গণিত পেডাগোগি Primary TET 2022 Class – 17
গণিত পেডাগোগি Primary TET 2022 Class – 17
Primary TET 2022 Class – 17 |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে গণিত পেডাগোগি Primary TET 2022 Class – 17, যেখানে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ১৭ গণিত পেডাগোগির উপর ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,
এই তালিকার মধ্যে সম্পূরক কোণদ্বয়ের পরিমাপের সমষ্টি কত, শূন্য কি ধরনের সংখ্যা, গণিত শিক্ষকের কোন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক একক পদ্ধতি কত সালে চালু হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
গণিত পেডাগোগি
০১) একটি অমূলদ
সংখ্যার উদাহরণ
দাও ?
উত্তর.
√3
০২) গণিত হলো যুক্তির অভ্যাসের
দ্বারা মনকে
স্থির করার
একটি উপায়
– উক্তিটি কার ?
উত্তর.
লক
০৩) অসীম দশমিক ভগ্নাংশ
সংখ্যায় দশমিক
বিন্দুর পর অংকগুলি পুনরাবৃত্তি
হলে তাকে
কোন ধরনের
দশমিক সংখ্যা
বলে?
উত্তর.
অসীম
আবৃত্ত
দশমিক
সংখ্যা
০৪) গণিতের ভুল ধারণা নিরাময়ের
সঠিক উপায়
কোনটি ?
উত্তর.
ঘনঘন
পরীক্ষার প্রয়োগ, পর্যাপ্ত অনুশীলন করানো এবং বাড়িতে অংক করতে দেওয়া
০৫) 0.333….. এই ভগ্নাংশটি
কি ধরনের
ভগ্নাংশের উদাহরণ
?
উত্তর.
আবৃত্ত
অসীম
দশমিক
ভগ্নাংশ
০৬) যে ত্রিভুজের
তিনটি বাহু
ও তিনটি
কোন সমান
থাকে কি ত্রিভুজ বলে ?
উত্তর.
সমবাহু
ত্রিভুজ
০৭) অবিন্যস্ত তথ্যসমূহ
কিভাবে সাজানো
থাকে ?
উত্তর.
বিচ্ছিন্নভাবে
০৮) মূল্যায়ন সর্বদা
কি ধরনের
হওয়া উচিত
?
উত্তর.
লক্ষ্য
ভিত্তিক
০৯) জ্যামিতিক ধারণা
দেওয়ার জন্য
ব্যবহৃত গুরুত্বপূর্ণ
সরঞ্জাম কি ?
উত্তর.
গারবোর্ড
১০) শূন্য কি ধরনের সংখ্যা
?
উত্তর.
মূলদ
সংখ্যা
১১) মেট্রিক পদ্ধতিতে
ভরের একক পরিমাপের আন্তর্জাতিক
একক কত ?
উত্তর.
কিলোগ্রাম
১২) Mathematics is the gateway
and key to all science – উক্তিটি কার ?
উত্তর.
রোজার
বেকন
১৩) একটি স্থূলকোণের
বিপ্রতীপ কোনটি
সর্বদা কি ধরনের কোণ হবে ?
উত্তর.
সূক্ষ্মকোণ
১৪) আধুনিক ভারতীয়
রূপির জন্ম
হয়েছে কোন সম্রাটের সময়কালে
?
উত্তর.
শেরশাহ
১৫) গণিত শেখার
ক্ষেত্রে ITC কি করে ?
উত্তর.
শিক্ষার্থীদের ভয় বা ভীতি থেকে মুক্ত করে
১৬) গণিত শিক্ষকের
কোন বিষয়টি
অত্যন্ত গুরুত্বপূর্ণ
?
উত্তর.
শিক্ষাদান কার্যে দক্ষ হওয়া
১৭) কোন ত্রিভুজের
একটি কোণ অপর দুটি
কোণের সমষ্টির
সমান হলে, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ
হবে ?
উত্তর.
সমকোণী
ত্রিভুজ
১৮) একটি সংজ্ঞাহীন
পদের উদাহরণ
দাও ?
উত্তর.
বিন্দু
১৯) তথ্য রাশিকে
তাদের মানের
ক্রমানুসারে সজ্জিত
করলে সেগুলি
কি ধরনের
তথ্য পরিণত
হয় ?
উত্তর.
বিন্যস্ত তথ্য
২০) একজন ভালো
গণিতবিদ হতে গেলে তাকে
অবশ্যই কোন বিষয়ের উপর সক্ষম হতে হবে ?
উত্তর.
প্রয়োগ
এবং
ধারণাগুলির জুড়ে সংযোজন হতে হবে
২১) গণিতে প্রস্তুতিকালীন
মূল্যায়ন কোনটি
?
উত্তর.
একক
পরীক্ষা
২২) Measurement is the assignment
of numerals to to events or objects
according to rules – উক্তিটি কার ?
উত্তর.
স্টিভেন্স
২৩) সম্পূরক কোণদ্বয়ের
পরিমাপের সমষ্টি
কত ?
উত্তর.
180⁰
২৪) অসুস্থ হওয়ার
কারণে শিক্ষার্থীদের
মধ্যে ভয় সঞ্চার হওয়ার
ফলে কোন ত্রুটি লক্ষ্য
করা যায়
?
উত্তর.Student
oriented error
২৫) ১০ ডেসিমিটার = ?
উত্তর.
১
মিটার
২৬) আন্তর্জাতিক একক পদ্ধতি কত সালে চালু
হয় ?
উত্তর.
১৯৬০
২৭) সংশোধনী শিক্ষার
একটি উদ্দেশ্য
দাও ?
উত্তর.
পিছিয়ে
যাওয়া
শিক্ষার্থীকে সাহায্য
২৮) কোন সংস্কৃতিক
প্রতিশব্দ থেকে রূপি শব্দটি
নেওয়া হয়েছে
?
উত্তর.
রূপকম
২৯) যে অভীক্ষার
সাহায্যে শিক্ষার্থীদের
গণিত বিষয়ক
ভুল ধারণা
গুলিকে চিহ্নিত
করা হয়
তাকে কি
বলা হয়
?
উত্তর. নির্ণায়ক অভীক্ষা
৩০) প্রস্তুতিকালীন মূল্যায়ন কি ?
উত্তর. শিক্ষণ শিখন চলাকালীন মূল্যায়ন
File Name: Primary TET 2022
File Size: 1.4 Mb
File Formate: Pdf
Sub: গণিত পেডাগোগি
Class: 17
No Of Pages: 03
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
---|---|
WB Primary TET 2022 Class – 16 পরিবেশ পেডাগোগি | Click Here |
WB Primary TET 2022 Class – 15 গনিত পেডাগোগি | Click Here |