WBP & KP Constable GK 2022 Class – 03

WBP & KP Constable GK 2022 Class – 03

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WBP & KP Constable GK 2022 Class - 03
WBP & KP Constable GK 2022 Class – 03

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBP & KP Constable 2022 for GK set – 01, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ২০২২ পর্ব – ০৩ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

WBP & KP Constable GK 2022 Class – 03

০১) নাসিক শহর কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর.
গোদাবরী

০২) অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর.
সরযু

০৩) কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর.
হুগলি

০৪) প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় লাভ করে কোন দেশ ?

উত্তর.
ওয়েস্ট
ইন্ডিজ

০৫) প্রথম ক্রিকেট বিশ্বকাপে আয়োজক দেশের নাম কি ?

উত্তর.
ইংল্যান্ড

০৬) ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয় কত সালে ?

উত্তর.
১৯৭৮

০৭) সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত ?

উত্তর.
সিমলা

০৮) ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?

উত্তর.
হরিয়ানা

০৯) ইনপুট ডিভাইসের নাম কি ?

উত্তর.
ওয়েবক্যাম

১০) ১৯৮২ সালে এশিয়ান গেমস হোস্ট করে কোন দেশ ?

উত্তর.
ভারত

১১) ১৯৫১ সালে প্রথম এশিয়ান গেমসের আসর কোথায় বসে ?

উত্তর.
নিউ
দিল্লী

১২) Listen to Your Heart : The
London Avengers
বইটির রচয়িতা কে ?

উত্তর.
রাস্কিন
বন্ড

১৩) উত্তরপ্রদেশে কোন জাতীয় উদ্যান টি অবস্থিত ?

উত্তর.
দুধওয়া

১৪) কত সালে সুন্দরবনকে ন্যাশনাল ইউনেস্কো হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ?

উত্তর.
১৯৮৭

১৫) পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি ?

উত্তর.
ছাতিম

১৬) পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি ?

উত্তর.
সাদা
বুক
মাছরাঙ্গা

১৭) নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত ?

উত্তর.
পাটিয়ালা

১৮) SEBI এবং NABARD এর হেড কোয়াটার্স কোথায় অবস্থিত ?

উত্তর.
মুম্বাই

১৯) ISRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত
?

উত্তর.
ব্যাঙ্গালোর

২০) দারিংবাড়ি হিল স্টেশন ভারতের কোথায় অবস্থিত
?

উত্তর.
উড়িষ্যা

২১) ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?

উত্তর.
সুকুমার
সেন

২২) ভারতের 25 তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন কে ?

উত্তর.
রাজীব
কুমার

২৩) The idea of India শীর্ষক পুস্তকটি রচয়িতা কে ?

উত্তর.
সুনীল
খিলনানি

২৪) Tomb of Sand উপন্যাসটির জন্য কে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে ?

উত্তর.
গীতাঞ্জলি শ্রী

২৫) প্রতিবছর কত সালে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় ?

উত্তর.
29 শে
আগস্ট

২৬) জাতীয় কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী এই দুই দল কবে বিভক্ত হয় ?

উত্তর.
১৯০৭

২৭) রাজা রামমোহন রায় কি প্রতিষ্ঠা করেন ?

উত্তর.
ব্রাহ্মসমাজ

২৮) রাম চরিত গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর.
সন্ধ্যাকর নন্দী

২৯) ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ ?

উত্তর.
বৌদ্ধ

৩০) পাটলিপুত্র কে মগধের রাজধানী হিসেবে কে প্রতিষ্ঠা করেছিলেন
?

উত্তর.
উদয়ী
ভদ্র

৩১) হর্ষবর্ধনের আমলে কোন চীনা পন্ডিত ভারতে আসেন ?

উত্তর.
হিউ
এন
সাং

৩২) চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কে ভারতে আসেন ?

উত্তর.
মেগাস্থিনিস

৩৩)
দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন কার আমলে হয় ?

উত্তর.
কালাশোক

৩৪) দানসাগর অদ্ভুতসাগর গ্রন্থের রচয়িতা কে
?

উত্তর.
বল্লাল সেন

৩৫) পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন কে ?

উত্তর.
যশোর বর্মন

৩৬) নিখিল ভারত হোমরুল লীগের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর.
অ্যানি বেসান্ত

৩৭) ভারতের বিপ্লববাদের জননী নামে খ্যাত ছিলেন ?

উত্তর.
মাদাম কামা

৩৮) বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন
?

উত্তর.
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

৩৯) পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?

উত্তর.
কাইটিন

৪০) শ্বেত রক্তকণিকা কবে আবিষ্কৃত হয়
?

উত্তর.
১৯২২

৪১) রামমোহন রায় কে
ভারত পথিক
বলে কে সম্মান জানিয়েছেন ?

উত্তর.
রবীন্দ্রনাথ ঠাকুর

৪২) বাংলা গেজেট পএিকার সম্পাদক কে
?

উত্তর. গঙ্গাকিশোর ভট্টাচার্যের

৪৩) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উত্তর. লালা লাজপত রায়

৪৪) পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?

উত্তর. কাইটিন

৪৫) বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়
?

উত্তর. ৭ ই এপ্রিল

৪৬) বীরাঙ্গনা কাব্যের রচয়িতা কে ?

উত্তর. মাইকেল মধুসূদন দত্ত 

৪৭) ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক মহিলা কে
?

উত্তর. ভানু আথাইয়া

৪৮) থাইল্যান্ডের মুদ্রার নাম কি ?

উত্তর. Thai baht

৪৯) সিকিমের রাজধানীর নাম কি ?

উত্তর. গ্যাংটক 

৫০) ‘বঙ্গবিভূষণসম্মান কত সাল থেকে দেওয়া শুরু হয় ?

উত্তর. ২০১১ 


File Name: WBP & KP Constable GK 2022 

File Size: 1.5 Mb

Class: 03

File Formate: PDF

No Of Pages: 06

Download Pdf: Click To Download

More PdfDownload Link
WBP & KP Constable 2022 for GK set – 01Click Here
WBP & KP Constable GK 2022 , Class – 02Click Here

Leave a Comment