EXCISE CONSTABLEQUESTION PAPER

আবগারি কনস্টেবল মেন ২০২২ Solved Paper PDF

 আবগারি কনস্টেবল মেন ২০২২ Solved Paper

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আবগারি কনস্টেবল মেন ২০২২ Solved Paper PDF
আবগারি কনস্টেবল মেন ২০২২ Solved Paper

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে আবগারি কনস্টেবল মেন ২০২২ Solved Paper PDF, যেখানে আবগারি পুলিশের ইন্সপেক্টর পদের জন্য ২০২২ সালের উল্লেখযোগ্য প্রশ্ন এবং উত্তর বিস্তারিতভাবে দেওয়া হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


আবগারি কনস্টেবল মেন ২০২২ Solved paper 

০১) টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3,6,9,12,15 এবং 18 সেকেন্ড অন্তর বাজে 30 মিনিট সময়ে ঘন্টা গুলো একত্রে কতবার বাজবে ?

উত্তর. ১০
বার

০২) রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. গলফ

০৩) একটি 45 লিটার দুধ জলের মিশ্রনে দুধ জলের অনুপাত 4:3 এই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে ?

উত্তর. ১৫
লিটার

০৪) সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উসেইন বোল্ট কোন দেশের অধিবাসী ?

উত্তর. জামাইকা

০৫) নিম্নলিখিত তার মধ্যে কে ‘Father of the Indian Unrest’ বলে অভিহিত হন ?

উত্তর.
বালগঙ্গাধর তিলক

০৬) নিম্নলিখিত কোন শব্দটি দ্বারা মাকড়সার থেকে ভয় কে বোঝানো হয় ?

উত্তর. অ্যারকনোফোবিয়া

০৭) ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয় ?

উত্তর. কেরালা

০৮) I _ never seen such a picture before ?

উত্তর. Have

০৯) সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ এর কথা বলা হয়েছে ?

উত্তর. 17 নম্বর
ধারা

১০) যদি (A+B) এর 15%= (A-B) এর 25% হয়, তাহলে A, B-এর কত শতাংশ ?

উত্তর. 400%

১১) কোন পাল সম্রাট বিক্রমশীলা মহাবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ?

উত্তর. ধর্মপাল

১২) শিলা এবং বেলা তাদের অফিস থেকে বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে এবং দুজনেই 10 কিমি যায় এরপর শিলা বামদিকে ঘুরে আরো 10 কিমি এবং বেলা ডানদিকে ঘুরে 10 কিমি গিয়ে থাকলে, বর্তমানে তাদের মধ্যে দূরত্ব কত কিমি ?

উত্তর. ২০ কিমি

১৩) আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত ?

উত্তর. সাভানা
তৃণভূমি

১৪) এক ব্যক্তি একটি কাজ পাঁচ দিনে করতে পারে কিন্তু তার ছেলের সাহায্য নিলে কাজটি তিন দিনে সম্পন্ন হয় তার ছেলে একা কতদিন কাজটি করতে পারবে ?

উত্তর. ৭.৫ দিনে

১৫) সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 35 দিয়ে ভাগ করলে 25 অবশেষ থাকে, 45 দিয়ে ভাগ করলে 35 অবশেষ থাকে এবং 55 দিয়ে ভাগ করলে 45 অবশেষ থাকে ?

উত্তর. 3455

১৬) 1960 মিটার লম্বা একটি রাস্তার দুপাশে সর্বাধিক কতগুলি গাছ লাগানো সম্ভব, যদি গাছগুলি 20 মিটার অন্তর রোপণ করা হয়ে থাকে ?

উত্তর. 198 টি
গাছ

১৭) he got too tired _ over work ?

উত্তর. Because of

১৮) ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন ?

উত্তর.
পর্তুগিজ

১৯) নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসের সঙ্গে সম্পর্কযুক্ত ?

উত্তর. স্ট্রাটোস্ফিয়ার

২০) যদি কোনো মাসের 7 তারিখ রবিবারের দুদিন আগে হয়, তবে ওই মাসের 27 তারিখ কি বার হবে ?

উত্তর. বৃহস্পতিবার

২১) যথার্থ বর্ণমালা দ্বারা শূন্যস্থান পূরণ করো ?

baab_c_bcbdc_dc_dded

উত্তর. bcde

২২) দুটি অংকের একটি সংখ্যা এবং সেই সংখ্যাটি অংকগুলির স্থান পরিবর্তন করলে যে সংখ্যায় তাদের অন্তর ২৭ মূল সংখ্যাটি কত ?

উত্তর. ৮৫

২৩) দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

উত্তর. ল্যাকটোমিটার

২৪) Find out whether there is any grammatical error in the
sentence below :

 If she will be promoted/she will get/a higher
salary
?

উত্তর. If she will be promoted

২৫) এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর আগের বয়সের 150% হলে, ওই ব্যক্তির বর্তমান বয়স কত ?

উত্তর. 30 বছর

২৬) সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে ?

উত্তর. 25%

২৭) স্বত্ববিলোপ নীতি কে প্রণয়ন করেন ?

উত্তর. লর্ড
ডালহৌসি

২৮) সাংসদ উন্নয়ন তহবিল থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রত্যেক সংসদকে প্রতিবছর কত টাকা করে দেওয়া হয় ?

উত্তর.
কোটি

২৯) হর্ষচরিত কে রচনা করেন ?

উত্তর. বানভট্ট

৩০) তিন বছর আগে পাঁচ সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল 17 বছর এরপর একটি বাচ্চা জন্ম গ্রহন করল কিন্তু বর্তমানে সেই পরিবারটির গড় বয়স একই থাকলে , বাচ্চাটির বর্তমান বয়স কত ?

উত্তর.
বছর

৩১) সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে ১২ এবং ১৮০ যদি সংখ্যা দুটির অন্তর ২৪ হয়,  তবে তাদের যোগফল কত ?

উত্তর. ৯৬

৩২) বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয় ?

উত্তর. হীনযান

৩৩) থেকে ৩০০এর মধ্যে কতগুলি এমন সাধারণ সংখ্যা আছে যেগুলি দ্বারা বিভাজ্য ?

উত্তর. ৪২
টি

৩৪) কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ ?

উত্তর. ধেবর

৩৫) দুটি সংখ্যার যোগফল এর বর্গ তাদের গুণফল এর চার গুনের সমান হলে, সংখ্যা দুটির অনুপাত কত ?

উত্তর. 1:1

৩৬) P X- এর মা X Z-এর স্ত্রী Y P-এর ভাই এবং Q P –এর স্বামী হলে , Q,Z এর কে হয় ?

উত্তর. শশুর

৩৭) ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয় ?

উত্তর. মনিপুর

৩৮) ভারতবর্ষের কোন দ্রাঘিমাংশকে standard
meridian
বলা হয় ?

উত্তর. 82⁰30/ পূর্ব

৩৯) অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর. সরযূ

৪০) কোষের শক্তিঘর কাকে বলা হয় ?

উত্তর. মাইটোকনড্রিয়া

৪১) ১৯০৭ সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে ?

উত্তর. সুরাট

৪২) মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে ?

উত্তর. যকৃত

৪৩) Theory of Relativity এর প্রবক্তা কে ?

উত্তর. আলবার্ট
আইনস্টাইন

৪৪) সম্প্রতি কোন ভারতীয় টুইটারের CEO নির্বাচিত হয়েছেন ?

উত্তর. পরাগ
আগারওয়াল

৪৫) কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তর. ১৯৫১
সালে

৪৬) স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তির 6 ঘন্টা সময় লাগে এবং স্রোতের প্রতিকূলে তার ওই একই দূরত্ব যেতে 1.5 গুণ বেশি সময় লাগে যদি স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হয় , তবে স্থির জলে ওই ব্যক্তি এক ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে ?

উত্তর. ১০
কিমি

৪৭) কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয় ?

উত্তর. মহানদী

৪৮) কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ?

উত্তর. প্রথম
পুলকেশী

৪৯) নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহৃত হয়েছিল ?

উত্তর. পানিপথের
প্রথম যুদ্ধ

৫০) গোলকুণ্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর. তেলেঙ্গানা

৫১) ভারতবর্ষের কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?

উত্তর. উত্তর
প্রদেশ

৫২) change the direct speech to indirect speech :

He said to his servant “why
are you so lazy today ?”

উত্তর. He asked his servant why he was so lazy that
day.

৫৩) যদি নিম্নলিখিত প্রাণীদের তাদের প্রমাণ দেহের আকার অনুযায়ী ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমে সাজানো হয় তবে সেটি কোনটি হবে ?

a) হাতি, b) বিড়াল, c) মশা, d) বাঘ, e) তিমি মাছ

উত্তর. C, b, d, a, e


File Name: আবগারি কনস্টেবল মেন ২০২২ Solved paper 

File Size: 794 Kb

File Formate: Pdf

No Of Pages: 7

Download Pdf: Click To Download


More Pdf Download Link
WBP SI 2021 Preliminary Question & Answer PDF Click Here
RRB Group-D জেনারেল নলেজ PDF (১) Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button