EXAM PREPARETIONSSC

SSC Group – D Gk Class – 03

SSC Group – D Gk Class – 03

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC Group - D Gk Class - 03
SSC Group – D Gk Class – 03


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC Group – D Gk Class – 03, যেখানে স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ ডি 2022 পর্ব – ৩ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৪০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো SSC প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

SSC Group – D Gk Class – 03

০১) শল্কমোচন কোন শিলায় বেশি
দেখা যায় ?

উত্তর.
গ্রানাইট

০২) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি
?

উত্তর.
মঙ্গল

০৩) ভারতের প্রথম পাটকল
কোথায় স্থাপিত হয় ?

উত্তর.
রিষরা

০৪) মালাবার উপকূলে অবস্থিত বন্দরটির
নাম কি ?

উত্তর.
পোর্ট কোচি

০৫) চেন্নাই শহর কোন উপকূলে
অবস্থিত ?

উত্তর.
করমন্ডল উপকূল

০৬) উচ্চ পার্বত্য অঞ্চলে
কোন অববাহিকা বেশি দেখা যায়
?

উত্তর.
যান্ত্রিক

০৭) ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য
রিখটার স্কেলে কটি ভাগ
থাকে ?

উত্তর.
10 টি

০৮) তিলপাড়া বাঁধ কোন নদীতে
অবস্থিত ?

উত্তর.
ময়ূরাক্ষী

০৯) Geological
Survey of India বা ভারতীয় ভূতত্ত্ব সমীক্ষণ সংস্থা কবে স্থাপিত
হয় ?

উত্তর.
১৮৫১

১০) তিনবিঘা করিডোর কোন দুটি
দেশের মধ্যে অবস্থিত ?

উত্তর.
ভারত ও বাংলাদেশ

১১) জোজিলা গিরিপথ কোন
দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা
করেছে ?

উত্তর.
শ্রীনগর ও লে

১২) ইতালির রাজধানী রোম
কোন নদীর তীরে অবস্থিত
?

উত্তর.
টাইবার

১৩) বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদের
নাম কি ?

উত্তর.
সুপিরিয়র হ্রদ

১৪) টেরারোজা কি ?

উত্তর.
মাটি

১৫) বায়ুতে 0⁰ তাপমাত্রায় শব্দের গতিবেগ কত
?

উত্তর.
৩৩১ মিটার/সেকেন্ড

১৬) SONAR
এর পুরো নাম কি
?

উত্তর.
Sound navigation and ranging

১৭) কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের পূর্ণ
পাচন কোথায় হয় ?

উত্তর.
ক্ষুদ্রান্তে

১৮) দুধের ঘনত্ব মাপা
হয় কোন যন্ত্রের সাহায্যে
?

উত্তর.
ল্যাকটোমিটার

১৯) কোন বস্তুর গতিশক্তি
120 J এবং ভর 15 kg, তাহলে বস্তুটির বেগ
কত ?

উত্তর.
4 মিটার/সেকেন্ড

২০) M
কক্ষে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন
থাকতে পারে ?

উত্তর.
১৮

২১) উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?

উত্তর.
মহানন্দা

২২) কোন জেলাকে পশ্চিমবঙ্গের
মুকুট বলা হয় ?

উত্তর.
কলকাতা

২৩) ভারতের রাজ্যগুলির মধ্যে
পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের
সীমানা যুক্ত রাজ্য কোনটি
?

উত্তর.
ঝাড়খন্ড

২৪) কোনটি বিশ্বের তৃতীয়
উষ্ণতম স্থান হিসাবে রেকর্ড
করা হয়েছে ?

উত্তর.
চন্দ্রপুর

২৫) অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স ২০২২ জয়ী হয়েছেন
কোন ব্যক্তি ?

উত্তর.
চার্লস ল্যাক্লের

২৬) BBC
ইন্ডিয়ান স্পোর্টসম্যান অফ দা ইয়ার
২০২১ পুরস্কার কে পেলেন ?

উত্তর.
মীরাবাঈ চানু

২৭) ২০২২ ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ
জয়ী দেশের নাম কী
?

উত্তর.
অস্ট্রেলিয়া

২৮) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত সালে
স্টান্ড অফ ইন্ডিয়া প্রকল্প
চালু করেছিলেন ?
উত্তর. ২০১৬ সালে

২৯) কাকে ২০২১ সালের
জন্যে সরস্বতী সম্মান পুরস্কার প্রদান
করা হবে ?

উত্তর.
রামদরস মিশ্র

৩০) ‘ধূসর পান্ডুলিপি’ কাব্য
গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর.
জীবনানন্দ দাশ

৩১) গ্রিসের রাজধানীর নাম কি ?

উত্তর.
এথেন্স

৩২) .
ভারতের উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর
?

উত্তর.
৫ বছর

৩৩) ভিটামিন A এর রাসায়নিক নাম
কি ?

উত্তর.
রেটিনাল

৩৪) প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা
করেন ?

উত্তর.
আত্মারাম পান্ডুরঙ্গ

৩৫) কোন রাজ্যের লিভিং
রুট ব্রিজ ইউনেস্কো ওয়ার্ল্ড
হেরিটেজ সাইটে অস্থায়ী তালিকায়
অন্তর্ভুক্ত করা হয়েছে ?

উত্তর.
মেঘালয়

৩৬) National
science Day কবে পালন করা হয়
?

উত্তর.
28 ফেব্রুয়ারি

৩৭) মুর্শিদাবাদের সদর শহরের নাম
কি ?

উত্তর.
বহরমপুর

৩৮) প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা
কে ?

উত্তর.
সত্যজিৎ রায়

৩৯)  অনিলা
দেবী কার ছদ্মনাম ?

উত্তর.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৪০) সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত
সালে ?

উত্তর.
১৮৫৫ সালে


File Name: SSC Group – D Gk 

File Size: 1.5 Mb

File Formate: Pdf

Class: 03

No Of Pages: 05

Download Pdf: Click To Download

More PdfDownload Link
SSC Group-D GK Class-02Click Here
RRB NTPC 2021 Solved PaperClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button