CURRENT AFFAIRS

জানুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

জানুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

জানুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স
জানুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে জানুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে জানুয়ারি ২০২৩ সালের 140+ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর আকারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো চাকরির পরীক্ষার (WBP, SSC, WBCS, KP, UPSC, RRB, PSC) প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই তালিকার মধ্যে খেলো ইন্ডিয়া যুব গেমস ২০২২ অনুষ্ঠিত হবে কোন রাজ্যে, কে সম্প্রতি মিস ইউনিভার্স ২০২২ খেতাব জিতলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি কোন রুটের মধ্যে অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস সূচনা করলেন, ২০২৩ সালে কততম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, প্রতিবছর কোন তারিখে জাতীয় যুব দিবস (National Youth Day)  পালিত হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।


এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

জানুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

) কে সম্প্রতি ন্যাশনাল  হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন ?

উত্তর:
সন্তোষ
কুমার
যাদব

) কোন দেশের প্রথমমেট্রো রেলের উদ্বোধন করলেন শেখ হাসিনা ?

উত্তর:
বাংলাদেশ

) গান্ধী কমলা ভি রাওকে  কোনটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে ?

উত্তর:
FSSAL

) কোন রাজ্যের ধর্মাদম ভারতের প্রথম সম্পূর্ণ লাইব্রেরির কেন্দ্র হয়ে উঠেছে ?

উত্তর:
কেরল

) কাকে সম্পত্তি রেলওয়ে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে ?

উত্তর:
অনিল
কুমার
লাহোতি

) পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে কোন রুটের মধ্যে ?

উত্তর:
হাওড়া-নিউ জলপাইগুড়ি

) লভলিনা বোরগোহাইন এবং নিখাদ জারিন মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২২ এর কোন পদক জিতেছে ?

উত্তর:
স্বর্ণ
পদক

) কে ফোর্বসের এর বার্ষিক তালিকায় বিশ্বের সর্বোচ্চ বেতনের মহিলা ক্রীড়াবিদদের শীর্ষ ২৫এর একমাত্র ভারতীয় খেলোয়া
?

উত্তর:
পিভি
সিন্ধু

)সম্প্রতি
ফর্কস ইন দ্যা রোড: 
মাই ডেজ অ্যট  আরবিআই এন্ড বিয়ন্ডশিরোনাম বই লিখেছেন কে  ?

উত্তর:
সি
রঙ্গরাজন

১০) 
কে সম্পতি 2022 সালের জন্য মর্যাদাপূর্ণ ৩০ তম একলব্য পুরস্কার সম্মানিত হয়েছে ?

উত্তর:
স্বস্তি
সিং

১১) নিম্নের কে সম্পতি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্বের জন্য অটল সম্মান পুরস্কারে ভূষিত হয়েছেন
?

উত্তর:
প্রভু
চন্দ্র
মিশ্র

১২) “খেলো ইন্ডিয়া যুব গেমস ২০২২অনুষ্ঠিত হবে কোন রাজ্যে ?

উত্তর:
মধ্যপ্রদেশ

১৩) কোন রাজ্যে লোকাযুক্ত বিল ২০২২ পাস করে প্রথম রাজ্য হয়ে উঠেছে ?

উত্তর:
মহারাষ্ট্র

১৪) কে সম্প্রতি ইন্ডিয়ান অয়েল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন
?

উত্তর:
সঞ্জয়
সিং

১৫) কোন IIT সম্প্রতি আর্টিফিশিয়াল হার্ট তৈরি করেছেন ?

উত্তর:
IIT KANPUR

১৬) পুষ্প কমল দাহাল সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ?

উত্তর:
নেপাল

১৭) কোথায়স্পোর্টস সায়েন্স সেন্টারএর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ?

উত্তর:
কর্ণাটক

১৮) SBI Funds Management – এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর:
সামসশের
সিং

১৯) ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ইঞ্জিনিয়ারইনচিফ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে  কাকে ?

উত্তর:
অরবিন্দ
ওয়ালিয়া

২০) সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে ফিফা রেংকিং এর শীর্ষে রয়েছে কোন দেশ ?

উত্তর:
ব্রাজিল

২১) কোন রাজ্যের দল খেলো ইন্ডিয়া ২০২২ মহিলাদের অনূর্ধ্ব ১৮ কোয়ালিফায়ার জিতেছে
?

উত্তর: হরিয়ানা

২২) কে সম্প্রতি স্টেট সেফ 
অনলাইন টেম্পেল ক্যাম্পেইন লঞ্চ করলেন ?

উত্তর: অশ্বিনী বৈষ্ণব

২৩) কাকে সম্প্রতি ভারত প্রাপ্ত সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে ?

উত্তর: প্রবীন কুমার শ্রীবাস্তব

২৪) কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু ?

উত্তর: ইসরায়েল

২৫) কে সম্প্রতি মোবাইল অ্যাপপ্রহারীচালু করেছে
?

উত্তর: অমিত শাহ

২৬) সম্প্রতি পড়াতো বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি পেলে কোন দেশের প্লেয়ার
?

উত্তর: ব্রাজিল

২৭) অজয় কুমার শ্রীবাস্তব কে কোন ব্যাংকের নতুন এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে ?

উত্তর: Indian overseas Bank

২৮) কোন রাজ্য সরকার সম্প্রতি নীলগিরি তাহর প্রকল্প চালু করেছে
?

উত্তর: তামিলনাড়ু

২৯) কোন রাজ্যে পুলিশের
‘Nijat’
ক্যাম্পেইন IACP 2022 অ্যাওয়ার্ড জিতলো
?

উত্তর: ছত্রিশগড়

)
কে সম্প্রতি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন সিইও হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ?

উত্তর: অলোক সিং

৩১) কে সম্প্রতি ভারতের
74
তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন
?

উত্তর: কৌস্তুভ চট্টোপাধ্যায়

)
কোন ব্যাঙ্ক সম্পত্তি উৎকর্ষ . চালু করেছে
?

উত্তর: RBI

৩৩) সুরেশ কিশিনচাঁদ খাতানহার সম্প্রতি কোন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন ?

উত্তর: IDBI Bank

৩৪) ১০৮ তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের আয়োজিত হচ্ছে কোথায় ?

উত্তর: মহারাষ্ট্র

৩৫) প্রতিবছর কতো তারিখে বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় ?

উত্তর: ৪ঠা জানুয়ারি

৩৬) ভারতের নির্বাচন কমিশন কোন রাজ্যের আইকন হিসেবে নিযুক্ত করেছেন মৈথিলী ঠাকুরকে
?

উত্তর: বিহার

৩৭) কে সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের ডাইরেক্টর জেনারেলের অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন ?

উত্তর: সুজয় লাল থাওসেন

৩৮) অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে 
নিযুক্ত হয়েছেন কে ?

উত্তর: দীনেশ কুমার শুক্লা

৩৯) সম্প্রতি প্রয়াত সুমিত্রা সেন  কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন ?

উত্তর: সঙ্গীত

৪০) IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে কোথায় ?

উত্তর: নতুন দিল্লি

৪১) কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ কোথায় সম্প্রতিকেন্দ্রীয় গোয়েন্দা প্রশিক্ষণইনস্টিটিউটের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন
?

উত্তর: কর্ণাটক

৪২) কোন বছর থেকে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসেবে উদযাপনের ঘোষণা হয়েছে ?

উত্তর: ২০২৩

৪৩) ভারতের নির্বাচন কমিশন কোন রাজ্যের সম্প্রতিমিশন ৯২৯শুরু করেছে ?

উত্তর: ত্রিপুরা

৪৪) DRDO ১লা জানুয়ারি ২০২৩ সালে কত তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল
?

উত্তর: ৬৫ তম

৪৫) ২০২৩ সালে মোট কতজনপ্রবাসী ভারতীয় সম্মান পুরস্কারপেয়েছেন
?

উত্তর: ২৭ জন

৪৬) সম্প্রতি কোন প্রথম ব্যক্তি যিনি তার মোট সম্পদ থেকে ২০০ বিলিয়ন হারিয়েছেন ?

উত্তর: ইলন মাস্ক

৪৭) কোন সংস্থা সম্প্রতি ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন ব্লেন্ডিং অপারেশন শুরু করেছে ?

উত্তর: NTPC

৪৮) কোন রাজ্য সরকার এক বছরের জন্য রাজ্য খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধাভোগীদের বিনামূল্যে পাঁচ কেজি চাল প্রদান করবে
?

উত্তর: ওড়িশা

৪৯) ২০২২ সালে টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের শীর্ষে কোন ক্রিকেটার ?

উত্তর: ঋষভ পান্ত

৫০) সুন্দরবমন রামমূর্তি কোনটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন ?

উত্তর: BSE

৫১) কোন রাজ্যে সম্প্রতি সিওম সেতুর উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ?

উত্তর: অরুণাচল প্রদেশ

৫২) প্রথম
G-20
বৈঠক অনুষ্ঠিত হয়েছে কোথায়
?

উত্তর: পুদুচেরি

৫৩) কোন রাজ্যের সম্প্রতি ঐতিহ্যবাহী গা৺নাগাই 
উৎসব  শুরু হয়েছে ?

উত্তর: মনিপুর

৫৪) কোন দেশ হাইড্রোজেন চালিত শহুরে ট্রেন চালু করার জন্য এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় দেশ হয়ে উঠেছে
?

উত্তর: চীন

৫৫) কোন রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্র কে শক্তিশালী করতে
ADB
ভারত ২২০ মিলিয়ন রিয়েল স্বাক্ষর করেছে ?

উত্তর: ত্রিপুরা

৫৬) সম্প্রতি প্রয়াত শ্যামল ঘোষ কোন খেলার সাথে যুক্ত ছিলেন
?

উত্তর: ফুটবল

৫৭) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতিআবাসিক জমির অধিকার
প্রকল্প চালু করেছেন ?

উত্তর: মধ্যপ্রদেশ

৫৮) কোন রাজ্য সম্প্রতি ওয়ার্ল্ড হ্যাভবট্যাট অ্যাওয়ার্ড ২০২৩ জিতেছে ?

উত্তর: ওড়িশা

৫৯) রঞ্জু ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে প্রথম ওভারেই এই হ্যাটট্রিক করলেন কে ?

উত্তর: জয়দেব উনাদকট

৬০) কোন রেলওয়ে স্টেশন
FSSAIL
দ্বারা ইট রাইট স্টেশন
5-
স্টার রেটিং সংশপত্র প্রদান করেছে ?

উত্তর: বারানসি ক্যান্ট

৬১) আসাম সরকার কাকে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার
আসাম বৈভব
প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ?

উত্তর: ড: তপন সাইকিয়া

৬২) কোন
IIT
সম্প্রীতি DRDO ইন্ডাস্ট্রি একাডেমিয়া রামানুজন সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করেছে
?

উত্তর: IIT Mdras

৬৩) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন ?

উত্তর: ওড়িশা

৬৪) কেন্দ্রীয় মন্ত্রী ডা:
জিতেন্দ্র সিং কোন রাজ্যের জাতীয় জিনোম সম্পাদনা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছেন
?

উত্তর: পাঞ্জাব

৬৫) ভারতের স্পেসটেক স্টার্টআপগুলিকে শক্তিশালী করতে ISRO কোনটি সম্প্রতি Mou করলো ?

উত্তর: Microsoft

৬৬) প্রচন্ড কুমার মতুপল্লীকে কোনটির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক(CMD) হিসাবে নিযুক্ত করা হয়েছে
?

উত্তর: NLC india LTD

৬৭) কে সম্প্রতি ভারতের ৭৯তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন
?

উত্তর: এম প্রাণেশ

৬৮) ভারতে কোন দেশে সম্প্রতি নিউ দিল্লিতে 36th strategic Diolouge করেছে ?

উত্তর: ফ্রান্স

৬৯) নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড ২০২২ কাকে সেরা পরিচালকের জন্য সম্মানিত করেছেন ?

উত্তর: এস এস রাজমৌলি

৭০) ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে
?

উত্তর: ইন্দোর

৭১) ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট আয়োজন করবে  কোন দেশ ?

উত্তর: ভারত

৭২) ভারত কোন দেশ যৌথ বিমান মহড়া
বীর গার্ডিয়ান‘-২০২৩ আয়োজন করছে ?

উত্তর: জাপান

৭৩) কোন দেশ সম্প্রতি মৌমাছিদের জন্য বিশ্বের প্রথম টিকা অনুমোদন করল ?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র

৭৪) বিশ্বের প্রথম পাম লিফ পান্ডুলিপি জাদুঘর উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে
?

উত্তর: কেরালা

৭৫) ৪৬ তম কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি কোন দেশ ?

উত্তর: স্পেন

৭৬) সম্প্রতি ভারত বিশ্ব ব্যাপী কততম বৃহত্তম অটো মার্কেটে পরিণত হয়েছে ?

উত্তর: তৃতীয়

৭৭) কোন রাজ্য সরকার গ্রামীণ এলাকায় ১২২ টি নতুন পোর্ট কমপ্লেক্স স্থাপন করেন ?

উত্তর: মহারাষ্ট্র

৭৮) প্রধানমন্ত্রী কোথা থেকে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ
এমভি গঙ্গা বিলাসেরসূচনা করবেন ?

উত্তর: উত্তর প্রদেশ

৭৯) কোন ব্যাংক সম্প্রতি মাইক্রোসফট এর সাথে তার ডিজিটাল রূপান্তর যাত্রার জন্য পার্টনার করলো
?

উত্তর: HDFC Bank

৮০) প্রথম রাজ্য হিসাবে ভিনটেজ যানবাহন নিবন্ধন কার্যকর চালু হয়েছে কোথায় ?

উত্তর: ওড়িশা

৮১) সম্প্রতি কে  ডিজিটাল ইন্ডিয়া আওয়ার্ডস ২০২২ সপ্তম সংস্করণ উপস্থাপন করেছেন ?

উত্তর: দ্রৌপদী মুর্মু

৮২) জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কাকে সম্প্রতি লাইফ টাইম এচিভমেন্ট পুরস্কারের সম্মানিত করেছে ?

উত্তর: অর্পনা সেন

৮৩) সুরিন্দর চাওয়াল কোন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন ?

উত্তর: PPBL

৮৪) সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কত তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল
?

উত্তর: 76 তম

৮৫) কোথায় সম্প্রতি আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ২০২৩ শুরু হল

উত্তর: গুজরাত

৮৬) কাকে হার্ভার্ড লস স্কুল সেন্টার কর্তৃকঅ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারসশিপএর জন্য নির্বাচিত করা হয়েছে
?

উত্তর: ডি ওয়াই চন্দ্রচূড়

৮৭) কোন রাজ্যের ওসমানাবাদ জেলা আদালত প্রথম আদালতেই
সিস্টেম চালু করেছে ?

উত্তর: মহারাষ্ট্র

৮৮) রাষ্ট্রপতি কোথায় সম্প্রতি ১০০০ মেগাওয়াট বিকানের সৌর বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্থ স্থাপন করেন ?

উত্তর: রাজস্থান

৮৯) কে সম্প্রতি জুনিয়র ওপেন টুর্নামেন্ট গার্লস অনূর্ধ্ব-15
স্কোয়ার শিরোপা জিতেছে ?

উত্তর: আনহাত সিং

৯০) ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্যে পরিণত হয়েছে কোনটি
?

উত্তর: কেরালা

৯১) কে সম্প্রতি জাতীয় বিজ্ঞান দিবস ২০২৩এর থিম প্রকাশ করেছেন ?

উত্তর: জিতেন্দ্র সিং

৯২) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী খেলো ইন্ডিয়া ইউথ গেম ২০২২ এর মাসকট এবং থিম উন্মোচন করলেন ?

উত্তর: মধ্যপ্রদেশ

৯৩) কোন কোম্পানির সম্প্রতি ভারতের গ্লোবাল বিজনেস গ্রুপের পরিচালক হিসেবে বিকাশ পুরোহিত কে নিয়োগের ঘোষণা করেছে
?

উত্তর: মেটা

৯৪) সম্প্রতি রমা মোহন রাও আমরাকে কোনটির ব্যবস্থাপনা পরিচালক(MD) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা(CEO) হিসেবে পুনঃনিযুক্ত করা হয়েছে ?

উত্তর: SBI Cards

৯৫) প্রধানমন্ত্রী কোথায় ২৬ তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করলেন
?

উত্তর: কর্ণাটক

৯৬) কোন ভারতীয় বিমানবন্দর ২০২২ এর সেরা পারফরম্যান্স গ্লোবাল এয়ারপোর্ট এর তালিকায় শীর্ষে রয়েছে  ?

উত্ত: বেঙ্গালুরু

৯৭) প্রতিবছর কোন তারিখে জাতীয় যুব দিবস (National Youth Day)  পালিত হয় ?

উত্তর: ১২ ই জানুয়ারি

৯৮) হেল্লির পাসপোর্ট সুযোগ অনুযায়ী ভারতের অবস্থান কত
?

উত্তর: 85th

৯৯) ২০২৩ কোন মুভি জনপ্রিয় গান
নাটু নাটু
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩ জিতেছে ?

উত্তর: RRR

১০০) কাকে আর বি আই এর ডেপুটি গভর্নর হিসেবে পুনরায় নিযুক্ত করেছে
?

উত্তর: মাইকেল দেবব্রত পাত্র

১০১) প্রধানমন্ত্রী কোথায় সম্প্রতিক গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩ উদ্বোধন করলেন
?

উত্তর: ইন্দোর

১০২) ২০২২ সালে ভারতের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে  কোন দেশ  ?

উত্তর: দিল্লি

১০৩) ভারত  কোন দেশে শুরু হচ্ছেতরুণ পেশাদার স্কিম
?

উত্তর: যুক্তরাজ্

১০৪) কোন
IIT-
বার্ষিক সংস্কৃতি উৎসব সারাৎ শুরু হতে চলেছে
?

উত্তর: IIT Madrass

১০৫) ২০২৩ সালে কততম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ?

উত্তর: ৮০ তম

১০৬) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী FIH পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩ উদ্বোধন করেছেন ?

উত্তর: ওড়িশা

১০৭) টাকা পাওয়ার কোথায় হাউজিং সোসাইটির জন্য ভারতের প্রথম সোলার প্লান্ট স্থাপন করেছে ?

উত্তর: মুম্বাই

১০৮) কে সম্প্রতি ডিসেম্বর ২০২২ এর জন্য ICC পুরুষদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ?

 উত্তর: হ্যারি ব্রক

১০৯) কে সম্প্রতি “braving a viral storm India
covi-19 vaccine story”
শীর্ষক বইটি প্রকাশ করলেন ?

উত্তর: মনসুক মান্ডাভিয়া

১১০) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি শেয়ার্ড স্কুল বাস ব্যবস্থা চালু করেছেন ?

উত্তর: মেঘালয়

১১১) প্রধানমন্ত্রী কোথা থেকে বিশ্বের দীর্ঘতম নৌকা বিহার এমবভি গঙ্গা বিলাসের যাত্রা সূচনা করলেন
?

উত্তর: বারাণসী

১১২) কোন রাজ্য সরকার সম্প্রতিশহর্ষ
নাকম বিশেষ শিক্ষা প্রোগ্রাম চালু করেছে
?

উত্তর: ত্রিপুরা

১১৩) অনলাইন গেমিং ভারতের প্রথম সেন্টার অফ এক্সিলেন্স কোথায় স্থাপন করা হবে ?

উত্তর: শিলং

১১৪) কোন দেশ সম্প্রতি ইবোলা রোগের প্রাদুর্ভাবের সমাপ্তি ঘোষণা করেছে
?

উত্তর: উগান্ডা

১১৫) প্রতিবছর কতো তারিখে সেনা দিবস পালিত হয় ?

উত্তর: ১৫ই জানুয়ারি

১১৬) নিউ ইয়র্ক টাইমস ২০২৩ সালে ৫২ টি সেরা স্থানের মধ্যে একটি হিসেবে কোন রাজ্যকে বেছে নিয়েছে ?

উত্তর: কেরালা

১১৭) কোন রাজ্যের পোলাচিতে আন্তর্জাতিক বেলুন উৎসবের তম সংরক্ষণ শুরু হয়েছে
?

উত্তর: তামিলনাড়ু

১১৮) প্রধানমন্ত্রী সম্প্রতি কোন রুটের মধ্যে অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস সূচনা করলেন
?

উত্তর: সেকেন্দ্রাবাদ- বিশাখাপত্তনম

১১৯) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করেছেন
?

উত্তর: গুজরাত

১২০) .
শান্তি কুমারী সম্প্রতি কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন
?

উত্তর: তেলেঙ্গানা

১২১) ভারত কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌ মহড়ার ২১ তম সংরক্ষণ ধারণা ২০২৩ হয়েছে ?

উত্তর: ফ্রান্স

১২২) BharOS দেশীয় মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করেছে কোন IIT ?

উত্তর: IIT Madras

১২৩) প্রতিবছর কতো তারিখে বিশ্ব পরাক্রম দিবস  পালিত হয় ?

উত্তর: ২৩ শে জানুয়ারি

১২৪) কোন রাজ্যের বিমানবন্দরসেরা টেকসই গ্রিনফিল্ড বিমানবন্দরপুরস্কার জিতেছে
?

উত্তর: গোয়া

১২৫) প্রতিবছর কতো তারিখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয় ?

উত্তর: ২৪ শে জানুয়ারি

১২৬) কাকে সম্প্রতি DGCA- ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে ?

উত্তর: বিক্রম দেবদত্ত

১২৭) কাকে সম্প্রতি ন্যাশনাল হেলথ অথরিটি ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে
?

উত্তর: প্রবীণ শর্মা

১২৮) সম্প্রতি প্রয়াত নীলমণি ফুকন ছিলেন
?

উত্তর: কবি

১২৯) কোন রাজ্যের আজকাল পুলিশ স্টেশন ২০২২ সালের জন্য দেশের সেরা থানা হিসেবে NAH-দ্বারা পুরস্কৃত হয়েছে ?

উত্তর: ওড়িশা

১৩০) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক ক্রফেট সমিটউদ্বোধন করেছেন ?

উত্তর: ওড়িশা

১৩১) কে সম্প্রতি, ওই প্রসাদ চৌরাশিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন
?

উত্তর: ডক্টর প্রভা আত্রে

১৩২) কে সম্প্রতি মিস ইউনিভার্স ২০২২ খেতাব জিতলেন
?

উত্তর: আর’বনি গ্যাভিয়েল

১৩৩) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি স্কুল অফ এমিনেন্স প্রকল্প চালু করেছে ?

উত্তর: পাঞ্জাব

১৩৪) ২০২৩ প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলে কোন দেশের রাষ্ট্রপতি ?

উত্তর: মিশর

১৩৫) প্রতিবছর কতো তারিখে জাতীয় ভোটার্স দিবস  পালিত হয় ?

উত্তর: ২৫ শে জানুয়ারী

১৩৬) প্রতিবছর কোন তারিখে পালিত হয় জাতীয় পর্যটন দিবস ?

উত্তর: ২৫ শে জানুয়ারী

১৩৭) কোন রাজ্য সম্প্রতির জল সংরক্ষণ প্রকল্প চালু করেছে ?

উত্তর: ঝাড়খন্ড

১৩৮) কোন রাজ্যে 2025 সালের মধ্যে প্রথম গ্রীন এনার্জি রাজ্য হওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে
?

উত্তর: হিমাচল প্রদেশ

১৩৯) কোন
UT
লেপটেন্যান্ট গভর্নর
‘100 Days to beat plastic’
প্রচারা অভিযান শুরু করেছে ?

উত্তর: দিল্লি

১৪০) তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কোথায় সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করছে
?

উত্তর: মহারাষ্ট্র

১৪১) IIM আহমেদাবাদের নতুন ডিরেক্টর নিযুক্ত হলেন কে
?

উত্তর: ভারত ভাস্কর

১৪২) ২৬শে জানুয়ারি ২০২৩ কত তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে ?

উত্তর: ৭৪ তম

১৪৩) কতজন শিশুকে ২০২২ এর প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করা হয়েছে
?

উত্তর: ১১

More Pdf Download Link
ডিসেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button