CURRENT AFFAIRS

ডিসেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs December 2022

ডিসেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs December 2022

ডিসেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs December 2022
ডিসেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ডিসেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs December 2022, যেখানে ডিসেম্বর ২০২২ সালের 100+ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর আকারে আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো চাকরির পরীক্ষার (WBP, SSC, WBCS, KP, UPSC, RRB, PSC) প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই তালিকার মধ্যে NABARD এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে, সম্প্রতি এক ওভারে সাতটি ছক্কা মেরে বিশ্ব রেকর্ড করলেন কে, UPSC এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে, উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন কে,  ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

ডিসেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 

০১) Sonzal – 2022 একটি বার্ষিক যুব উৎসব কোন রাজ্যে/UT অনুষ্ঠিত হয় ?

উত্তর.
জম্বু ও কাশ্মীর

০২) উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন কে ?

উত্তর.
লক্ষ্মী সিং

০৩) সম্প্রতি এক ওভারে সাতটি ছক্কা মেরে বিশ্ব রেকর্ড করলেন কে ?

উত্তর.
ঋতুরাজ গায়েকোয়ার্ড

০৪) খাদি গ্রামীণ শিল্প কমিশনের CEO হিসাবে নিযুক্ত হয়েছেন কে ?

উত্তর.
ভিনীত কুমার

০৫) ভিস্তারা এয়ারলাইন্স ২০২৪ সালে মার্চের মধ্যে কোন এয়ারলাইন্সের সঙ্গে একত্রিভূত হবে ?

উত্তর.
Air India

০৬) চাঁদের কক্ষপথে সফলভাবে প্রবেশ করা Orion স্পেসক্রাফট প্রেরণ করেছিল কোন সংস্থা ?

উত্তর.
NASA

০৭) অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনাল এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে ?

উত্তর.
টি জি সীতারাম

০৮) WHO মাংকিপক্স রোগের জন্য নতুন কি নাম সুপারিশ করেছে ?

উত্তর.
Mpox

০৯) কাকে সম্প্রতি মর্যাদাপূর্ণ  ডক্টর আব্দুল কালাম সেবা পুরস্কারে ভূষিত করা হয়েছে ?

উত্তর.
রবি কুমার সাগর

১০) কোন দেশের সাথে হরিমাও শক্তি ২০২২ নামে মিলিটারি অনুশীলন শুরু করল মালয়েশিয়া ?

উত্তর.
ভারত

১১) গ্লোবাল প্রাইম সিটিস ইনডেক্স ২০২২ মুম্বাইয়ের স্থান কত ?

উত্তর.
২২

১২) জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কোন দিন পালন করা হয় ?

উত্তর.
২ রা ডিসেম্বর

১৩) বিশ্ব এইডস দিবস কোন দিন পালন করা হয় ?

উত্তর.
১ লা ডিসেম্বর

১৪) UPSC এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
প্রীতি সুদান

১৫) Maricos Saffola Fittify – এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
জাহ্নবী কাপুর

১৬) সম্প্রতি কোন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন প্রসূন জোশি ?

উত্তর.
উত্তরাখণ্ড

১৭) ICFT – UNESCO Gandhi medal – জিতল কোন দেশের ফিল্ম Nargesi ?

উত্তর.
ইরান

১৮) বিশ্বে প্রথম হাইড্রোজেন চালিত এয়ারক্রাফট ইঞ্জিন টেস্ট করল কোন কোম্পানি ?

উত্তর.
Rolls Royce

১৯) ২০২২ সালে নভেম্বর
মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ
কোটি টাকা ?

উত্তর.
১.৪৫ লক্ষ কোটি
টাকা

২০) মিস আর্থ ২০২২ শিরোপা জিতলেন কোন দেশের মডেল Mina sue Choi ?

উত্তর.
দক্ষিণ কোরিয়া

২১) Bravehearts of Bharat Vignettes of India history – শিরোনামে বই লিখলেন কে ?

উত্তর.
বিক্রম সম্পথ

২২) Department of School Education – এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
সঞ্জয় কুমার

২৩) ডিফেন্স সেক্রেটারি গিরিধর আরামানে কোথায় 1st Coastal Security Summit
কোথায় উদ্বোধন করলেন ?

উত্তর.
চেন্নাই

২৪) ২০২২ সালের ডিসেম্বর মাসে UN Security Council  সভাপতিত্ব করছেন কে ?

উত্তর.
ভারত

২৫) অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
জওহর রেড্ডি

২৬) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে ?

উত্তর.
৩ রা ডিসেম্বর

২৭) Institute of Cost Accounting of India – এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে ?

উত্তর.
বিজেন্দর শর্মা

২৮) ন্যাশনাল স্ট্যাটাসটিক্যাল কমিশনের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
রাজিব লক্ষণ করণধিকার

২৯) জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
হংসরাজ গঙ্গারাম আইর

৩০) চিপকো আন্দোলনের উপর লেখা কার বইকমলা দেবী চট্টোপাধ্যায় NIF পুরস্কার ২০২২জিতল ?

উত্তর.
শেখর পাঠক

৩১) NABARD এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
কে ভি শাজি

৩২) ভারতের ৭৭ তম গ্র্যান্ডমাস্টার হলেন কে ?

উত্তর.
আদিত্য মিত্তাল

৩৩) সম্প্রতি প্রয়াত যোগিন্দার কে. আলাঘ কে ছিলেন ?

উত্তর.
অর্থনীতিবিদ

৩৪) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কোন দিন পালন করা হয় ?

উত্তর.
৯ ই ডিসেম্বর

৩৫) পেরুর প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন কে ?

উত্তর.
Dina Boluarte

৩৬) Miracle of Face Yoga – শিরোনামে বই রিলিজ করলেন কে ?

উত্তর.
মানসী গুলাতি

৩৭) ভারতীয় নবীকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেডের ( BHAVINI) – এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
কে ভি সুরেশ

৩৮) B20 India – এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
এন চন্দ্রশেখরন

৩৯) বিশ্ব মানবাধিকার দিবস কোন দিন পালন করা হয় ?

উত্তর.
১০ই ডিসেম্বর

৪০) US Presidential Lifetime Achievement Award – জিতলেন কে ?

উত্তর.
কৃষ্ণ ভাবিলালা

৪১) টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০ হাজার রান সম্পূর্ণ কারী তৃতীয় ক্রিকেটার হলেন কোন দেশের জো রুট ?

উত্তর.
ইংল্যান্ড

৪২) SIES Awards of Community Leadership দ্বারা সম্মানিত হলেন কে ?

উত্তর.
রতন টাটা

৪৩) ফিফা বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার হয়ে সব থেকে বেশি গোল স্কোরার কে ?

উত্তর.
লিওনেল মেসি

৪৪) সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
দীপঙ্কর দত্ত

৪৫) কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে ?

উত্তর.
ডক্টর পি সি রথ

৪৬) জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কোন দিন পালন করা হয় ?

উত্তর.
১৪ই ডিসেম্বর

৪৭) সম্প্রতি কোন রাজ্যের গামছা জিআই ট্যাগ পেল ?

উত্তর.
আসাম

) WHO এর নতুন চিপ সাইন্টিস্ট হিসাবে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
জেরেমী ফারার

৪৯) সম্প্রতি Hypersonic Vehicle Test
Run
সফলভাবে সম্পূর্ণ করল কে ?

উত্তর.
ইসরো

৫০) গুজরাটের বিধানসভার স্পিকার পদে নিযুক্ত হলেন কে?

উত্তর.
কে শংকর চৌধুরী

৫১) Agni – V নামে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো কোন দেশ ?

উত্তর.
ভারত

৫২) সুখবিন্দর সিং সুখু সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ?

উত্তর.
হিমাচল প্রদেশ

৫৩) কোন ভারতীয় শুটার সম্প্রতি মিশরের কায়রোতে অনুষ্ঠিত ISSF প্রেসিডেন্ট কাপ জিতেছেন ?

উত্তর.
রুদ্রাঙ্ক পাতিল

৫৪) ভারতের টেবিল টেনিস ফেডারেশনের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছেন কে ?

উত্তর.
মেঘনা আহলাওয়াত

৫৫) কে সম্প্রতি আই সি সি মেনস প্লেয়ার অব দ্য মান্থ ফর নভেম্বর পুরস্কার জিতেছে ?

উত্তর.
জস বাটলার

৫৬) কোন ব্যাংক সম্প্রতি The Bankers Bank of the Year Award জিতেছে ?

উত্তর.
কানারা ব্যাঙ্ক

৫৭) প্রধানমন্ত্রী সম্প্রতি নাগপুর এবং কোন স্থানের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন ?

উত্তর.
বিলাসপুর

৫৮) ভারতীয় নৌবাহিনী এবং কোন দেশের নৌবাহিনীর মধ্যে CORPAT এর ৩৯ তম সংস্করণ হয়েছে ?

উত্তর.
ইন্দোনেশিয়া

৫৯) প্রথম কোন দেশ হিসাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধূমপান নিষিদ্ধ করছে ?

উত্তর.
নিউজিল্যান্ড

৬০) সম্প্রতি প্রয়াত সুলোচনা চভন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তর.
সঙ্গীত

৬১) ২০২৪ সালে ১৩তম WTO Ministerial Meeting হোস্ট করবে কোন দেশ ?

উত্তর.
সংযুক্ত আরব আমিরাত

৬২) সম্প্রতি কোন কোম্পানির CEO পদের ইস্তফা দিচ্ছেন এলন মাস্ক ?

উত্তর.
টুইটার

৬৩) ভারতের একমাত্র ইউনিভার্সিটি হিসাবে NAAC এর থেকে A Grade পেল কোথাকার গুরু নানক দেব ইউনিভার্সিটি ?

উত্তর.
অমৃতসর

৬৪) 2022 সোশ্যাল প্রগ্রেস ইনডেক্সে ভারতের স্থান কত ?

উত্তর.
১১০

৬৫) অটোমেটিক এনার্জি রেগুলারিটি বোর্ডের নতুন হেড পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
দীনেশ কুমার শুক্লা

৬৬) কোন বিচারপতি New
Delhi International Arbitration centre –
এর নতুন চিফ হিসাবে নিযুক্ত হলেন ?

উত্তর.
হেমন্ত গুপ্ত

৬৭) ভারতের কৃষক দিবস পালন করা হয় কবে ?

উত্তর.
২৩ শে ডিসেম্বর

৬৮) পুমা ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
অনুষ্কা শর্মা

৬৯) ২০২৩ সালের ১২ জানুয়ারি কোথায় National Youth Conference এর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ?

উত্তর.
কর্ণাটক 

৭০) ইন্ডিয়ান নেভির পঞ্চম স্করপিয়ন ক্লাস সাবমেরিনটির নাম কি ?

উত্তর.
ভাগীর

৭১) প্রথম নমিনেটেড এমপি হিসেবে রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলে অন্তর্ভুক্ত হলেন কে ?

উত্তর.
পি টি ঊষা

৭২) কোন দেশকে
Patriotic Defence Missile System
এর প্রদান করবে আমেরিকা ?

উত্তর.
ইউক্রেন

৭৩) Air India’s Low Cost Airline Business এর হেড পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
অলক সিং

৭৪) সৌদি আরবে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
সুহেল আজাজ খান

 ৭৫) সম্প্রতি UN
Peacebuilding Commission
এর সদস্য হিসেবে নির্বাচিত হলো কোন দেশ ?

উত্তর.
নেপাল

৭৬) BBC Sports Personality of the year 2022 Award জিতলেন কে ?

উত্তর.
বেথ মিড

৭৭) ২০২৩ আইপিএল নিলামে সব থেকে বেশি টাকা দিয়ে ইংলিশ ক্রিকেটার Sam Curran কে কিনলো কোন টিম ?

উত্তর.
পাঞ্জাব কিংস

৭৮) ভারতের প্রথম মহিলা মুসলিম ফাইটার পাইলট হলেন কোন রাজ্যের সানিয়া মির্জা ?

উত্তর.
উত্তর প্রদেশ

৭৯) 2022 IWF World Championship ভারতের ওয়েট লিফটার মীরাবাঈ চানু কি মেডেল পেলেন ?

উত্তর.
রুপো

৮০) Rabindranath Tagore Literary Price 2021-22 জিতলেন কে ?

উত্তর.
সুদীপ সেন ও শোভনা
কুমার

৮১) কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন Sitiveni Rabuka ?

উত্তর.
ফিজি

৮২) কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে তিন বছরের জন্য নির্বাচিত হলেন পি এন বাসুদেবন ?

উত্তর.
Equitas Small Finance Bank

৮৩) আগামী চন্দ্রযান মিশন কোন দেশের উপকরণ বহন করবে ইসরো ?

উত্তর.
আমেরিকা

৮৪) উড়িষ্যায় অনুষ্ঠিত হতে চলা FSH men’s
World Cup 2023
ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন হবেন কে ?

উত্তর.
হারমানপ্রীত সিং

৮৫) United World Wrestling Rising Star of the Year Award এর জন্য নমিনেট হলেন কোন মহিলা রেসলার ?

উত্তর.
অন্তিম পানঘল

৮৬) কোন দেশে নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন পুষ্প কুমার দাহাল ?

উত্তর.
নেপাল

৮৭) সম্প্রতি প্রয়াত কৈকালা সত্যনারায়ণ কোন ভাষার অভিনেতা ছিলেন ?

উত্তর.
তেলেগু

৮৮) চরম হৃদপিণ্ডের সমস্যার মোকাবিলা করার জন্য কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করল কোন সংস্থা ?

উত্তর.
আই আই টি কানপুর

৮৯) কোথায় স্পোর্টস সায়েন্স সেন্টার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ?

উত্তর.
কর্ণাটক

৯০) ৩০ তম একলব্য পুরস্কার ২০২২ জিতলেন কোন সাইক্লিস্ট ?

উত্তর.
স্বস্তি সিং

৯১) SBI Funds Management এর ম্যানেজিং ডিরেক্টর সিইও পদে নির্বাচিত হলেন কে ?

উত্তর.
শামসের সিং

৯২) কোথায় আরনালা নামে দেশীয়ভাবে তৈরি জাহাজ লঞ্চ করল ইন্ডিয়ান নেভি ?

উত্তর.
চেন্নাই

৯৩) ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতল কোন রাজ্যের সাত বছর বয়সী গেতো সোরা ?

উত্তর.
অরুণাচল প্রদেশ

৯৪) সম্প্রতি কার নামানুসারে একটি তারা বা নক্ষত্রের নামকরণ করা হলো ?

উত্তর.
অটল বিহারী বাজপেয়ি

৯৫) রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান CEO পদে নিযুক্ত হচ্ছেন কে ?

উত্তর.
অনিল কুমার লহতি

৯৬) Men’s Test Player of the Year Award – এর নাম পরিবর্তন করে কার নামে রাখলো অস্ট্রেলিয়া ?

উত্তর.
শেন ওয়ার্ন

৯৭) গ্রাহকদের জন্য Right to Repair Portal লঞ্চ করলেন কে ?

উত্তর.
পীযূষ গোয়েল

৯৮) ইন্ডিয়ান আর্মির পরবর্তী ইঞ্জিনিয়ার ইন চিফ পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
অরবিন্দ বালিয়া

৯৯) Forks in the Road : My Days at RBI and Beyond – এর শিরোনামে বই লিখলেন কে ?

উত্তর.
সি রঙ্গরাজন

১০০) National Highway Authority of India – এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
সন্তোষ কুমার

More PdfDownload Link
WBP and RRB ১৭০+ নভেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্সClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button