WB Primary TET 2022 Class – 12 বাংলা ব্যাকরন
WB Primary TET 2022 Class – 12 বাংলা ব্যাকরন |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WB Primary TET 2022 Class – 12 বাংলা ব্যাকরন , যেখানে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ১২ বাংলা ব্যাকরন বাচ্যের উপর ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,
এই তালিকার মধ্যে কোন বাচ্যের বাচ্চ্যান্তর ঘটে না, কর্তিবাচ্য, কর্মবাচ্য , অপদান, সম্প্রদান, অধিকরণ , তৎপুরুষ সমাস কি ও বৈশিষ্ট্য ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
WB Primary TET 2022 Class – 12 বাংলা ব্যাকরন
০১) কর্তাবিহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে , তাকে কি বলে ?
উত্তর.
কর্মকর্তৃবাচ্য
০২) কর্মকর্তৃবাচ্যে কে কার ভূমিকা নেয় ?
উত্তর.
ক্রিয়া কর্তার
০৩) কর্মবাচ্যে কি প্রাধান্য পায় ?
উত্তর.
কর্ম
০৪) ক্রিয়া সর্বদাই সকর্মক কিংবা দ্বি–কর্মক হয় কোন বাচ্যে ?
উত্তর.
কর্মবাচ্যে
০৫) কর্তৃবাচ্যে কার অনুগামী হয় ?
উত্তর.
কর্তৃপদের
০৬) অকর্মক কি আর ভাবটিই মুখ্য হয় কোন বাচ্যে ?
উত্তর.
ভাববাচ্যে
০৭) দ্বন্দ্ব সমাসের দুটি পদের মাঝে কোন অব্যয় থাকে ?
উত্তর.
সংযোজক অব্যয়
০৮) কোন বাচ্যের কর্মকেই কর্তা রূপে গণ্য করা হয় ?
উত্তর.
কর্তৃকর্মবাচ্য
০৯) কোন বাচ্যে প্রায় সময় প্রথম পুরুষের একবচন হয় ?
উত্তর.
ভাববাচ্যে
১০) কোন বাচ্যের বাচ্চ্যান্তর ঘটে না ?
উত্তর.
কর্মকর্তৃবাচ্যে
১১) কর্তৃবাচ্যে ক্রিয়া সকর্মক হলে তার পরিবর্তিত রূপ কে কি বলে ?
উত্তর.
কর্তৃবাচ্য
১২) কোন বাচ্যে ক্রিয়া অকর্মক হয় ?
উত্তর.
ভাববাচ্যে
১৩) মধ্য স্বরাগমের অন্য দুটি নাম কি কি ?
উত্তর.
স্বরভক্তি ও বিপ্রকর্ষ
১৪) কর্তৃবাচ্যের একটা বৈশিষ্ট্য উল্লেখ কর ?
উত্তর.
ক্রিয়াটি সকর্মক এবং অকর্মক
দুরকমই হতে পারে
১৫) অপিনিহিতির অর্থ কি ?
উত্তর.
আগে এসে বসা
১৬) কর্মপদটি কর্তৃপদে পরিণত হয়ে বাক্যে প্রাধান্য পায় এবং ক্রিয়া কর্মের অনুগামী হয় কোন বাচ্যে ?
উত্তর.
কর্মবাচ্যে
১৭) ভাববাচ্যে সাধারণত কার প্রাধান্য থাকে ?
উত্তর.
ক্রিয়া
১৮) কোন উপভাষায় অপিনিহিতি দেখা যায় ?
উত্তর.
বঙ্গালী ও বরেন্দ্রী উপভাষায়
১৯) ঘন্টা বাজে । এখানে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে ?
উত্তর.
কর্মকর্তৃবাচ্য
২০) অভিশ্রুতি কি ?
উত্তর.
অপিনিহিতির পরবর্তী ভাগ
২১) বিপর্যয় শব্দের অর্থ কি ?
উত্তর.
বিনিময়
২২) কর্তৃবাচ্যে ক্রিয়া অকর্মক হলে তার পরিবর্তিত রূপকে কি বলে ?
উত্তর.
ভাববাচ্য
২৩) বিপ্রকর্ষ শব্দের অপর অর্থ কি ?
উত্তর.
দূরত্ব
২৪) দন্ত ব্যঞ্জন কোন বর্গকে বলা হয় ?
উত্তর.
ত বর্গ
২৫) কর্তার উল্লেখ থাকে না, কোন বাচ্যে ?
উত্তর.
কর্মকর্তৃবাচ্যে
২৬) গাছপাকা সমাসবদ্ধ পদটি, কোন সমাসের অন্তর্গত ?
উত্তর.
অধিকরণ তৎপুরুষ
২৭)তুমি কখন এলে ? বাক্যটিকে ভাববাচ্যে পরিণত কর।
উত্তর.
তোমার কখন আসা হলো
২৮) স্পর্ধা থেকে আস্পর্ধা, এখানে কোন জাতীয় ধ্বনির পরিবর্তন ঘটেছে ?
উত্তর.
আদি স্বরাগম
২৯) দ্বিগু সমাসের পরপদটি কি হয় ?
উত্তর.
বিশেষ্য
৩০) চাঁদ দেখা যাচ্ছে, এটি কোন বাচ্য ?
উত্তর.
কর্মকর্তৃবাচ্য
File Name: WB Primary TET 2022 Class – 12 বাংলা ব্যাকরন
File Size: 1.3 Mb
File Formate: Pdf
No Of Pages: 03
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
---|---|
WB Primary TET 2022 Class – 11 English | Click Here |
WB Primary TET 2022 Class – 10 বাংলা | Click Here |