপর রেখে ওর উপর 10 N আনুভূমিক বল প্রয়োগ করা হলো, বস্তুটি গতিশীল না হলে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কত হবে ?

উত্তর.
10 N

২৩) কোনটি একক বিহীন রাশি ?

উত্তর.
আপেক্ষিক গুরুত্ব

২৪) মেন্ডেলিফের পর্যায় সারণির আধুনিক ভাষ্য রূপে কয়টি পর্যায় কয়টি শ্রেণী আছে ?

উত্তর.
৭ টি পর্যায় ও
৯ টি শ্রেণী

২৫) মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় ?

উত্তর.
উত্তল লেন্স

২৬) একজন স্বাভাবিক মানুষ সর্বাপেক্ষা কত নিকট থেকে কোনো বস্তু স্পষ্ট দেখতে পায় ?

উত্তর.
২৫ সেমি

২৭) SI পদ্ধতিতে সহযোগী একক সংখ্যা কয়টি ?

উত্তর.

২৮) সুষম বৃত্তাকার পথে কোনো বস্তু পরিভ্রমণ করলে কোন রাশি একই থাকবে ?

উত্তর.
দ্রুতি

২৯) দীর্ঘ পর্যায় সারণিতে গ্রুপের সংখ্যা কয়টি ?

উত্তর.
১৮ টি

৩০) ছায়ার উৎপত্তি প্রমাণ করে কি ?

উত্তর.
আলোকের অপবর্তন ভালো মোটামুটি সরলরেখায়
চলে


File Name: Science Gk for WBP and RRB Part – 01

File Size: 1.6 Mb

File Formate: Pdf

No Of Pages: 04

Download Pdf: Click To Download

More PdfDownload Link
100+ General knowledge RRB & WBP KPClick Here
General Knowledge For ScienceClick Here

Leave a Comment