Wbp and KP Constable GK 2022 Class – 10

Wbp and KP Constable GK 2022 Class – 10

Wbp and KP Constable GK 2022 Class - 10
Wbp and KP Constable GK 2022 Class – 10

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে Wbp and KP Constable GK 2022 Class – 10, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ২০২২ পর্ব – ১০ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৪০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, 

এই তালিকার মধ্যে  লোদী বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে , লোকসভার প্রথম স্পিকার কে, হাইড্রোলিক প্রেসের নীতি, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

Wbp and KP Constable GK 2022 Class – 10

০১) কোন আধিকারিক পার্লামেন্টের
সদস্য না হয়েও পার্লামেন্টের
যেকোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ
করতে পারেন ?

উত্তর.
অ্যাটর্নি জেনারেল

০২) হাইড্রোলিক প্রেসের নীতি কোন সূত্রের
উপর নির্ভরশীল ?

উত্তর.
পাস্কালের সূত্র

০৩) লোকসভার প্রথম স্পিকার কে
?

উত্তর.
গণেশ বাসুদেব মাভালঙ্কার

০৪) ভারতের শেষ গভর্নর
জেনারেল কে ছিলেন ?

উত্তর.
চক্রবর্তী রাজা গোপালাচারী

০৫) ভজন সোপারি কোন
বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন
?

উত্তর.
সন্তুর

০৬) ফ্রেঞ্চ ওপেন ২০২২ পুরুষদের
একক শিরোপা জিতলেন কে
?

উত্তর.
রাফায়েল নাদাল

০৭) World
Wide Web এর উদ্ভাবন করেন কে ?
উত্তর. টিম বার্নস লি

০৮) কোন সালে ভারতীয়
পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত
অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করে ?

উত্তর.
১৯৬৭

০৯) Back
to Vedas স্লোগানটির প্রবর্তক কে ?

উত্তর.
স্বামী দয়ানন্দ সরস্বতী

১০) কোন দেশের সহযোগিতায়
কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে ?

উত্তর.
রাশিয়া

১১) স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ
মিশন প্রতিষ্ঠা করেছেন কত খ্রিস্টাব্দে
?

উত্তর.
১৮৯৭ সালে

১২) সালোকসংশ্লেষের জন্য কোনটি অবশ্যই
গুরুত্বপূর্ণ ?

উত্তর.কার্বন-ডাই-অক্সাইড

১৩) কোন সমাজ সংস্কারক
পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন
?

উত্তর.
ই ভি রামস্বামী নাইকার

১৪) ICC
2019 ওডিআই ক্রিকেটার অফ ক্রিকেটার পুরস্কার
জিতেছে ?

উত্তর.
রোহিত শর্মা

১৫) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নতুন করে মোট
কয়টি জেলার ঘোষণা করলেন
?

উত্তর.

১৬) ষোড়শ মহাজনপদ কোন
বইতে উল্লেখিত হয়েছে ?

উত্তর.
অঙ্গুরত্ব নিকায়

১৭) কাকে ভারতের Local Self Government এর জনক বলা
হয় ?

উত্তর.
লড রিপন

১৮)  হাঁপানি
বা তীব্র শ্বাসকষ্ট রোধে
কোন হরমোন প্রয়োগ করা
হয় ?

উত্তর.
অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন

১৯) ভারতীয় অর্থনীতি কি ?

উত্তর.মিশ্র অর্থনীতি

২০) নিরাজ চোপড়া সম্প্রতি
কত মিটারে জ্যাফলিন থ্রো
তে নতুন রেকর্ড গড়লেন
?

উত্তর.
৮৯.৩ মিটার

২১) হুতুম পেঁচা কার
ছদ্মনাম ?

উত্তর.
কালীপ্রসন্ন সিংহ

২২) কোন আন্দোলনকে নামধারী
আন্দোলন বলা হয় ?

উত্তর.
কুকা

২৩) বাংলা ভাষায় প্রথম
সংবাদপত্রের নাম কি ?

উত্তর.
সমাচার দর্পণ

২৪) ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষি ক্ষেত্র হলো

উত্তর.অঙ্গরাজ্যের বিষয়

২৫) কোন বছর জাতীয়
কংগ্রেস পূর্ণ স্বরাজ এর
প্রস্তাব গ্রহণ করে ?

উত্তর.
১৯২৯

২৬) লোদী বংশের সর্বশ্রেষ্ঠ
শাসক কে ছিলেন ?

উত্তর.
সিকান্দার শাহ লোদী

২৭) ভারতের ৪৯ তম
প্রধান বিচারপতি কে ছিলেন ?

উত্তর.উদয় উমেশ ললিত

২৮) বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর
তীরে অবস্থিত ?

উত্তর.
কৃষ্ণা

২৯) যখন আপাতন কোন
দুটি মাধ্যমে সংকট কোণের সমান
হয়, তখন প্রতিসরণ কোণের
মান কত হয় ?

উত্তর.
90⁰

৩০) সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমিকে কি
বলে ?

উত্তর.
বাদা

৩১) National
science Day কবে পালন করা হয়
?

উত্তর.
28 ফেব্রুয়ারি

৩২) লোকসভার স্পিকার মান – মর্যাদায় কোন
পদাধিকারীর সমতুল্য ?

উত্তর.
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

৩৩) সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর.
প্রমথ চৌধুরী

৩৪) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে
হয়েছিল ?

উত্তর.
১৫৫৬

৩৫) শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়
কত সালে ?

উত্তর.
১৮১৮

৩৬) ইস্ট্রোজেন হরমোন কোন্ স্থান
থেকে ক্ষরিত হয় ?

উত্তর.
ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল
থেকে

৩৭) কোন বিষয়টি যুগ্ম
তালিকায় অন্তর্ভুক্ত ?

উত্তর.
শিক্ষা

৩৮) গান্ধীজী প্রথম ও শেষ
বারের জন্য সভাপতি হন
জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ?

উত্তর.
বেলগাঁও অধিবেশন

৩৯) CIL
এর ফুল ফর্ম কি
?

উত্তর.
Coal India Limited

৪০) বান্ধবগড় জাতীয় উদ্যান কোন
রাজ্যে অবস্থিত ?

উত্তর.
মধ্যপ্রদেশ


File Name: Wbp and KP Constable GK 2022 

File Size: 1.4 Mb

File Formate: Pdf

Class: 10

No Of Pages: 03

Download Pdf: Click To Download 

More PdfDownload Link
WBP & KP Constable GK 2022 Class – 09Click Here
WBP & KP Constable GK 2022 Class – 08Click Here

Leave a Comment