EXAM GK

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Exam Gk Part : 2

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Exam Gk Part : 2
ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Exam Gk Part : 2

📄 WBPDF

📒 নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Exam Gk Part : 2, যেখানে ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু (১০০+) প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে এবং এই প্রশ্ন-উত্তর গুলি যে কোন চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনাদের খুবই দরকারী লাগবে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন, তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


নিম্নে উল্লেখিত নমুনা


১. পারস্য সম্রাট দারায়ুস কত খ্রিস্টাব্দে ভারত আক্রমন করেন?
উত্তরঃ ৫৪০ খ্রিস্টপূর্বাব্দ
২. হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উত্তরঃ ৩২৬ খ্রিস্টপূর্বাব্দ (পুরু ও আলেকজান্ডার)
৩. চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসেন?

উত্তরঃ ৩২২ অব্দ
৪. শকাব্দের (৭৮ খ্রিস্টাব্দে) প্রচলন কে করেন?
উত্তরঃ কনিষ্ক
৫. প্রাচীন ভারতের প্রথম ইতিহাস মূলক গ্রন্থ কোনটি?
উত্তরঃ রাজতরঙ্গিনী
৬. কে ভারতবর্ষকে “মহামানবের সাগর তীর” বলে বর্ননা করেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৭. কার আমলে “জুনাগর লিপি’ রচিত হয়?

উত্তরঃ শক সম্রাট রুদ্রদামন
৮. “এলাহাবাদ প্রসস্তি” কার রচনা?
উত্তরঃ হরিষেন
৯. “হর্ষচরিত” কে রচনা করেন?
উত্তরঃ বানভট্ট
১১. “অষ্টাধ্যায়ী” কে রচনা করেন?
উত্তরঃ পানিনি
১২. নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে?
উত্তরঃ গৌতমি পুত্র সাতকর্নি
১৩. “তহকিক-ই-হিন্দ” কে রচনা করেন?
উত্তরঃ আল বেরুনী
১৪. কার আমলে ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলিত হয়?
উত্তরঃ কুষান সম্রাট দ্বিতীয় কোদফিসিস
১৫. কার মৃত্যুর পর বাংলায় মাৎসানায় যুগ শুরু হয়?
উত্তরঃ শশাঙ্ক
১৬. সুলতান মামুদ কত সালে প্রথম ভারত আক্রমন করেন?
উত্তরঃ ১০০০ খ্রিস্টাব্দে
১৭. বাংলায় তুর্কি রাজত্বের বা মুসলমান সম্রাজ্যের সূচনা কে করেন?
উত্তরঃ বখতিয়ার খলজী
১৮. মহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধুপ্রদেশ আক্রন করেন?
উত্তরঃ ৭১২ খ্রিস্টাব্দে
১৯. তরাইনের প্রথম যুদ্ধ (মহাম্মদ ঘুড়ি-দিল্লির রাজা তৃতীয় পৃথ্বীরাজ) কত খ্রিস্টাব্দে হয়?
উত্তরঃ ১১৯১
২০. কে দিল্লির সুলতানি রাজত্বের সূচনা করেন?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবেক
২১. মোঙ্গল নেতা চেঙ্গিজ খান কত সালে ভারত আক্রমন করেন?
উত্তরঃ ১২২১ খ্রিস্টাব্দে
২২. কুতুবমিনার কে নির্মাণ করেন?
উত্তরঃ ইলতুৎমিস
২৩. দিল্লির সিংহাসনে একমাত্র মহিলা শাসক কে ছিলেন?
উত্তরঃ সুলতানা রাজিয়া
২৪. ‘পাগলা রাজা’ নামে খ্যাত মহাম্মদ বিন তুঘলক কত সালে সিংহাসনে বসেন?
উত্তরঃ ১৩২৫
২৫. তামার নোট প্রথম কে প্রচলন করেন?
উত্তরঃ মহাম্মদ বিন তুঘলক
২৬. মহাম্মদ বিন তুঘলক কত সালে ভারতের রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন?
উত্তরঃ ১৩২৭
২৭. মার্কোপোলো কার রাজত্বকালে ভারতে আসেন?
উত্তরঃ জালালউদ্দীন ফিরোজ খলজী
২৮. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ আবুল মুজাফফর শাহ
২৯. “সুলতানি যুগের আকবর” কাকে বলা হয়?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক
৩০. তৈমূর লঙ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমন করেন?
উত্তরঃ ১৩৯৮ সালে
৩১. পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ১৫২৬ খ্রিস্টাব্দে, বাবর ও ইব্রাহীম লোদী
৩২. কত খ্রিস্টাব্দে ভাস্কো-ডা-গামা কালিকট বন্দরে অবতরণ করেন?
উত্তরঃ ১৪৯৮ খ্রিস্টাব্দে
৩৩. খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ১৫২৭ খ্রিস্টাব্দে, বাবর ও রানা সংগ্রাম সিংহ
৩৪. ঘর্ঘরার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ১৫২৯ খ্রিস্টাব্দে, মোগল ও আফগানদের মধ্যে
৩৫. হুমায়ুন কত সালে সিংহাসনে বসেন?
উত্তরঃ ১৫৩০ সালে, বাবরের মৃত্যুর পর
৩৬. চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ১৫৩৯ খ্রিস্টাব্দে, শের খাঁ ও মোগলদের মধ্যে, এই যুদ্ধে মোগলরা পরাজয় হয়
৩৭. বিল্লগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ১৫৪০ খ্রিস্টাব্দে, হুমায়ুন ও শেরশাহ
৩৮. গ্র্যান্ডট্র্যাঙ্ক রোড কে নির্মাণ করেন?
উত্তরঃ শের শাহ
৩৯. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ১৫৫৬ খ্রিস্টাব্দে, বৈরাম খাঁ ও হিমুর মধ্যে
৪০. তালিকোটার যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তরঃ ১৫৬৫ খ্রিস্টাব্দে


File Name: ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Exam Gk Part : 2
File Size: 1.77Mb
File Formate: Pdf
File Page: 9
Download Pdf: Click To Download
More PdfDownload Link
ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর – Exam Gk Part : 1Click Here
200+ বাংলা সাহিত্য প্রশ্ন-উত্তর PDFClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button