উদ্ভিদের সালোকসংশ্লেষের গুরুত্বপূর্ণ তথ্য PDF
উদ্ভিদের সালোকসংশ্লেষের গুরুত্বপূর্ণ তথ্য
উদ্ভিদের সালোকসংশ্লেষের গুরুত্বপূর্ণ তথ্য |
📌WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে উদ্ভিদের সালোকসংশ্লেষের গুরুত্বপূর্ণ তথ্য PDF, যেখানে সালোকসংশ্লেষ কাকে বলে বা তার সংজ্ঞা তথা সালোকসংশ্লেষে সক্ষম ও অক্ষম উদ্ভিদের নাম কি, সালোকসংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয় বা প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি, সালোকসংশ্লেষ ও শ্বসন এর মধ্যে প্রধান সাদৃশ্য ও সম্পর্ক কোনটি অতঃপর সালোকসংশ্লেষের আলোক দশা ও অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয় বা কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়ে থাকে বা আলোর প্রয়োজন হয় কেন তথা সালোকসংশ্লেষের ভূমিকা, গুরুত্ব ও তাৎপর্য কি বা এতে জলের ভূমিকা কি আছে , সালোকসংশ্লেষ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন এবং ক্লোরোফিলের ভূমিকা কি, কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয় এবং শ্বসন ও সালোকসংশ্লেষ এর মধ্যে পার্থক্য কি, এই সমস্ত তথ্য অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে,, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in
উদ্ভিদের সালোকসংশ্লেষের গুরুত্বপূর্ণ তথ্য
০১) সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে ?
উত্তর. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়
০২) সালোকসংশ্লেষ
কি
জাতীয়
বিপাক
ক্রিয়া
?
উত্তর. উপচিতি
০৩) সালোকসংশ্লেষ কখন হয় ?
উত্তর. সালোকসংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ দিনের বেলায় সম্পন্ন হয়।
০৪) সালোকসংশ্লেষ কোথায় ঘটে ?
উত্তর. উদ্ভিদের সকল ক্লোরোফিল যুক্ত কোষে বিশেষত পাতার মেসোফিল কলায়।
০৫) কোন প্রকার উদ্ভিদ কলায় সালোকসংশ্লেষ ঘটে ?
উত্তর. সবুজ পাতার মেসোফিল কলায়
০৬) কোন প্রকার জীব সালোকসংশ্লেষে সক্ষম ?
উত্তর. যেসব জীবের দেহে ক্লোরোফিল আছে, তারাই সালোকসংশ্লেষে সক্ষম। যেমন– সবুজ উদ্ভিদ
০৭) কোন উদ্ভিদ সালোকসংশ্লেষে অক্ষম ?
উত্তর. ছত্রাক জাতীয় উদ্ভিদ (ইস্ট, অ্যাগারিকাস, পেনিসিলিয়াম), মৃতজীবী সপুষ্পক উদ্ভিদ, ও সপুষ্পক পরজীবী উদ্ভিদ (স্বর্ণলতা) প্রভৃতি ক্লোরোফিল বিহীন উদ্ভিদ
০৮) সালোকসংশ্লেষে
সক্ষম
দুটি
প্রাণীর
কি
?
উত্তর. ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা
০৯) সবুজ উদ্ভিদ ছাড়া আর কোন জীব সালোকসংশ্লেষে সক্ষম ?
উত্তর. স্বভোজী ব্যাকটেরিয়া, ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা নামক প্রাণী
১০) সালোকসংশ্লেষ
প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদান গুলি কি কি ?
উত্তর. কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যলোক ও ক্লোরোফিল
১১) সালোকসংশ্লেষে
প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে কোনগুলি কাঁচামাল হিসেবে পরিচিত ?
উত্তর. জল, কার্বন–ডাই–অক্সাইড
১২) সালোকসংশ্লেষের উপাদানগুলির মধ্যে কোনগুলি অভ্যন্তরীণ উপাদান ?
উত্তর. ক্লোরোফিল
১৩) সালোকসংশ্লেষের উপাদান গুলির মধ্যে কোনগুলি বাহ্যিক উপাদান ?
উত্তর. জল, কার্বন–ডাই–অক্সাইড ও সূর্যালোক
১৪) সালোকসংশ্লেষ প্রক্রিয়ার কোন উপাদান সূর্যলোক শোষণে সক্ষম ?
উত্তর. ক্লোরোফিল
১৫) ক্লোরোফিল সূর্যালোকের কোন কণা শোষণ করে ?
উত্তর. ফোটন কণা
১৬) সালোকসংশ্লেষে কোন উপাদান দুটি এর বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় ?
উত্তর. H2O ও Co2
১৭) সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি কি কি দশায় বিভক্ত ?
উত্তর. দুটি দশায় বিভক্ত, আলোক দশা এবং অন্ধকার দশা
১৮) আলোক দশা কোথায় ঘটে ?
উত্তর. ক্লোরোপ্লাস্টের গ্রানায়
১৯) অন্ধকার দশা কোথায় ঘটে ?
উত্তর. ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
২০) সালোকসংশ্লেষের অন্ধকার দশায় ব্যবহৃত কাঁচামালটির নাম কি ?
উত্তর. কার্বন ডাই অক্সাইড
২১) সালোকসংশ্লেষের কোন কাঁচামালটি উভয় দশাতেই ব্যবহৃত হয় ?
উত্তর. জল
২২) সালোকসংশ্লেষের বিক্রিয়া কালে কোন উপাদানটি বিজারিত হয় ?
উত্তর. কার্বন ডাই অক্সাইড
২৩) অঙ্গার আত্তীকরণ কোন দশায় ঘটে ?
উত্তর. অন্ধকার দশা
২৪) সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য কোন মৌলকে যৌগ রূপে সরাসরি বাতাস থেকে গ্রহণ করে ?
উত্তর. কার্বন
২৫) উদ্ভিদের কোন জৈবিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় ?
উত্তর. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়
২৬) সালোকসংশ্লেষের আলোক দশায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কোন যৌগে আবদ্ধ হয় ?
উত্তর. ATP অণুর মধ্যে
২৭) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কি শক্তিরূপে খাদ্যে আবদ্ধ হয় ?
উত্তর. স্থৈতিক শক্তিরূপে
২৮) প্রতি গ্রাম অনু গ্লুকোজে কত ক্যালরি শক্তি আবদ্ধ থাকে ?
উত্তর. ৬৮৬ কিলোক্যালরি
২৯) অন্ধকার দশা বা কেলভিন চক্রের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে কে ?
উত্তর. ATP
৩০) সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় শক্তি কোথা থেকে আসে ?
উত্তর. সূর্য থেকে
৩১) ATP এর পুরো নাম কি ?
উত্তর. অ্যাডিনোসিন ট্রাই ফসফেট
৩২) ADP এর পুরো নাম কি ?
উত্তর. এডিনোসিন ডাই ফসফেট
৩৩) NADPH এর পুরো নাম কি ?
উত্তর. বিজড়িত নিকোটিনামাইড অ্যাডিনিন নিউক্লিওটাইড ফসফেট
৩৪) ADP থেকে ATP তৈরি হবার জন্য কোন উপাদান প্রয়োজন ?
উত্তর. অজৈব ফসফেট
৩৫) সালোকসংশ্লেষের আলোক দশায় কোন যৌগটি হিল বিকারক এর কাজ করে ?
উত্তর. NADP
৩৬) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যুক্ত যৌগ টির নাম কি ?
উত্তর. ফসফোগ্লিসারিক অ্যাসিড
৩৭) ফসফোগ্লিসারিক অ্যাসিড কত কার্বনযুক্ত হয় ?
উত্তর. তিন কার্বন যুক্ত
৩৮) উদ্ভিদের কোন জৈবিক প্রক্রিয়ার ফলে পরিবেশে অক্সিজেন নির্গত হয় ?
উত্তর. সালোকসংশ্লেষ
৩৯) পৃথিবীর যাবতীয় শ্বেতসার জাতীয় পদার্থে কার্বন এর উৎস কি ?
উত্তর. Co2
৪০) সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্য উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গে কিভাবে জমা থাকে ?
উত্তর. শ্বেতসার রূপে
৪১) গ্লুকোজের উপাদান গুলি কি কি ?
উত্তর. কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন
৪২) উদ্ভিদের কোন যৌগিক ক্রিয়ার ফলে বায়ুমন্ডলে Co2 গ্যাসের
পরিমাণ হ্রাস পায় এবং O2 এর পরিমাণ
বৃদ্ধি পায় ?
উত্তর. সালোকসংশ্লেষ
৪৩) সালোকসংশ্লেষে উপজাতীয় পদার্থরূপে কি কি উৎপন্ন হয় ?
উত্তর. জল ও অক্সিজেন
৪৪) সালোকসংশ্লেষে কি কি পদার্থ উৎপন্ন হয় ?
উত্তর. গ্লুকোজ, জল ও অক্সিজেন
৪৫) জলের আলোক বিশ্লেষণে এর সাহায্য করে কে ?
উত্তর. সক্রিয় ক্লোরোফিল
৪৬) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল কি হিসাবে কাজ করে ?
উত্তর. জৈব অনুঘটক
৪৭) সালোকসংশ্লেষের কোন দশায় কার্বন–ডাই–অক্সাইড গ্যাসের প্রয়োজন হয় ?
উত্তর. অন্ধকার দশা
৪৮) আলোক দশায় কোন যৌগ জারিত হয় ?
উত্তর. জল
৪৯) সালোকসংশ্লেষ এর বিপরীত জৈবনিক প্রক্রিয়াটি কি ?
উত্তর. শ্বসন
৫০) সবুজ উদ্ভিদে দিনের বেলায় Co2 গ্যাস
সৃষ্টি হয় কি ?
উত্তর. হ্যাঁ, কারণ সবুজ উদ্ভিদে দিনের বেলায় শ্বসন ক্রিয়া চলে
File Name: উদ্ভিদের সালোকসংশ্লেষের গুরুত্বপূর্ণ তথ্য
File Size: 2.2 Mb
File Formate: Pdf
No Of Pages: 8
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
General Knowledge For Science In Bengali Free Pdf Download | Click Here |
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ PDF | Click Here |