প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন সমাজের প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা, যেখানে রেলওয়ে গ্রুপ ডি এর বিগত বছরগুলিতে আসা কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো RRB Group-D প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা
আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর. ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কলকাতাতে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। এটি ছিল ভারতের একটি দার্শনিক আলোচনা কেন্দ্র অর্থাৎ দার্শনিক বিষয়ের বিতর্ক ও আলোচনার অধিবেশন ও পরিচালনা করা
ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর. ১৮২৮ সালের ২০ আগস্ট একেশ্বরবাদ প্রচার এর উদ্দেশ্যে রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ব্রাহ্ম সমাজের সমাজের মূল উদ্দেশ্য ছিল ধর্ম সাধনার মূল ভিত্তি। ১৮৩৩ সালে রাজা রামমোহন রায়ের মৃত্যু হলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজের নেতৃত্ব দেন।
প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর. ১৮৬৭ সালে মানুষদের মধ্যে একেশ্বরবাদ বিশ্বাস করানোর উদ্দেশ্যে দাদোবা পান্ডুরং এবং তার ভাই আত্মরাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন এবং এরপরে মহাদেব গোবিন্দ রানাডে এই দলে যুক্ত হলে প্রার্থনা সমাজ আরো জনপ্রিয় হয়ে ওঠে ।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা
১) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
রাজা
রামমোহন
রায়
২) কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮১৫ সালে
৩) ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
রাজা
রামমোহন
রায়
৪) কত সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮২৮ সালে
৫) ভারতীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
কেশবচন্দ্র সেন
৬) ভারতীয় ব্রাহ্মসমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৬৬ সালে
৭) সাধারণ
ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
আনন্দ
মোহন
বোস
এবং
শিবনাথ
শাস্ত্রী
৮) সাধারণ বন্ধু সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৭৮ সালে
৯) ধর্ম সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
রাধাকান্ত দেব
১০) ধর্মসভা কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮২৯ সালে
১১) তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
দেবেন্দ্রনাথ ঠাকুর
১২) তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৩৯ সালে
১৩) প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
আত্মার
পাভুরঙ্গ
১৪) কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৬৭ সালে
১৫) আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে ?
উত্তর:
স্বামী
দয়ানন্দ সরস্বতী
১৬) আর্য সমাজ কত কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৭৫ সালে
১৭) থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
ম্যাদাম
ব্লভাটস্কি ও কর্নেল অলকট
১৮) থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৭৫ সালে
১৯) রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
স্বামী
বিবেকানন্দ
২০) কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৯৭ সালে
২১) দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
শিবনারায়ণ অগ্নিহোত্রী
২২) দেব সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৭৮ সালে
২৩) ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
জিজি
আগারকার
২৪) ডেকান এডুকেশন সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৮৪ সালে
২৫) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
উইলিয়াম জোন্স
২৬) এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৭৮৪ সালে
২৭) ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
২৮) ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৭৬ সালে
২৯) ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
সতীশচন্দ্র মুখোপাধ্যায়
৩০) ডন সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯০২ সালে
৩১) অভিনব ভারত সমাজ কে প্রতিষ্ঠা করেন
?
উত্তর: বিনায়ক দামোদর সাভারকার
৩২) অভিনব ভারত সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়
?
উত্তর: ১৯০৪ সালে
৩৩) সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন
?
উত্তর: মহাত্মা গান্ধী
৩৪) সবরমতী আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯১৫ সালে
৩৫) অ্যকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন
?
উত্তর: ডিরোজিও
৩৬) অ্যকাডেমিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়
?
উত্তর: ১৯২৮ সালে
৩৭) হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করে
?
উত্তর: বালগঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত
৩৮) হোমরুল লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯১৬ সালে
৩৯) অ্যন্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: শচীন্দ্র প্রসাদ বসু
৪০) অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়
?
উত্তর: ১৯০৫ সালে
৪১) স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন
?
উত্তর: কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
৪২) স্কুল বুক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়
?
উত্তর: ১৮১৭ সালে
MORE PDF:- প্রাচীন ভারতের স্থাপত্য ও ভাস্কর্য প্রতিষ্ঠাতা তালিকা