কলকাতা পুলিশ ২০২২ বিজ্ঞান প্র্যাকটিস সেট পর্ব – ০৩
কলকাতা পুলিশ ২০২২ বিজ্ঞান প্র্যাকটিস সেট পর্ব – ০৩ |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে কলকাতা পুলিশ ২০২২ বিজ্ঞান প্র্যাকটিস সেট পর্ব – ০৩, যেখানে কলকাতা পুলিশ ২০২২ প্র্যাকটিস সেট পর্ব – ০৩ বিজ্ঞান বিভাগের কিছু গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,
এই তালিকার মধ্যে দইতে কোন অ্যাসিড থাকে, মানুষের স্বাভাবিক রক্তচাপের পরিমাণ কত, অক্টোপাসের কয়টি হৃদপিণ্ড আছে, বীজহীন ফল উৎপাদন করতে কোন হরমোন ব্যবহার হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
কলকাতা পুলিশ ২০২২ বিজ্ঞান প্র্যাকটিস সেট পর্ব – ০৩
০১) লোহাকে মোরচের হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতু ব্যবহার করা হয় ?
উত্তর.
ক্রোমিয়াম
০২) সিসা কিসের জৈব সংশ্লেষ বন্ধ করে দেয় ?
উত্তর.
হিমোগ্লোবিন
০৩) মাটি নিয়ে পড়াশোনা
করার বিদ্যাকে কি বলে ?
উত্তর.
পেডোলজি
০৪) কোন মৌল উভয়ধর্মী অক্সাইড গঠন করে ?
উত্তর.
অ্যান্টিমণি
০৫) কোন রোগের অপর নাম Big C ?
উত্তর.
ক্যান্সার
০৬) 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে ?
উত্তর.
20 ml
০৭) লাইসোজোম বলতে কী বোঝায় ?
উত্তর.
চোখের জলের প্রাপ্ত উৎসেচক
০৮) কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদান করে ?
উত্তর.
-৪০⁰
০৯) অক্টোপাসের কয়টি হৃদপিণ্ড আছে ?
উত্তর.
৩
১০) কোন ধাতুকে Metal
of Hope বলা হয় ?
উত্তর.
ইউরেনিয়াম
১১) অধিক উচ্চতায় গেলে নাক ও চোখ থেকে রক্তক্ষরণ হয় কেন ?
উত্তর.
বায়ুচাপ কমে যায়
১২) সালোকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম কি ?
উত্তর.
রেডোস্পাইরিলাম
১৩) মানুষের বিজ্ঞানসম্মত নাম কি ?
উত্তর.
হোমো সেপিয়েন্স
১৪) মানুষের রক্তের সান্দ্রতার জন্য দায়ী কি ?
উত্তর.
প্রোটিন
১৫) রক্তে কার্বন–ডাই–অক্সাইড প্রধানত কি রূপে বাহিত হয় ?
উত্তর.
বাই কার্বনেট
১৬) কপার সালফেট দ্রবণে জিংক যোগ করলে কিসের স্থানচ্যুত হয় ?
উত্তর.
তামা
১৭) হেপাটাইটিস বি ভ্যাকসিনের মাত্রা কয়টি ?
উত্তর.
৩
১৮) রক্তের অম্লতা বৃদ্ধি পেলে কি ঘটবে ?
উত্তর.
হিমোগ্লোবিনের অক্সিজেনের পরিবহনের ক্ষমতা কমবে
১৯) পাচিত খাদ্য শোষণ হয় কোথায় ?
উত্তর.
ক্ষুদ্রান্ত
২০) মাছের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে ?
উত্তর.
২
২১) মানুষের স্বাভাবিক রক্ত কিরূপ হয় ?
উত্তর.
ক্ষারীয়
২২) কোনো গ্যাসকে তরলে পরিণত করার শর্ত কি কি ?
উত্তর.
কম তাপমাত্রা ও উচ্চচাপ
২৩) লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কত দিন ?
উত্তর.
১২০ দিন
২৪) কিসে গ্রিনহাউস প্রভাবের নীতি প্রয়োগ করা হয় ?
উত্তর.
সোলার কুকার
২৫) মানুষের স্বাভাবিক রক্তচাপের পরিমাণ কত ?
উত্তর.
120/80 mm
২৬) সবচেয়ে বড় ভাইরাসের নাম কি ?
উত্তর.বসন্ত ভাইরাস
২৭) বীজহীন ফল উৎপাদন করতে কোন হরমোন ব্যবহার হয় ?
উত্তর.
অক্সিন
২৮) জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায় কে কি বলা হয় ?
উত্তর.
ভাইরাস
২৯) দইতে কোন অ্যাসিড থাকে ?
উত্তর.
ল্যাকটিক অ্যাসিড
৩০) কোন গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ?
উত্তর.
AB+
More Pdf | Download Link |
---|---|
Science GK for WBP and KP 2022 part – 02 সালোকসংশ্লেষ ও শ্বসন | Click Here |
Science Gk for WBP and RRB Part – 01 | Click Here |