বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের অবস্থান PDF
বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের অবস্থান
বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের অবস্থান |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের অবস্থান PDF, যেখানে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে, বায়ুমণ্ডল তথা পৃথিবীর কয়টি স্তর ও কি কি বা বায়ুমণ্ডল কাকে বলে তথা বায়ুমণ্ডলের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তরের নাম কি , আমরা বায়ুমন্ডলের কোন স্তরে বাস করি অতঃপর বায়ুমণ্ডলের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, স্তরের নাম কি এবং ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ওজোন স্তর, মেসোস্ফিয়ার কি তথা রেডিও তরঙ্গ আমরা কোন স্তর থেকে পাই, বায়ুমণ্ডলের উপাদান সমূহ, জেট প্লেন বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে যায়, এই সমস্ত তথ্য অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF ফাইল আকারে প্রদান করছে, যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in
বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের অবস্থান
০১) ট্রপোস্ফিয়ার : পৃথিবীর ঠিক উপরিতল থেকে
প্রায় ১৮ কিলোমিটার উচ্চতা
পর্যন্ত এই স্তর বিস্তৃত। যতই
উঁচুতে ওঠা যায়, এই
স্তরের বায়ুর তাপমাত্রা ততোই
হ্রাস পায়। (প্রতি
কিমি তে ৬.৪⁰C
) স্তরেই ঝড়ঝঞ্জা, মেঘ প্রভৃতি দুর্যোগ
সৃষ্টি হয় ।
০২) ট্রপোপজ : ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার এর সীমানা নির্ধারক
স্তর ।
০৩) স্ট্রাটোস্ফিয়ার : পৃথিবীর উপরিভাগ থেকে ১৮ কিলোমিটার
উচ্চতার পর থেকে প্রায়
৫০ কিমি উচ্চতা পর্যন্ত
এই স্তরের বিস্তার।
এই স্তরের বায়ুর উষ্ণতা
ক্রমশ বাড়তে থাকে ।
এই স্তরে বায়ুতে কোনো
জলীয়বাষ্প থাকে না।
একে শান্ত মন্ডল বলে
। এই স্তরের
মধ্যে ওজোন স্তর অবস্থান
করে।
০৩) স্ট্রাপোপজ : স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এর মধ্যবর্তী
সীমানা নির্ধারক স্তর ।
০৪) মেসোস্ফিয়ার : ভূপৃষ্ঠের উপরিতলের ৫০ কিমি এর
পর থেকে ৮০ কিমি
পর্যন্ত এই স্তরের বিস্তার। এই
স্তরে পুনরায় তাপমাত্রা হ্রাস পায় এবং
সর্বোচ্চ অংশের তাপমাত্রা ১০০⁰
তে পৌঁছায় ।
০৫) মেসোপজ : মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার এর
মধ্যবর্তী সীমানা নির্ধারক স্তর
০৬) আয়োনোস্ফিয়ার : এই স্তরে মেসোপজ
এর উপর থেকে ৫০০
কিমি পর্যন্ত বিস্তৃত। এই
স্তরের মধ্যে আয়নীভুত গ্যাস
রয়েছে, এই গ্যাস উল্কাপাত
থেকে পৃথিবীকে রক্ষা করে ।
এই স্তরে বেতার সংযোগ
এর সাহায্য করে। এই
স্তর থেকেই মরুজ্যোতি সৃষ্টি
হয় ।
০৭) থার্মোস্ফিয়ার : আয়নোস্ফিয়ার এর মধ্যবর্তী স্তর
কে থার্মোস্ফিয়ার বলে। এই
স্তরের বায়ুর উষ্ণতা ১২০০⁰
সেন্টিগ্রেট ।
০৮) এক্সোস্ফিয়ার : থার্মোস্ফিয়ার এর উপরে প্রায়
৭৫০ কিমি পর্যন্ত এই
স্তর বিস্তৃত । এই
স্তরে হিলিয়াম হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়।
এই স্তরেও উষ্ণতা ধীরে
ধীরে বৃদ্ধি পায় ।
০৯) ম্যাগনেটোস্ফিয়ার : বায়ুমণ্ডলের শেষ স্তর হল
ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ
১০,০০০ কিমি পর্যন্ত
এই স্তর বিস্তৃত
File Name: বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের অবস্থান
File Size: 600 Kb
File Formate: Pdf
No Of Pages: 2
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
পৃথিবীর বিখ্যাত মরুভূমির তালিকা PDF | Click Here |
[PDF] General Knowledge For Exam Preparation 2021 | Click Here |