ভারতের ৭৫টি রামসার সাইট তালিকা 2022 PDF
ভারতের ৭৫টি রামসার সাইট তালিকা 2022 |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের ৭৫টি রামসার সাইট তালিকা 2022 PDF, যেখানে ২০২২ সালে ভারতের মোট 75 টি রামসার সাইটের তালিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে,
এই তালিকার মধ্যে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মোট রামসার সাইটের সংখ্যা কয়টি, উলার হ্রদ ও চিলকা হ্রদ ভারতের কোন রাজ্যে রামসার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ,এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
ভারতের ৭৫টি রামসার সাইট তালিকা 2022
রাজ্যের নাম | সাইটের সংখ্যা | রামসার সাইট |
---|---|---|
পশ্চিমবঙ্গ | ২ | সুন্দরবন,পূর্ব কলকাতা জলাভূমি |
জম্মু ও কাশ্মীর | ৫ | উলার হ্রদ, হোকেরসার জলাভূমি, হাইগাম ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভ, সুরিনসার-মানসার হ্রদ, শালবুগ ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভ |
গুজরাত | ৪ | খিজাদিয়া, থোল হ্রদ, ওয়াধভানা জলাভূমি, নল সরোবর |
লাদাখ | ২ | সো কর, সোমোরিরি হ্রদ |
আসাম | ১ | দীপর বিল |
পাঞ্জাব | ৬ | কাঞ্জলি ওয়েটল্যান্ড, বিয়াস কনজারভেশন রিজার্ভ, নাঙ্গল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, হরিকে ওয়েটল্যান্ড, কেশোপুর-মিয়ানি কমিউনিটি রিজার্ভ, রোপার ওয়েটল্যান্ড |
ত্রিপুরা | ১ | রুদ্রসাগর হ্রদ |
হিমাচল প্রদেশ | ৩ | চন্দ্র তাল, রেণুকা হ্রদ, পং ড্যাম হ্রদ |
মণিপুর | ১ | লোকটাক হ্রদ |
মিজোরাম | ১ | পালা জলাভূমি |
মধ্য প্রদেশ | ৪ | ভোজ জলাভূমি, যশবন্ত সাগর, সখ্য সাগর, সিরপুর হ্রদ |
অন্ধ্র প্রদেশ | ১ | কোলেরু হ্রদ |
ওড়িশা | ৬ | চিল্কা হ্রদ, হীরাকুদ জলাধার, আনশুপা হ্রদ, তামপাড়া হ্রদ, ভিতরকণিকা ম্যানগ্রোভ, সাতকোশিয়া ঘাট |
রাজস্থান | ২ | সম্বর হ্রদ, কেওলাদেও জাতীয় উদ্যান |
গোয়া | ১ | নন্দা হ্রদ |
হরিয়ানা | ২ | সুলতানপুর জাতীয় উদ্যান, ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য |
কেরল | ৩ | অষ্টমুদি হ্রদ, সাস্থমকোট্টা হ্রদ, ভেম্বনাড়-কোল হ্রদ |
কর্ণাটক | ১ | রঙ্গনাথিট্টু পাখির অভয়ারণ্য |
তামিলনাড়ু | ১৪ | পল্লিকারানাই মার্শ রিজার্ভ ফরেস্ট, ভেম্বানুর জলাভূমি কমপ্লেক্স, মান্নার সামুদ্রিক জীবজগৎ সংরক্ষিত উপসাগর, পয়েন্ট সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্স,, কাঞ্জিরঙ্কুলাম পাখিরালয়, কারিকিলি পাখিরালয়, কুন্থনকুলাম পাখিরালয়, ভাদুভুর পাখির অভয়ারণ্য, পিচাভারাম ম্যানগ্রোভ, উদয়মর্থন্দপুরম পাখির অভয়ারণ্য, চিত্রাঙ্গুড়ি পাখিরালয়, বেদান্থঙ্গল পাখির অভয়ারণ্য, ক্যালিমেরে বন্যপ্রাণী এবং পাখির অভয়ারণ্য, ভেলোড পাখি অভয়ারণ্য |
উত্তর প্রদেশ | ১০ | উচ্চ গঙ্গা নদী, সমন পাখিরালয়, বাখিরা অভয়ারণ্য, হায়দারপুর জলাভূমি, সুর সরোবর, নবাবগঞ্জ পাখিরালয়, সমসপুর পাখিরালয়, সান্দি পাখিরালয়, পার্বতী আরগা পাখিরালয়, সরসাই নাওয়ার ঝিল |
বিহার | ১ | কানওয়ার হ্রদ |
উত্তরাখণ্ড | ১ | আসান ব্যারেজ |
মহারাষ্ট্র | ৩ | লোনার হ্রদ, নান্দুর মাধমেশ্বর, থানে ক্রিক |
File Name: ভারতের ৭৫টি রামসার সাইট তালিকা 2022
More Pdf | Download Link |
---|---|
ভারতে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান PDF | Click Here |
ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী সংস্থা PDF | Click Here |