EXAM PREPARETIONSSC

SSC Group-D GK Class-02 2022

SSC Group-D GK Class-02 2022

SSC Group-D GK Class-02 2022
SSC Group-D GK Class-02 2022


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC Group-D GK Class -02 2022, যেখানে SSC Group-D GK এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো SSC প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

SSC Group-D GK Class -02 2022

০১) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর. মহাপদ্ম
নন্দ

০২) নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন ?

উত্তর. ধননন্দ

০৩) চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?

উত্তর. ৩২৪
খ্রিস্টপূর্বাব্দে

০৪) বিন্দুসার কে অমৃতাঘাত উপাধি কারা দেন ?

উত্তর. গ্রীকরা

০৫) চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন ?

উত্তর. মেগাস্থিনিস

০৬) অজাত শত্রু কে ছিলেন ?

উত্তর. বিম্বিসারের
পুত্র

০৭) পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন ?

উত্তর. উদয়
ভদ্র

০৮) মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?

উত্তর. সম্রাট
অশোক

০৯) বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?

উত্তর. হর্ষঙ্ক
বংশ

১০) মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল ?

উত্তর. পাটলিপুত্র

১১) ভারতীয় সংবিধান কার্যকরী হয় কত সালে ?

উত্তর. ১৯৫০
সালের ২৬ শে জানুয়ারি

১২) Father of the Constitution of India কাকে বলা হয় ?

উত্তর. ডঃ
বি আর আম্বেদকর

১৩) ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতীক কি ?

উত্তর. রাজ্যসভা

১৪) সরকারের নতুন আর্থিক বছর শুরু হয় কত তারিখ থেকে?

উত্তর. ১লা
এপ্রিল

১৫) আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কে মগধের রাজা ছিল ?

উত্তর. ধন
নন্দ

১৬) লোকসভার সদস্য প্রার্থীদের অন্তত
কত বছর হতে হবে
?

উত্তর. 25 বছর

১৭) ভারতের নিয়ন্ত্রক মহা গণনা পরীক্ষককে কে নিযুক্ত করেন ?

উত্তর. রাষ্ট্রপতি

১৮) The story of the Integration of the Indian States বইটির লেখক কে ?

উত্তর. ভি
পি মেনন

১৯) কেরালার পর ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ?

উত্তর. মিজোরাম

২০) ভারতীয় পার্লামেন্টের কটি কক্ষ আছে ?

উত্তর. দুটি

২১) রাষ্ট্রপতি সর্বমোট কতজন সদস্য কে পার্লামেন্টে মনোনীত করতে পারেন ?

উত্তর. ১৪
জন

২২) প্রতিপাদ স্থানের সময়ের ব্যবধান কত ঘন্টা ?

উত্তর. ১২
ঘণ্টা

২৩) সুমেরুতে ধ্রুবতারার উন্নতি কোণের মান কত ?

উত্তর. ৯০
উত্তর

২৪) জাপানের প্রতিদিন গড়ে কতবার ভূমিকম্প হয় ?

উত্তর. ২০
বার

২৫) কত সালে ভূমিকম্পে কচ্ছের রন অঞ্চল বসে গিয়ে জলাভূমির সৃষ্টি করেছে ?

উত্তর. ১৮১৯
সালে

২৬) জীবাশ্ম দেখা যায় কোন শিলায় ?

উত্তর. পাললিক
শিলা

২৭) ভূমিকম্পের কেন্দ্র সাধারণত ভূপৃষ্ঠ থেকে কত কিমি এর মধ্যে হয় ?

উত্তর. 16 কিমি

২৮) প্রাথমিক শিলা কোন শিল্পকে বলা হয় ?

উত্তর. আগ্নেয়
শিলা

২৯) কয়লার রূপান্তরিত রূপ কি ?

উত্তর. গ্রাফাইট

৩০) ভূত্বকের গড় গভীরতা কত ?

উত্তর. ৬০ কিমি

৩১) লাভা গঠিত শিলার নাম কি ?

উত্তর. ব্যাসল্ট

৩২) উত্তর থেকে দক্ষিনে হিমালয় পর্বত কে কয় ভাগে ভাগ করা হয় ?

উত্তর.
ভাগে

৩৩) কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?

উত্তর. নর্মদা

৩৪) জাপানের ফুজিয়ামা কি ধরনের আগ্নেয়গিরি ?

উত্তর. সুপ্ত

৩৫) একটি স্তুপ পর্বত এর উদাহরণ দাও

উত্তর. সাতপুরা
পর্বত

৩৬) কলম্বিয়ার স্নেক মালভূমি কি জাতীয় মালভূমি ?

উত্তর. মহাদেশীয়

৩৭) বঙ্কিমচন্দ্রের কোন বিখ্যাত রচনা অন্যতম প্রধান চরিত্র তিলোত্তমা ?

উত্তর. দুর্গেশনন্দিনী

৩৮) কোন বাঙালি লেখক এর ছদ্মনাম কালপেঁচা ?

উত্তর. বিনয়
ঘোষ

৩৯) কোন কবি ধুমকেতু ছদ্মনামে লিখতেন ?

উত্তর. নজরুল
ইসলাম

৪০) Death of a Salesman নাটকের রচয়িতা কে ?

উত্তর. হেনরি
মিলার

৪১) বাংলার এক কোভিদ লেখনীতে চরিত্রের নাম নীরা, কবির নাম কি ?

উত্তর. সুনীল
গঙ্গোপাধ্যায়

৪২) পিটুইটারি গ্রন্থির ক্ষরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত ?

উত্তর. হাইপোথ্যালামাস

৪৩) দেহের তরুণাস্থি অস্থির বৃদ্ধিতে সাহায্য করে কোন্ হরমোন ?

উত্তর. সোমাটোট্রফিক
হরমোন

৪৪) শৈশবে STH-এর বেশি ক্ষরণে কী অস্বাভাবিকত্ব দেখা যায় ?

উত্তর. অতিকায়ত্ব
বা জাইগ্যানটিজম

৪৫) STH-এর পুরো নাম কী ?

উত্তর. সোমাটোট্রফিক
হরমোন

৪৬) প্রাপ্তবয়স্কদের STH-এর অধিক ক্ষরণে যেঅস্বাভাবিকত্ব দেখা যায়, তার নাম কী ?

উত্তর. অ্যাক্রোমেগালি

৪৭) অগ্র পিটুইটারি নিঃসৃত কোন্ ট্রফিক হরমোন স্টেরয়েড হরমোনগুলির নিঃসরণ নিয়ন্ত্রণ করে?

উত্তর. ACTH

৪৮) গোনাডোট্রফিক হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?

উত্তর. পিটুইটারি
গ্রন্থির অগ্রখণ্ডক থেকে

৪৯) LH-এর কাজ কী?

উত্তর. স্ত্রীদের
দেহে এই হরমোন করপাস
লুটিয়াম গঠনে এবং তা
থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য
করে

৫০) রক্তবাহ সংকোচক নামে কোন্ নিউরোহরমোন পরিচিত ?

উত্তর. ADH


File Name: SSC Group-D GK Class-02

File Size: 1.6 Mb

File Formate: PDF

No Of Pages: 06

Download Pdf: Click To Download

More PdfDownload Link
SSC CGL GK 2022 Class – 01Click Here
SSC MTS 2021 GK প্রশ্ন উত্তরClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button