BENGALIPEDAGOGYPRIMARY TET

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ২০ বাংলা পেডাগোগি

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ২০ বাংলা পেডাগোগি

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব - ২০ বাংলা পেডাগোগি
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ২০

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ২০ বাংলা পেডাগোগি , যেখানে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ২০ বাংলা পেডাগোগির উপর ৪৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,

এই তালিকার মধ্যে ফিল্ড থিয়োরির প্রবর্তকের নাম কি , লিপি কি, ছড়া বলার সঠিক পদ্ধতি কি, মূৰ্তন কি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

বাংলা পেডাগোগি

০১)  রেমিডিয়াল টিচিং কি ?

উত্তর
: প্রতিকারমূলক শিক্ষা

০২) 
ভাষাশিক্ষায় নির্ণায়ক পদ্ধতি কাদের জন্য ব্যবহার করা হয় ?

উত্তর
: মানসিক
প্রতিবন্ধী শিশুদের জন্য

০৩) একটি বিশৃঙ্খল পরিবেশের শ্রেণিপাঠে কয়েকজন অভব্য ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে শিক্ষক মহাশয় কোন তাৎক্ষণিক কার্যকরী সিদ্ধান্ত নেবেন ?

উত্তর
: উপস্থিত
বুদ্ধি

০৪) ভাষার আয়ত্তীকরণ একপ্রকার

উত্তর
: একটি
স্বাভাবিক প্রক্রিয়া

০৫) অর্জন হল সেই প্রক্রিয়া যার দ্বারা কোনো ভাষা স্বাভাবিকভাবে আমরা রপ্ত করি

উত্তর
: অচেতনভাবে

০৬) একজন শিক্ষক মহাশয় শিক্ষা সহায়ক উপকরণ  ব্যবহার করার কারণ কি  ?

উত্তর:
বাস্তবের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যে

০৭) গদ্য পাঠের দ্বারা শিক্ষার্থীরা কোন বিষয়ে অবগত হয় ?

উত্তর:
শব্দ
, প্রবাদ
– প্রবচন
, ভাষাশৈলী

০৮) লিপি কি  ?

উত্তর:
অর্থবোধক কণ্ঠধ্বনির সাংকেতিক রূপ

০৯) বিদ্যালয়স্তার শিক্ষার্থীদের সময় সারণিতে হাতের লেখার ক্লাস থাকা প্রয়োজন এর কারণ কি ?

উত্তর
: শিক্ষার্থীর সৃজনশীলতা এবং সামর্থ্য বাড়ানোর জন্য

১০) ধ্বনিতত্ত্ব বোঝার পক্ষে যথেষ্ট সহায়ক বিষয় হল

উত্তর:
সরব
পাঠ

১১) লিখন দক্ষতা বৃদ্ধির একটি উপায় কি ?

উত্তর
: গল্প
লেখা

১২) শিক্ষক হিসেবে আপনার প্রাথমিক কর্তব্য কি হবে ?

উত্তর
: শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মেলামেশা

১৩) LAD- এর সম্পূর্ণরূপ কী ?

উত্তর:
Language Acquisition Device

১৪)  তৃতীয় চতুর্থ শ্রেণির শিশুর শিখনের মূল লক্ষ্য কি ?

উত্তর
: পড়ে
পড়ে
শেখা

১৫) কত বছর বয়সে শিশুর শব্দভান্ডার দ্রুত হারে বৃদ্ধির পেতে থাকে ?

উত্তর
: 4 বছর
বয়সে

১৬) ” Reading is the process of
sight sound sence ”
উক্তিটি কে বলেছেন ?

উত্তর:

. মাইকেল
ওয়েস্ট

১৭) যদি কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে নিষ্ক্রিয় অবস্থায় থাকে , তাহলে আপনি শিক্ষক হিসেবে কী করবেন ?

উত্তর
: যাতে
সে
শ্রেণিকক্ষের কার্যাবলিতে প্রত্যক্ষভাবে অংশ নিতে পারে , তার জন্য তাকে উদ্বুদ্ধ করবেন

১৮) মানুষ মাতৃভাষারূপে যে ভাষা শেখে তা কোন ভাষা ?

উত্তর
: মুখের
ভাষা

১৯) ফিল্ড থিয়োরির প্রবর্তকের নাম কি ?

উত্তর
: কার্ট
লিউইন

২০) শিক্ষিত জনসমাজে ব্যবহৃত মার্জিত কথ্যভাষার স্বীকৃত তথা মানারূপ হল

উত্তর
: চলিত ভাষা

২১) প্রাথমিক স্তরে কবিতা শিক্ষার পদ্ধতি কি ?

উত্তর
: গান

অভিনয়

২২) ছড়া বলার সঠিক পদ্ধতি কি ?

উত্তর
: বাকস্পন্দ ঠিক রাখা

২৩) শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষার গুরুত্বপূর্ণ দিক কোনটি ?

উত্তর
: রসবোধ

২৪) মূৰ্তন হল একপ্রকার

উত্তর:
শিক্ষণ
কৌশল

২৫) একটি শ্রেণিকক্ষে বিপন্ন পরিবেশ বলতে কি বোঝায় ?

উত্তর
: শিক্ষার্থীদের অনুপস্থিতি

২৬) স্টিমুলাস রেসপন্স তত্ত্বটির ধারণা কে প্রথম দেন ?

উত্তর
: থর্নডাইক

২৭) সবচেয়ে সাধারণ অথচ বিশেষ কার্যকরী শিক্ষা সহায়ক উপকরণ কোনটি ?

উত্তর
: পাঠ্যপুস্তক

২৮) আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হল ?

উত্তর
: পাঠ্যপুস্তক

২৯) যখন আপনি ছাত্রছাত্রীদের ব্যাকরণ সম্পর্কে শিক্ষা দেবেন , তখন কোন্ বিষয়ের উপর নজর দেবেন ?

উত্তর:
ত্রুটিহীনতা এবং দক্ষতা

৩০) কোন্ ভাষা মানুষের বেশিরভাগ সময়ের ব্যাবহারিক প্রয়োজন সিদ্ধ করে ?

উত্তর
: চলিতভাষা

৩১) বিদ্যালয়ে বাংলা কবিতা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কোন দিকটি প্রভাবিত করবে না বলে আপনি মনে হয় ?

উত্তর:
লেখা

৩২) সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয় কাদের উদ্দেশ্যে ?

উত্তর
: শ্রেণিকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য

৩৩) প্রাক্প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষাদান করা উচিত 
কোন মাধ্যমে
?

উত্তর
: শিক্ষাসহায়ক উপকরণের মাধ্যমে

৩৪) মানসিক প্রতিবন্ধী শিশুদের কোন শিক্ষাদান পদ্ধতি অনুসৃত হয় ?

উত্তর:
কর্ম বিশ্লেষণ পদ্ধতি

৩৫) Inductive Method এই পদ্ধতির সৃষ্টি হয়েছে কিসের জন্য
?

উত্তর : সহজ থেকে কঠিন পথে যাওয়ার জন‍্য

৩৬) বাংলা ভাষা শিক্ষাদানের সামাজিক দিক কোনটি ?

উত্তর: ঐতিহ্যকে চেনা ও আঞ্চলিক ভৌগোলিকগত যোগাযোগ নিবিড় করা

৩৭) মৌখিক পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা কি
?

উত্তর : তাৎক্ষণিক ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি

৩৮) উপভাষায় লেখা গানকে কি বলা হয় ?

উত্তর : লোকগীতি

৩৯) কোন পাঠের ক্ষেত্রে মানসদৈহিক প্রক্রিয়াগুলি বর্তমান থাকে ?

উত্তর : সরব পাঠে

৪০) সুন্দর কথা বলার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি
?

উত্তর : শ্রবণ
যোগ্যতা, স্পষ্টতা ও
বাকপটুত্ব

৪১)  শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষাশিক্ষার অত্যাবশ্যকীয় বিষয় হল

উত্তর : রসবোধ

৪২) কিসের মাধ্যমে ভাষার ধ্বনিময় রূপ প্রকাশ পায়
?

উত্তর : শোনা ও বলা

৪৩) অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতির নাম কি ?

উত্তর : ব্রেইল

৪৪) ইংরেজি
( Grammar )
শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি ?

উত্তর: শব্দশাস্ত্র

৪৫) গ্রামার শব্দটি এসেছে কোন শব্দ থেকে ?

উত্তর : গ্রিক শব্দ থেকে

More Pdf Download Link
Wb Primary TET 2022 Class – 19 পরিবেশ পেডাগোগি Click Here
Primary TET 2022 Class – 18 English pedagogy Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button