RRB Group – D 2022 GK Class – 04

RRB Group – D 2022 GK Class – 04

RRB Group - D 2022 GK Class - 04
RRB Group – D 2022 GK Class – 04

WBPDF

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে RRB Group – D 2022 GK Class – 04, যেখানে RRB এবং RRC ২০২২ পর্ব – ০ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো RRB এবং RRC প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

RRB Group – D 2022 GK Class – 04

০১) কপার
সালফেট দ্রবণে জিংক যোগ
করা হলে কোনটি স্থানানচ্যুত
হয় ?

উত্তর. তামা

০২) কোন
রাজ্য কেন্দ্রীয় সরকার আয়ুষ বিদ্যালয়
গড়ে তুলেছে ?

উত্তর. সিকিম

০৩) কোন
রাজ্যের মুখ্যমন্ত্রী মেরে ঘর মেরে
নাম স্কিম চালু করল
?

উত্তর. পাঞ্জাব

০৪) মাউন্ট
এভারেস্ট নেপালে কি নামে
পরিচিত ?

উত্তর. সাগর
মাথা 

০৫) কোন
যুগে গরুকে একটি গুরুত্বপূর্ণ
সম্পদ হিসাবে মনে করা
হতো ?

উত্তর. ঋক
বৈদিক যুগ

০৬) পাচিত
খাদ্য শোষিত হয় কোথায়
?

উত্তর. ক্ষুদ্রান্ত

০৭) বীজহীন
ফল উৎপন্ন করতে কোন
হরমোন ব্যবহৃত হয় ?

উত্তর. অক্সিন

০৮) হুদহুদ
ঝড়ের নামকরণ করেছে কোন
দেশ ?

উত্তর. ওমান

০৯) কোনটি
গ্রিন হাউসের প্রভাবে নীতি
প্রয়োগ করা হয় ?

উত্তর. সোলার
কুকার

১০) ভারতের
RBI SBI এর চেকবুক কোন
সংস্থা ছাপে ?

উত্তর. সিকিউরিটি
প্রেস, নাসিক

১১) যুগান্তর
দল গঠিত হয় কত
সালে ?

উত্তর. ১৯০৬
সালে

১২) কোন
গতিশীল বস্তুর গতিবেগ দ্বিগুণ
করলে

উত্তর. ভরবেগ
দ্বিগুণ হয়

১৩) হেপাটাইটিস
বি ভ্যাকসিন এর মাত্রা কয়টি
?

উত্তর.

১৪) গদর
দলের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর. লালা
হরদয়াল

১৫)  জীবনস্মৃতি আত্মজীবনী কার লেখা ?

উত্তর. রবীন্দ্রনাথ
ঠাকুর

১৬) কোনটি
গ্রিনহাউস গ্যাস নয় ?

উত্তর. অক্সিজেন

১৭) যুগান্তর
দলের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর. বারেন্দ্র
কুমার ঘোষ

১৮) কোন
রাজ্যের মন্দিরে ভারতনাট্যম নাচের উদ্ভব হয়
?

উত্তর. তামিলনাড়ু

১৯) প্রথম
পাট শিল্প গড়ে ওঠে
কত সালে ?

উত্তর. ১৮৫৫
সালে

২০) কোন
হরমোনের অভাবে মধুমেহ রোগ
হয় ?

উত্তর. ইনিসুলিন

২১) IMF এর
সদর দপ্তর কোথায় অবস্থিত
?

উত্তর. ওয়াশিংটন
ডিসি

২২) কোথায়
বিশ্বের বৃহত্তম মেডিটেশন সেন্টার গড়ে উঠেছে ?

উত্তর. হায়দ্রাবাদ

২৩) তিন
বিঘা করিডোর কোন রাজ্যে
অবস্থিত  ?

উত্তর. পশ্চিমবঙ্গ

২৪) ভারতীয়
সংবিধানের কোন তফসিলে রাজ্য
কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের
সীমা নির্ধারণ করা হয়েছে ?

উত্তর. প্রথম
তপসিল

২৫) মুখ্য
নির্বাচন কমিশনের কার্যকাল মেয়াদ কত ?

উত্তর.
বছর

২৬) বর্তমানে
মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি ?

উত্তর. রাজীব
কুমার

২৭) বিশ্ব
পোলিও দিবস কোন দিন
পালন করা হয় ?

উত্তর. ২৪
অক্টোবর

২৮) কাঁচকে
হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়,
কিন্তু ধাতু ফাটে না,
কারণ কাঁচ তাপের

উত্তর. কুপরিবাহী

২৯) বর্ণালী
সৃষ্টির কারণ কি ?

উত্তর. বিচ্ছুরণ

৩০) দানসাগর
গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর. বল্লাল
সেন

৩১) কমনওয়েলথ
এর সদর দপ্তর কোথায়
অবস্থিত ?

উত্তর. লন্ডন

৩২) কাশি
মহাজনপদের রাজধানী কি ছিল ?

উত্তর. বারানসি

৩৩) বস্তুর
অবস্থান বা বাহ্যিক আকৃতির
জন্য বস্তুতে যে শক্তি সঞ্চিত
হয় , তাকে কি বলে
?

উত্তর. স্থিতিশক্তি

৩৪) চেঙ্গিস
খান কত সালে ভারত
আক্রমণ করেন ?

উত্তর. ১২২১

৩৫) হরিপ্রসাদ
চৌরিচৌরা কোন বাদ্যযন্ত্র এর
সঙ্গে যুক্ত ?

উত্তর. বাঁশি

৩৬) FIR এর
পুরো নাম কি ?

উত্তর. First information report

৩৭) লাঙ্গলের
টেরাকোটা মডেল কোথায় পাওয়া
গেছে ?

উত্তর. বনওয়ালি

৩৮) ছিয়াত্তরের
মন্বন্তর কত সালে হয়েছিল
?

উত্তর. ১৭৭০
সালে

৩৯) চাঁদের
পাহাড় উপন্যাসের রচয়িতার নাম কি ?

উত্তর. বিভূতিভূষণ
বন্দ্যোপাধ্যায়

৪০) উরুগুয়ের
মুদ্রার নাম কি ?

উত্তর. পেসো

৪১) Flipkart এর
প্রতিষ্ঠাতা কে ?

উত্তর. শচিন
বানসাল এবং বিনি বানসাল

৪২) স্টুডেন্ট
ক্রেডিট কার্ডের লোন কত টাকা
পর্যন্ত নেওয়া যাবে ?

উত্তর. ১০
লক্ষ

৪৩) নোবেল
শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া
হয় ?

উত্তর. নরওয়ে

৪৪) কোন
রাসায়নিক পদার্থ এর অপর
নাম সল্টপিটার ?

উত্তর. পটাশিয়াম
নাইট্রেট

৪৫) সুনামির
উৎপত্তি কি কারনে হয়
?

উত্তর. সমুদ্রতলের
প্লেটের সঞ্চালন

৪৬) মোহনবাগান
ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত
খ্রিস্টাব্দে ?

উত্তর. ১৯১১

৪৭) কোন
জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে
বেশি ?

উত্তর. ভাকরা
নাঙ্গাল

৪৮) চতুর্থ
ইয়ুথ এশিয়ান প্যারা গেমস আয়োজিত
হয়েছে কোথায় ?

উত্তর. বাহারিন

৪৯) FIH পুরুষ
জুনিয়ার হকি বিশ্বকাপ ২০২১
জয়ী হয়েছে কোন দেশ
?

উত্তর. আর্জেন্টিনা

৫০) ধ্যানচাঁদ
কোন খেলার সঙ্গে যুক্ত
ছিলেন ?

উত্তর. হকি


File Name: RRB Group – D 2022

File Size: 1.3 Mb

File Formate: Pdf

Class: 04

No Of Pages: 04

Download Pdf: Click To Download


More PdfDownload Link
RRB Group – D 2022 GK Class – 03Click Here
RRB Group – D GK 2022 Class 02Click Here

Leave a Comment