ANM and GNM Practice Set – 02

ANM and GNM:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ANM and GNM Practice Set – 02, যেখানে জয়েন এন্ট্রান্স ANM and GNM প্র্যাকটিস সেট পর্ব ০২ এর গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Job News
Join Our Facebook Group

ANM and GNM

যেগুলি পরবর্তী যেকোনো WBJEE পরীক্ষার প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

 

পৃথিবীর সবচেয়ে বড়  স্বাদু জলের হ্রদের নাম কি ?

উত্তর. সুপিরিয়র হ্রদ হল পৃথিবীর সবচেয়ে বড়  স্বাদু জলের হ্রদ, যেটা উত্তর আমেরিকা তথা পৃথিবীর সর্ববৃহৎ হ্রদ। এটি উত্তর আমেরিকার কানাডা প্রদেশের ওন্টারিও এবং দক্ষিণে উইসকনসিন ও মিচিগানের মধ্যে অবস্থিত। ক্ষেত্রফলের দিক থেকে সুপিরিয়র হ্রদ পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ।

 

ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে ?

উত্তর. ভারতীয় রাজনীতিতে আধিপত্য বিস্তারের চেষ্টায় ১৭৬৫ খ্রিস্টাব্দের ১২ ই আগস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যায় রাজস্ব আদায়ের অধিকার অর্থাৎ দেওয়ানি লাভ করে। পার্সিভ্যাল স্পিয়ারের মতে, এই সময় থেকেই শুরু হয় ক্ষমতাহীন দায়িত্ব ও দায়িত্বহীন ক্ষমতার নির্লজ্জ অধ্যায়। ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, রাজনীতির প্রকৃত নিয়ন্ত্রক, রাজনৈতিক রূপান্তর ও একক ক্ষমতাশালী, সকল ক্ষমতার অধিকারী ছিল দেওয়ানি লাভের রাজনৈতিক গুরুত্ব।

 

বিশ্ব ক্যান্সার দিবস কোন দিন পালন করা হয় ?

উত্তর. প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস পালন হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই দিনেই  ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেনস্ট ক্যান্সার প্রতিরোধক ব্যক্তিদের জীবন ধরার মান উন্নয়নের জন্য সহায়তা করে থাকে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

 

ANM and GNM Practice Set – 02

 

০১) পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি ?

উত্তর. বরবুদুরের স্তূপ

০২) বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয় ?

উত্তর. ১৪ই জুন

০৩) ভারতের উদ্যান নগরী কাকে বলা হয় ?

উত্তর. বেঙ্গালুরু

০৪) পৃথিবীর সবচেয়ে বড়ো স্বাদু জলের হ্রদের নাম কি ?

উত্তর. সুপিরিয়র

০৫) কত সালে খড়গপুরে রেলের কারখানা তৈরি হয় ?

উত্তর. ১৯০০ সালে

০৬) বিবর্তনবাদের তত্ত্ব কে দিয়েছেন ?

উত্তর. চার্লস ডারউইন

০৭) বিশ্ব ক্যান্সার দিবস কোন দিন পালন করা হয়?

উত্তর. ফেব্রুয়ারি

০৮) কোন দেশ  স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকা কে উপহার দেয় ?

উত্তর. ফ্রান্স

০৯) ফ্রান্সের জাতীয় প্রতীক কোনটি ?

উত্তর. লিলি ফুল

১০) হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন কে ?

উত্তর. স্বামী শ্রদ্ধানন্দ

১১) কে প্রথম কেঁচো কে কৃষক বন্ধু বলে অভিহিত করেন ?

উত্তর.
চার্লস ডারউইন

১২স্তন্যপায়ী প্রাণীদের কয় ধরণের দাঁত থাকে ?

উত্তর.
চার
ধরণের

১৩) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানী লাভ করে ?

উত্তর.
১৭৬৫ সালে

১৪) কোন আইন কে ব্ল্যাক বিল বলা হয় ?

উত্তর.
 
রাওলাট আইন

১৫) ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানাধীকারি দেশ কোনটি ?

উত্তর.
চীন

১৬)  রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?

উত্তর.
সেতার

১৭) The Shadow lines বইটি কার লেখা ?

উত্তর.
অমিতাভ
ঘোষ

১৮) ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?

উত্তর.
টরিসেলি

১৯)  মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি ?

উত্তর.
 
ক্যালসিয়াম কার্বনেট

২০) শিবাজীর রাজ্যভিষেক হয় কত সালে ?

উত্তর.
১৬৭৪
সালে

২১)
বর্তমানে ভারতের অর্থমন্ত্রী কে
?

উত্তর.
নির্মলা
সিতারমন

২২) মানবদেহের কোথায় নিউমোনিয়া রোগ আক্রমণ করে  ?

উত্তর.
ফুসফুসে

২৩) কোন মৌলের নিউক্লিয়াসে নিউটন থাকেনা ?

উত্তর. হাইড্রোজেন

২৪) গির অরণ্য কোথায় অবস্থিত ?

উত্তর. গুজরাট

২৫) বিদেশে রাষ্ট্রদূত কে নিয়োগ করেন ?

উত্তর. রাষ্ট্রপতি                                                   

২৬) কোন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে ?

উত্তর. প্রোটিন

২৭)  দুধ কোন ধরনের দ্রবণ ?

উত্তর. কলয়ডিয় দ্রবণ

২৮) পর্ণমোচী বৃক্ষের একটি উদাহরণ দাও ?

উত্তর. শাল

২৯) World Trade Organisation এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর. জেনেভা

৩০)  নিউটনের প্রথম সূত্র থেকে কীসের ধারণা পাওয়া যায় ?

উত্তর. জড়তা

MORE PDF:- ANM and GNM Practice Set Part -01

Leave a Comment