ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল তালিকা ২০২২ PDF
ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল তালিকা ২০২২ PDF
ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল তালিকা ২০২২ |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল তালিকা ২০২২ PDF, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে,
এই তালিকার মধ্যে ভারতের প্রথম পুরুষ ও মহিলা রাজ্যপালের নাম কি তথা উড়িষ্যা, দিল্লি, বিহার, উত্তর প্রদেশ, পাঞ্জাব ও রাজস্থানের রাজ্যপালের নাম কি বা লা গনেশান কোন রাজ্যের রাজ্যপাল বা জগদীশ মুখি কোন রাজ্যের রাজ্যপাল বা গোয়ার রাজ্যপালের নাম কি অতঃপর মনিপুর এবং গুজরাটের রাজ্যপালের নাম কি, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল তালিকা ২০২২
রাজ্য | রাজ্যপাল |
---|---|
অন্ধ্রপ্রদেশ | বিশ্বভূষণ হরিচন্দন |
অরুণাচল প্রদেশ | বি ডি মিশ্র |
আসাম | জগদীশ মুখি |
বিহার | ফাগু চৌহান |
ঝাড়খন্ড | রমেশ বইস |
হিমাচল প্রদেশ | রাজেন্দ্র বিশ্বনাথ আলেরকার |
হরিয়ানা | বান্দারু দত্তাত্রেয়া |
গুজরাট | আচার্য দেবব্রত |
গোয়া | পি এস শ্রীধরন পিল্লায় |
ছত্রিশগড় | অনুশিয়া উইকে |
দিল্লি | বিনয় কুমার সাকসেনা |
পশ্চিমবঙ্গ | লা গনেশান |
উত্তরাখান্ড | গুরমিত সিং |
সিকিম | গঙ্গাপ্রসাদ |
তামিলনাড়ু | আর এন রবি |
তেলেঙ্গানা | তামিলিশাই সৌন্দরাজন |
ত্রিপুরা | সত্যদেব নারায়ন আর্য |
উত্তর প্রদেশ | আনন্দিবেন প্যাটেল |
কর্ণাটক | থাওয়ার চাঁদ গেহলট |
কেরালা | আরিফ মোহাম্মদ খান |
মধ্যপ্রদেশ | মাঙ্গুভাই ছাগুনভাই প্যাটেল |
মনিপুর | লা গনেশান |
মহারাষ্ট্র | ভগৎ সিং কসারী |
মেঘালয় | সত্যপাল মালিক |
মিজোরাম | কামাভবতি হরি বাবু |
উড়িষ্যা | গণেশী লাল |
পাঞ্জাব | বনবারীলাল পুরোহিত |
রাজস্থান | কালরাজ মিশ্র |
নাগাল্যান্ড | জগদীশ মুখি |
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল তালিকা ২০২২
More Pdf | Download Link |
---|---|
ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তালিকা ২০২২ | Click Here |