IPL 2022 Current Affairs
IPL 2022 Current Affairs |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে IPL 2022 Current Affairs , যেখানে আইপিএল ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন, আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
IPL 2022 Current Affairs
০১) কত সালে আইপিএল খেলা শুরু হয় ?
উত্তর. ২০০৮
সালে
০২) ২০২২ সালের আইপিএল কততম ?
উত্তর. ১৫
তম
০৩) আইপিএল 2022 এ মোট কতগুলি দল অংশগ্রহণ করেছে ?
উত্তর. ১০
টি দল
০৪) কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার লখনৌ সুপার জায়ান্টস দলের মেন্টর ?
উত্তর. গৌতম
গম্ভীর
০৫) আইপিএল 2021 টুর্নামেন্টের জয়ী হয় কোন দল ?
উত্তর. চেন্নাই
সুপার কিংস
০৬) আইপিএল 2020 নিলামে সবচেয়ে মূল্যবান বিদেশি খেলোয়াড়ের নাম কি ?
উত্তর. লিয়াম
লিভিংস্টন
০৭) আইপিএল 2022 এর সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের নাম কি ?
উত্তর. ঈশান
কিশান
০৮) আইপিএল 2022 এ জয়ী দলের নাম কী ?
উত্তর. গুজরাট
টাইটান্স
০৯) আইপিএল 2022 এ কোন দল প্রথমবার অংশগ্রহণ করলো ?
উত্তর. লখনৌ
সুপার জায়ান্টস এবং গুজরাট লায়ন্স
১০) কোন সংস্থাকে আইপিএল 2022 এর স্পন্সর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ?
উত্তর. টাটা
গ্রুপ
১১) আইপিএল 2022 এর ফাইনাল খেলা কোথায় অনুষ্ঠিত হলো ?
উত্তর. গুজরাটের
আমেদাবাদে
১২) আইপিএল 2022 টুর্ণামেন্টে মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছে ?
উত্তর. ৭৪
টি
১৩) Player of the Series পুরস্কার
পেলেন কে ?
উত্তর. জস
বাটলার
১৪) আইপিএল 2022 টুর্নামেন্টে সবচেয়ে বেশি শতরান করেছেন কোন খেলোয়াড় ?
উত্তর. জস
বাটলার
১৫) বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উত্তর. মুম্বাই
১৬) আইপিএল টুর্নামেন্ট এর সবচেয়ে বেশি রান করেছেন কোন খেলোয়াড় ?
উত্তর. বিরাট
কোহলি
১৭) লখনৌ টিমের মালিক কে ?
উত্তর. সঞ্জীব গোয়েঙ্কা
১৮) আইপিএল 2022 এ সর্বাধিক রান করেন কে ?
উত্তর. জস
বাটলার
১৯) আইপিএল টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোন দল সর্বাধিক জয়ী হয়েছে ?
উত্তর. মুম্বাই
ইন্ডিয়ান্স
২০) আইপিএল 2022 এ সর্বাধিক উইকেট সংগ্রহ করেন কে ?
উত্তর. যুজবেন্দ্র
চাহাল
২১) যুজবেন্দ্র চাহাল মোট কতগুলি উইকেট নিয়েছেন ?
উত্তর. মোট
২৭ টি
২২) গুজরাট টিমের মালিক কে ?
উত্তর. সিবিসি
ক্যাপিটালস গ্রুপ
২৩) আইপিএল 2022 সালে ফাইনালে কোন দুটি দল উঠেছিল ?
উত্তর. গুজরাট
টাইটানস এবং রাজস্থান রয়েলস
২৪) সর্বপ্রথম আইপিএল জয়ী দলের নাম কী ?
উত্তর. রাজস্থান
রয়েলস
২৫) আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রহকারী খেলোয়াড়ের নাম কী ?
উত্তর. ভিয়েন
ব্রাভো
২৬) আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মেরেছে কে ?
উত্তর. ক্রিস
গেইল
২৭) আইপিএল 2022 এ কে প্রথম হ্যাটট্রিক উইকেট নেন ?
উত্তর. যুজবেন্দ্র
চাহাল
File Name: IPL 2022 Current Affairs
File Size: 02 Mb
File Formate: Pdf
No Of Pages: 03
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
---|---|
আইপিএল ২০২১ গুরুত্বপূর্ণ তথ্য PDF | Click Here |
IPL 2022 Players List All Team PDF | Click Here |